31 Dec 2018

এক বছর স্মার্ট ফোন ব্যবহার না করলে মিলবে কোটি টাকা

Image Credit: Vitaminwater
এক বছর স্মার্ট ফোন ছাড়া থাকতে পারবেন? এক বছর, মানে ৩৬৫ দিন। ভাবছেন, সম্ভবত এর চেয়ে কঠিন কাজ বর্তমানে পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ঠিকই ভাবছেন। আর স্মার্ট ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে এই কঠিনতম কাজটা করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমেরিকার একটি কোম্পানি। যদি চ্যালেঞ্জ নিয়ে সফল হতে পারেন, তবে প্রায় কোটি টাকা পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্য!

28 Dec 2018

ইন-হোল ডিসপ্লে – ফোনের স্ক্রিনের ভেতর ক্যামেরা

Image Credit: Vmall

গত দুই বছরে স্মার্ট ফোনের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এবং হয়ে 
চলেছে, তা হল এর নচ ডিসপ্লে। নচ ডিসপ্লে ভালো, না খারাপ – এনিয়ে টেকনোলজির 
দুনিয়ায় এখন দুটো দল। এক দল বলছে খারাপ, 
আর এক দল বলছে মোটেই খারাপ নয়, 
বরং বেশ ভালো। আর এই বিতর্কের 
মধ্যেই গতকাল চিনের হুয়েই 
কোম্পানি লঞ্চ করল এমন একটি 
ফোন যাতে রয়েছে ইন স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা।





27 Dec 2018

নোকিয়া আনছে পাঁচ ক্যামেরার ফোন

Image Credit: Nokia
১০ সেপ্টেম্বর টেকনোবিটসে প্রকাশিত ব্লগে লিখেছিলাম যে, চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে স্যামসাঙ চার ক্যামেরার ও নোকিয়া পাঁচ ক্যামেরা ফোন লঞ্চ করবে। কিছুদিন আগে স্যামসাঙ চার ক্যামেরার ফোন লঞ্চ করেছে। এবার নোকিয়ার পালা। কিছুদিনের মধ্যেই নোকিয়া কোম্পানি তাদের নতুন ফোন Nokia 9 PureView ফোন লঞ্চ করতে চলেছে। সেই ফোনে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা।

25 Dec 2018

নতুন ব্রাউজার মিন্ট

Image Credit: Xiaomi
ব্রাউজারের দুনিয়ায় নতুন নাম মিন্ট। গতকাল এই ব্রাউজারটি গুগল প্লে স্টোরে লঞ্চ করা হয়েছে। কারা তৈরি করেছে এই ব্রাউজার? ব্রাউজারটি তৈরি করেছে সেই কোম্পানি, যারা মোবাইল ফোন বিক্রিতে ইতিমধ্যে ভারতে এক নম্বর জায়গাটি দখল করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোম্পানির নাম শিয়াওমি। লঞ্চ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চিনের এই কোম্পানির নতুন ব্রাউজারটি নিয়ে ইতিমধ্যে ইন্টারনেটের দুনিয়ায় যথেষ্ট শোরগোল পড়েছে।

21 Dec 2018

সাংহাইয়ের সেই ছবি নিয়ে কেন এত হইচই ?

ছবি ভাইরাল


Image Credit: Jingkun Technology
সম্প্রতি ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি চিনের সাংহাই শহরের। সাংহাই হল চিনের বাণিজ্য নগরী। যেমন আমাদের মুম্বই। সাংহাইতে চিনের সবচেয়ে উঁচু বহুতলগুলি রয়েছে। সেই শহরের একটি অংশের বহুতল ভবন, রাস্তাঘাট এবং শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ইয়াংসি নদীর একটি ৩৬০ ডিগ্রি ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করা হয়েছে। সেই ছবিটি নিয়ে ইন্টারনেটে এখন আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে। কিন্তু কেন?

18 Dec 2018

এই ওয়েবসাইটগুলি থেকে সাবধান !

তালিকায় থাকা ফেক সাইটের হোম পেজ

ইন্টারনেটের দুনিয়ায় অনেক বিপদের মধ্যে একটি হল ফেক ওয়েবসাইট বা নকল ওয়েবসাইট। ফেসবুক বা টুইটারে আমরা নকল প্রোফাইলের বিষয়টি জানি। নকল প্রোফাইল বন্ধ করতে এখন ফেসবুক ও টুইটারে Blue Tick সিস্টেম চালু হয়েছে। এই সিস্টেমের সাহায্যে এখন আপনি সহজেই বুঝতে পারবেন বিরাট কোহলির যে ফেসবুক পেজ আপনি লাইক করেছেন সেটি আসল, না নকল। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে এখনও তেমন কোনও নির্দিষ্ট পদ্ধতি নেই যার সাহায্যে বোঝা যাবে সেটি আসল, না নকল সাইট। যার ফলে অনেকেই প্রতারিত হন।

16 Dec 2018

Warp Charge 30: চার্জিংয়ের সময় ফোন গরম হবে না

Image Credit: OnePlus
ওয়ানপ্লাস কোম্পানি গতকাল অনলাইনে একটি স্পেশাল এডিশন ফোন লঞ্চ করেছে। যারা আগ্রহী তারা ফোনটি আমাজন অনলাইন শপিং স্টোর থেকে কিংবা ওয়ানপ্লাস কোম্পানির ভারতের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এছাড়া দেশের নির্দিষ্ট কিছু শহরে ফোনটি ওয়ানপ্লাস কোম্পানির নিজস্ব স্টোরেও কিনতে পাওয়া যাবে। ফোনটির দুটো প্রধান বৈশিষ্ট। একটি হল এর ব়্যাম সাইজ। অন্যটি হল ‘Warp Charge 30’ প্রযুক্তির চার্জিং টেকনোলজি।





পর্ন সাইট বন্ধ হওয়ায় সমস্যা বাড়বে

Image Credit: Pixbay

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর উত্তরাখণ্ড হাইকোর্ট একটি নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশে ভারত সরকারের ইলেক্ট্রনিক্স ও আইটি মন্ত্রককে বলা হয়েছিল ৮২৭টি পর্ন ওয়েবসাইটকে যেন ব্লক করা হয়। অর্থাৎ ওই সাইটগুলি যেন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা দেখতে না পান। 

16 Nov 2018

হোয়াটসঅ্যাপে নিজের পছন্দের স্টিকার তৈরি করুন

এতদিন হোয়াটসঅ্যাপে শুধু ইমোজি ব্যবহার করার সুযোগ ছিল।
Image credit: Pixabay
কিন্তু গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ স্টিকার ফিচার লঞ্চ করেছে। অর্থাৎ এখন থেকে হোয়াটসঅ্যাপের গ্রাহকরা স্টিকারও ব্যবহার করতে পারবেন। টেলিগ্রাম, হাইক ও উইচ্যাট মেসেঞ্জার অ্যাপ অনেক আগেই ইমোজির পাশাপাশি স্টিকার ফিচার লঞ্চ করেছে। এবার হোয়াটসঅ্যাপেও সেই সুযোগ পাবেন গ্রাহকরা। হোয়াটসঅ্যাপের এটাই বৈশিষ্ট। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ, কিন্তু ইনোভেশনের ক্ষেত্রে অর্থাৎ নতুন নতুন ফিচার লঞ্চ করার ক্ষেত্রে এটি বাকি সব অ্যাপের চেয়ে সবসময় পিছিয়ে।

2 Nov 2018

আপনার স্ট্যাটাসে বিজ্ঞাপন দেবে হোয়াটসঅ্যাপ

Image Credit: Pixabay
শেষ পর্যন্ত মার্ক জুকেরবার্গের সিদ্ধান্তই মেনে নিতে হল জ্যান কওমকে। আগামী বছর থেকেই ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও দেখা যাবে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন। ইতিমধ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন কোম্পানি ছেড়েছেন। এখন জ্যান কওম কী করেন সেটাই দেখার।

27 Oct 2018

বাড়িতে বসে নিজেই তৈরি করুন স্মার্টফোন

Image Credit: MAKERphone
এই ব্লগের হেডিংটা দেখে সম্ভবত পাঠকদের বিশ্বাস হচ্ছে না। ভাবছেন, এটা কীভাবে সম্ভব? বাড়িতে বসে কি স্মার্টফোন তৈরি করা যায়? কিছুদিন আগেও এই প্রশ্নটার উত্তর ছিল – না, সম্ভব নয়। কিন্তু এখন যদি কেউ এই প্রশ্ন করে, তবে উত্তরটা হবে - হ্যাঁ, খুবই সম্ভব। আপনি বাড়িতে বসেই কয়েক ঘণ্টার চেষ্টায় বানিয়ে ফেলতে পারবেন একটি স্মার্টফোন, যার সাহায্য আপনি কথা বলা থেকে শুরু করে গেম খেলা, গান শোনা, মুভি দেখা, এসএমএস পাঠানো সহ বিভিন্ন কাজ করতে পারবেন।

24 Oct 2018

যে ল্যাপটপের স্ক্রিন ভাঁজ করা যাবে

Image credit: The Verge (Representative image)
দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাঙ এর আগে জানিয়েছিল খুব শীঘ্রই তারা এমন মোবাইল ফোন লঞ্চ করবে যার স্ক্রিন ফোল্ডেবল অর্থাৎ ভাঁজ করা সম্ভব। এখনও পর্যন্ত যা খবর, তাতে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথমে তারা সেই ফোন লঞ্চ করবে। এরই মধ্যে স্যামসাঙ কয়েক দিন আগে জানিয়েছে, শুধু মোবাইল ফোন নয়, তারা এমন ল্যাপটপও তৈরি করবে যার স্ক্রিন ভাঁজ করা সম্ভব। 

22 Oct 2018

5G ফোনে ১০ GB ব়্যাম

Image Credit: Pixabay (representative image)
প্রায় ১০ বছর আগে বিশ্বের প্রথম স্মার্ট ফোন iPhone লঞ্চ করেছিল অ্যাপল। সেই ফোনে ব়্যাম সাইজ ছিল মাত্র ১২৮ MB। তারপর গত ১০ বছরে মোবাইল ফোন টেকনোলজির অভূতপূর্ব উন্নতি হয়েছে। ফোনে ফিঙারপ্রিন্ট সেনসর, ফেস আইডি, AI প্রযুক্তির ব্যবহার যেমন শুরু হয়েছে, তেমনি বেড়েছে ফোনের ইন্টারনাল মেমরি, ব়্যাম সাইজ এবং প্রসেসরের ক্ষমতা।

15 Oct 2018

সহজেই ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি তৈরি সম্ভব

Image Credit: Pixabay
আমেরিকার এক কৃষ্ণাঙ্গ মহিলা টারানা বুর্ক প্রথম ধর্ষিত হন মাত্র ছয় বছর বয়সে।পরবর্তীতে একাধিকবার তিনি ধর্ষণ ও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। টারানা বুর্ক তাঁর নিজের অভিজ্ঞতায় দেখেছিলেন, আমেরিকার মতো দেশেও ধর্ষিত হওয়ার পরেও অনেক মহিলা বিষয়টি চেপে যান, পুলিশে অভিযোগ জানান না বা বিষয়টি নিয়ে সরব হন না। ধর্ষিত মহিলারা যাতে বিষয়টি চেপে না গিয়ে প্রতিবাদে সরব হন, সেজন্য বুর্ক আন্দোলন শুরু করেন।

11 Oct 2018

যে ফোন আপনার হয়ে কল করবে

Image Credit: Google store
টেকনোবিটসের ব্লগে কয়েক সপ্তাহ আগে লিখেছিলাম যে, গুগল তাদের পিক্সল্ সিরিজের নতুন ফোনে অ্যাপলের আইফোনের নচ ডিসপ্লে নকল করতে পারে। সেটাই হল। গুগল দু’দিন আগে তাদের পিক্সল্ সিরিজের নতুন দুটি ফোন লঞ্চ করেছে। একটি হল Pixel 3 এবং অন্যটি Pixel 3 XL। এদের মধ্যে Pixel 3 XL ফোনে নচ ডিসপ্লে রেখেছে গুগল। 

9 Oct 2018

৫ লাখ গ্রাহকের তথ্য ফাঁস, বন্ধ হচ্ছে গুগল প্লাস

Image Credit: Pixabay
টেক কোম্পানিগুলির যেন শনির দশা চলছে। ২০১৮ সালটা তাদের খুবই খারাপ যাচ্ছে। বছরের মার্চ মাসে সামনে এল কেমব্রিজ অ্যানালিটিকার ঘটনা, যার জেরে ফেসবুকের প্রায় ৫ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। তারপর ফের সেপ্টেম্বরে ফেসবুক অ্যাপের API –তে গোলমালের জেরে আরও ৫ কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনা সামনে এল। অক্টোবরে প্রকাশ্যে এল চিনের হার্ডওয়্যার হ্যাকিংয়ের ঘটনা, যার জেরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ফাইল হ্যাকড হয়েছে। আর এবার অর্থাৎ গতকাল সামনে এসেছে গুগল প্লাস গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা, যার জেরে গুগল সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা গুগল প্লাস বন্ধ করে দেবে।

6 Oct 2018

বিশ্বের সবচেয়ে বড় হার্ডওয়্যার হ্যাকিং, ধরা পড়ল চিন

Image credit: Pixabay
চালের দানার চেয়েও ছোটো একটি চিপ। কিন্তু ছোটো হলেও অসম্ভব ক্ষমতা তার। গত কয়েকবছর ধরে এই চিপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি, ব্যাঙ্ক, সরকারি দপ্তর ও গোয়েন্দা সংস্থার সার্ভার থেকে যাবতীয় তথ্য চুরি করছে। বিষয়টি সামনে আসায় হতবাক সবাই। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের ইতিহাসে এর আগে এত বড়মাপের হার্ডওয়্যার হ্যাকিং হয়নি। কিন্তু কে বা কারা রয়েছে এই হ্যাকিংয়ে পেছনে? একটাই দেশের নাম উঠে এসেছে-চিন।



25 Sept 2018

আজ লঞ্চ হচ্ছে স্য়ামসাঙের তিন ক্য়ামেরার ফোন

Image Credit: Samsung
টেকনোবিটসের ব্লগে গত সপ্তাহে ফোনের ক্যামেরা নিয়ে লিখেছিলাম। পাঠকদের জানিয়েছিলাম যে, চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথমে স্যামসাঙ এমন ফোন লঞ্চ করতে চলেছে যাতে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে। যখন ব্লগটি লিখেছিলাম তখনও স্যামসাঙ বিষয়টি স্বীকার করেনি। তবে কয়েক দিন আগে তারা অফিশিয়ালি ঘোষণা করেছে যে, হ্যাঁ, সত্যি তারা তিন ক্যামেরার ফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। 

21 Sept 2018

সাবধান! ফোন করে কেউ ইমেল আইডি চায়নি তো?

Image Credit: Pixabay
সমীর চৌধুরি একজন স্কুল শিক্ষক। একদিন সকালে তিনি যখন স্কুলে যাবেন বলে রেডি হচ্ছেন তখন হঠাৎ তাঁর মোবাইল ফোনটি বেজে উঠল। অচেনা নাম্বার থেকে ফোন। সমীরবাবু ফোনটি ধরতেই ওপার থেকে একজন যুবক অত্যন্ত ভদ্রভাবে ইংরেজিতে প্রশ্ন করল, ‘আমি কি সমীর চৌধুরির সঙ্গে কথা বলছি?’… 


19 Sept 2018

ফোনে হেডফোন জ্যাকের ব্যবহার বন্ধ হচ্ছে

Apple AirPod. Image Credit: Pixabay
ভারতে সবচেয়ে বেশি বিক্রি হয় চিনের শিয়াওমি কোম্পানির ফোন। অর্থাৎ প্রতিবছর যত হ্যান্ডসেট বিক্রি হয় তার ৩০.৩ শতাংশই শিয়াওমির ফোন (১৪ মে, ২০১৮, তথ্য সূত্র: International Data Corporation)। কিন্তু ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট অর্থাৎ হাই বাজেট সেগমেন্টের হ্যান্ডসেট বিক্রিতে বর্তমানে ভারতে এক নম্বরে চিনের OnePlus কোম্পানি। এবছরের জুন মাসের হিসেব অনুযায়ী ভারতে যত হাইএন্ড সেগমেন্টের ফোন (₹ ৩০০০০/- বা তার বেশি) বিক্রি হয়েছে তার ৪০ শতাংশ (এতদিন এই জায়গাটা স্যামসাঙের দখলে ছিল) OnePlus কোম্পানির। 

15 Sept 2018

মোবাইলে রাখুন আধার কার্ড

Image Credit: UIDAI

আজকাল বিভিন্ন ক্ষেত্রে আইডি প্রুফ হিসেবে আমাদের আধার কার্ড দেখাতে হয়। বিমানবন্দরে ঢোকার সময় বা ট্রেনের রিজার্ভড কামরায় যাতায়াতে সময় আইডি প্রুফ দেখাতে হয়। এছাড়াও অন্য অনেক ক্ষেত্রেও আইডি প্রুফের প্রয়োজন। আইডি প্রুফ হিসেবে এখন মূলত আধার কার্ড সব জায়গায় ব্যবহৃত হয়। 


13 Sept 2018

অ্যাপল লঞ্চ করল সবচেয়ে বড় ডিসপ্লের iPhone

Image Credit: Apple
প্রত্যাশা মতোই গতকাল ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কের স্টিভ জোবস থিয়েটারে আইফোনের তিনটি মডেল লঞ্চ করল অ্যাপল। এবছর অ্যাপল আইফোনের যে মডেলগুলি লঞ্চ করেছে সেগুলির হার্ডওয়্যার ও সফটওয়্যারে বেশ কিছু নতুনত্ব রয়েছে। তবে সেই সঙ্গে দামের বিষয়টাও উল্লেখ করতে হবে। এবছর লঞ্চ হওয়া তিনটি ফোনেরই দাম যথেষ্ট বেশি। নতুন আইফোনের এই অত্যাধিক দাম নিয়ে অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার টিম কুককে প্রশ্ন করা হয়েছিল। কুক সগর্বে উত্তর দিয়েছেন, দাম বাড়ালেও অ্যাপলের ফোনের বিক্রি দিন দিন বাড়ছে।


12 Sept 2018

গুগলের টাইটান কী-র সাহায্যে অ্যাকাউন্ট নিরাপদ রাখুন

Image Credit: Google
সোশাল নেটওয়ার্কিং, ইমেল ও নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগইন করার ক্ষেত্রে 2FA (Two Factor Authentication) পদ্ধতিতে নিরাপত্তা আরও বাড়াতে গুগল লঞ্চ করেছে তাদের বিশেষ U2F Key বা সিকিউরিটি কী। এই সিকিউরিটি কী-র নাম টাইটান।

10 Sept 2018

স্যামসাঙ চার ও নোকিয়া পাঁচ ক্যামেরার ফোন আনছে

২০০৭ সালে প্রথম স্মার্ট ফোন লঞ্চ করেছিল অ্যাপল।
Image credit: Pixabay
তার এক বছরের মধ্যে স্যামসাঙ সহ বিশ্বের অন্য কোম্পানিগুলিও স্মার্ট ফোন তৈরি শুরু করে। স্মার্ট ফোন লঞ্চ করার পর প্রথম প্রায় ১০ বছর ফোনগুলির সামনে ও পেছনে একটি করে ক্যামেরা থাকত। এরপর বিভিন্ন কোম্পানি তাদের মিড ও হাই বাজেট সেগমেন্টের ফোনগুলির পেছনে দুটি ক্যামেরা অর্থাৎ ডুয়াল ক্যামেরার ব্যবহার শুরু করে। 



9 Sept 2018

গুগলের নতুন সার্চ ইঞ্জিন ডেটাসেট

(Screenshot) Credit: Google
এই সপ্তাহে গুগল একটি নতুন সার্চ ইঞ্জিন লঞ্চ করেছে যার নাম Google Dataset Search। এই সার্চ ইঞ্জিনটি এখনও বিটা মোডে রয়েছে। অর্থাৎ সার্চ ইঞ্জিনটি নিয়ে এখনও গুগল পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষানিরীক্ষা শেষ হলে কয়েক মাসের মধ্যে গুগল তাদের এই নতুন সার্চ ইঞ্জিনটি অফিশিয়ালি লঞ্চ করবে। 

5 Sept 2018

ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে রোজগার করুন

Image Credit: Pixbay

গুগলের ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামল এবার ফেসবুক। সম্প্রতি তারা একটি নতুন ফিচার লঞ্চ করেছে যার নাম ফেসবুক ওয়াচ (Facebook Watch)। এই ফিচারটি ডেস্কটপের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইফোন মোবাইল অ্যাপে পাওয়া যাবে। এই ফিচারটি ভিডিয়ো অন ডিমান্ড ক্যাটাগরির। অর্থাৎ ফেসবুক ওয়াচ-এর সাহায্যে আপনি ইউটিউবের মতো বিভিন্ন বিষয়ের উপর ভিডিয়ো দেখতে পারবেন এবং ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে উপার্জনও করতে পারবেন।



30 Aug 2018

অ্যান্ড্রয়েড ফোনে নচ ডিসপ্লে কি খুব প্রয়োজন ছিল?

অ্যাপলের আইফোন এক্স-এর নকল করে ইতিমধ্যে চিনের হুয়েই, ওয়ান প্লাস কোম্পানিগুলি তাদের অ্যান্ড্রয়েড ফোনে নচ ডিসপ্লে ব্যবহার শুরু করেছে। আমি এবং আমার মতো আরও অনেকে যারা টেকনোলজির দুনিয়ার একটু-আধটু খোঁজখবর রাখে তারা ভেবেছিল, গুগল আত্মসম্মানের কথা ভেবে অ্যান্ড্রয়েড (OEM-Original Equipment Manufacturer) ফোন তৈরি করে যে কোম্পানিগুলি, তাদের অ্যাপলের নচ ডিসপ্লের অনুকরণ করতে নিষেধ করবে। কিন্তু গুগল তা করেনি। উলটে গুগল তাদের নতুন ফোন পিক্সল (পিক্সল থ্রি এক্স এল)-এর হ্যান্ডসেটে নচ ডিসপ্লে ব্যবহার করবে বলে জানা গেছে। পিক্সল থ্রি এক্স এল এখনও লঞ্চ হয়নি, তবে অসমর্থিত সূত্রে ফোনটির যে ছবি পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে সেটির উপরে আইফোন এক্স-এর মতো নচ ডিসপ্লে রয়েছে। অ্যাপলের এই অন্ধ অনুকরণের জেরে গুগল বিতর্কের মুখে পড়েছে। 

26 Aug 2018

পুলিশি তল্লাশি ঠেকাতে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার লকডাউন

Image credit: Pixabay

ধরুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় পুলিশের নাকা চেকিং চলছে। পুলিশ আপনাকে থামাল। আপনার পকেটে বা ব্যাগে কোনও আপত্তিকর কিছু লুকানো রয়েছে কি না, তল্লাশি করে দেখল। তারপর পুলিশ আপনার মোবাইল ফোনটি চাইল। কেন? কারণ, আপনার ফোনটি আনলক করে পুলিশ সার্চ করে দেখবে সেখানে কোনও আপত্তিকর মেসেজ বা অন্য কিছু রয়েছে কিনা। 

25 Aug 2018

নোকিয়ার নতুন ফোনে থাকছে মিরর সেলফি টেকনোলজি

Image Credit: নোকিয়া

চলতি বছরের এপ্রিলে ফিনল্যান্ডের কোম্পানি এইচএমডি গ্লোবাল লঞ্চ করেছিল নোকিয়া 6 প্লাস। তার চারমাসের মধ্যে তারা লঞ্চ করছে নোকিয়া 6.1 প্লাস। ইতিমধ্যে একাধিক কারণে এই ফোনটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। কারণ আপার মিড রেঞ্জের (ফোনটির দাম ₹ ১৫৯৯৯) এই ফোনে একাধিক ইউনিক ফিচার রয়েছে।


22 Aug 2018

অ্যান্ড্রয়েড ফোনে ডলবি সাউন্ড


Image Credit: Pixabay
স্মার্ট ফোন কেনার সময় আমরা যে সমস্ত বিষয়গুলিতে গুরুত্ব দেই, সেগুলির মধ্যে অন্যতম হল ফোনের অডিয়ো কোয়ালিটি। কারণ আজকাল আমরা সবাই ফোনেই গান শুনি বা সিনেমা দেখি। তাই ফোনের অডিয়ো কোয়ালিটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 

20 Aug 2018

অ্যান্ড্রয়েডকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে KaiOS

Image Credit: Pixabay

আমাদের অনেকেরই এমন ধারণা রয়েছে যে, এই যুগটা বোধহয় স্মার্টফোনের। স্টিভ জোবসের নেতৃত্বে অ্যাপল ২০০৭ সালে লঞ্চ করেছিল প্রথম স্মার্ট ফোন (আইফোন)। আমরা মনে করি ২০০৭ সাল থেকে শুরু হয়েছে স্মার্ট ফোনের যুগ আর ফিচার ফোন চলে গিয়েছে ইতিহাসের পাতায়। কিন্তু আমাদের সেই ধারণা ভুল।

17 Aug 2018

আপনার মোবাইল ফোনে কি AI ক্যামেরা আছে?

Image Credit: Pixabay

স্যামসাঙ কোম্পানির গ্যালাক্সি সিরিজের নতুন হাই-এন্ড স্মার্ট ফোনের (এস নাইন নোট) অন্যতম বৈশিষ্ট হল এর AI ক্যামেরা। AI ক্যামেরা হল এমন ক্যামেরা যার সেটিংস Artificial Intelligence বা মেশিন লার্নিং সফটওয়্যারের সাহায্যে কাজ করে। 

12 Aug 2018

ফেসবুক আনছে ডেটিং অ্যাপ

Image Credit: Pixabay

চলতি বছর F8 হয়েছিল ১ ও ২ মে ক্যালিফোর্নিয়ার সান জোস শহরে। F8 হল ফেসবুকের বার্ষিক কনফারেন্স। সেখানে অ্যাপ ডেভেলপার, সাংবাদিক, প্রযুক্তি বিশেষজ্ঞদের সামনে ফেসবুক নতুন কী কী প্রোডাক্ট বা অ্যাপ আগামী দিনে লঞ্চ করতে চলেছে বা লঞ্চ করার বিষয়ে চিন্তাভাবনা করছে, তা ঘোষণা করে। চলতি বছর F8 কনফারেন্সে মার্ক জুকেরবার্গ ঘোষণা করেছিলেন ফেসবুক ডেটিং অ্যাপ তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করছে।

11 Aug 2018

ফেসবুক বন্ধ করল ফ্রেন্ড লিস্ট ফিড

Image Credit: Pixabay

ফ্রেন্ড লিস্ট ফিড ফিচারটি বন্ধ করে দিল ফেসবুক। ফেসবুক কিছুদিন আগেই জানিয়েছিল যে, তারা এই ফিচারটি বন্ধ করে দিতে চলেছে। অবশেষে ৯ আগস্ট ফেসবুক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে যে, তারা ফিচারটি বন্ধ করে দিয়েছে।

9 Aug 2018

অ্যান্ড্রয়েডের নতুন জেসচার ফিচার

অবশেষে ৬ আগস্ট গুগল অফিশিয়ালি ঘোষণা করল
Image Credit: Android Central
তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন। নতুন ভার্সনের নাম পাই (অ্যান্ড্রয়েড ভার্সন নাম্বার ৯)। পাই হল এক ধরনের পেস্ট্রি জাতীয় পিঠে। গতবছর অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের নাম কী হতে চলেছে (ওরিঅ) তা নিয়ে যথেষ্ট আগ্রহ থাকলেও এবছর অতটা আগ্রহ ছিল না। কারণ অ্যান্ড্রয়েড পি-র নাম যে অ্যান্ড্রয়েড পাই হতে চলেছে, তা অনেকেই অনুমান করেছিলেন। কারণ ইংরেজিতে P অক্ষর দিয়ে যে সমস্ত জনপ্রিয় খাবার রয়েছে তার মধ্যে একেবারেই প্রথমে রয়েছে পাই।

অ্যান্ড্রয়েড পি-র নাম নিয়ে অতটা আগ্রহ ছিল না ঠিকই, কিন্তু অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের নতুন জেস্চার ফিচার এবং সিকিউরিটি ফিচার নিয়ে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে।

4 Aug 2018

আধার কাণ্ডে দোষটা ছিল গুগলের

গন্ডগোলটা করেছিল গুগল। আর তা নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে শুরু হয়েছিল সোরগোল। এমনকী বিষয়টি নিয়ে পার্লামেন্টেও আলোচনার ঝড় উঠেছিল। বিরোধীরা দাবি করেছিলেন স--ব কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। 
Image Credit: www.uidai.gov.in


অবিলম্বে সরকারকে এর কৈফিয়ত দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিষয়টিতে যতটা গুরুত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে যতটা আতঙ্ক ছড়িয়েছিল, আসলে বিষয়টি ততটা গুরত্বপূর্ণ কিছুই নয়, নেহাতই গুগলের একটি সামান্য ভুল।


3 Aug 2018

সারাদিন ফেসবুকে কাটান? এই ফিচারটি আপনাকে সতর্ক করবে

Image Credit: Pixabay

স্মার্টফোন আজ আমাদের জীবনে অনিবার্য। সকালে উঠে নিউজ পড়াই হোক কিংবা অফিসে যাওয়ার সময় ক্যাব ভাড়া করা অথবা রাতে বিছানায় শুয়ে নেটফ্লিক্সে সিরিয়াল দেখা – সবকিছুতেই এখন স্মার্টফোন। এভাবে স্মার্টফোন আমাদের জীবনকে একদিকে অনেক সহজ করেছে ঠিকই। কিন্তু অন্যদিকে অনেক জটিলতা তৈরি করেছে। 

1 Aug 2018

হোয়াটস্অ্যাপের নতুন গ্রুপ কলিং ফিচারটি ট্রাই করেছেন?

এবছরের মে মাসে ফেসবুক তাদের বাৎসরিক F8 কনফারেন্সে (যে কনফারেন্সে ফেসবুক নতুন কী কী ফিচার আনতে চলেছে সেই বিষয়টি ঘোষণা করে) ঘোষণা করেছিল যে, শীঘ্রই তারা 

Image Credit : Pixabay

হোয়াটস্‌অ্যাপে গ্রুপ ভিডিয়ো কলিং এবং গ্রুপ ভয়েস কলিং ফিচার আনতে চলেছে। সেই ঘোষণার তিন মাসের মধ্যে হোয়াটস্অ্যাপের অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপে ফেসবুক গ্রুপ কলিং ফিচার অ্যাড করেছে।

31 Jul 2018

এবার অ্যান্ড্রয়েড ফোনেও ইউটিউবের ডার্ক মোড

২০১৭ সালের মে মাসে গুগল তাদের ইউটিউব ওয়েব ভার্সনে ডার্ক মোড ফিচার চালু করেছিল। বিষয়টি নিয়ে সেই সময় টেকনোবিটসে আলোচনা করেছিলাম। কম্পিউটারের ডেস্কটপে ইউটিউব ওপেন করার পর স্ক্রিনের উপরে ডানদিকে যেখানে প্রোফাইল আইকন রয়েছে সেখানে ক্লিক করার পর ইউটিউব মেনু লিস্ট ওপেন হবে। 
Image Credit : Pixabay
সেখানে সেটিংস অপশনে ক্লিক করার পর ডার্ক মোড ফিচারটি শো করবে। সেই ফিচারটি অন করলে ইউটিউবে ডার্ক মোড থিম শো করবে। ফিচারটি ডেস্কটপে চালু করলেও গুগল বিষয়টি নিয়ে কোনও প্রচারই করেনি সেই সময়। তাই প্রথম দিকে অনেকে জানতেনই না যে ইউটিউবের ডেস্কটপ ভার্সনে ডার্ক মোড থিম চালু হয়েছে।

30 Jul 2018

ফোনে নেট ব্যাঙ্কিং করেন? এক্সবট থেকে সাবধান!!!

অনেকের ধারণা যে, ম্যালওয়্যার, স্পাইওয়্যার
Image Credit: Pixabay
ইত্যাদি ভাইরাস যারা তৈরী করে সেই হ্যাকাররা সবাই কম্পিউটার প্রোগ্রামিংয়ে খুবই দক্ষ। কিন্তু ব্যাপারটা তা নয়। আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং ভালোভাবে না-ও জানেন, তবু সহজেই কোনও ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের সাহায্যে অন্যের ফোন বা কম্পিউটার হ্যাক করতে পারবেন। তবে সেজন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।


29 Jul 2018

ফেসবুক ওয়াচ পার্টি

২০০৪ সালে ফেসবুক যখন শুরু হয়েছিল, তখন এই কোম্পানির মূল উদ্দেশ্য ছিল অনলাইনে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানো,
Image Credit : Pixabay
মতামত শেয়ার করা, অন্যের মতামতে বা পোস্টে নিজের মন্তব্য পেশ করা ইত্যাদি। পরবর্তীতে ফেসবুক তাদের ব্যাবসা অন্যান্য ক্ষেত্রে বাড়িয়েছে। যেমন, তারা সার্চ ইঞ্জিন ব্যাবসায়, অনলাইন শপিং ব্যাবসা, নিউজ মিডিয়ার ব্যাবসা (কিছুদিন আগেই টেকনোবিটসে ফেসবুক সার্চ নিয়ে যে ব্লগ লিখেছিলাম সেখানে এই বিষয়গুলি আলোচনা করেছি, যাঁরা পড়েননি, তাঁরা এই লিঙ্কে ক্লিক করে সেটি পড়ে নিতে পারেন) শুরু করেছে।

27 Jul 2018

অ্যান্ড্রয়েডের ভবিষ্যৎ কি সংকটে?

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটি?
Image Credit : Pixabay
উত্তরটা দেওয়ার জন্য কম্পিউটার বা মোবাইল বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কারণ সবাই জানে যে উত্তরটা হল অ্যান্ড্রয়েড। বর্তমানে বিশ্বে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মার্কেট শেয়ার ৪১.৭%। দ্বিতীয় স্থানে রয়েছে উইনডোজ অপারেটিং সিস্টেম যার মার্কেট শেয়ার ৩৬.১৯%। এই হিসেব চলতি বছরের জুন মাসের (তথ্য সূত্র : gs.statcounter.com)। কিন্তু অ্যান্ড্রয়েড বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম হওয়া সত্ত্বেও এখন তার ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন ওঠার কারণ সম্প্রতি ইউরোপিয়ান কমিশনের একটি রায়। যে রায়ে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগলকে প্রায় ৫০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। 


24 Jul 2018

জেনে নিন কীভাবে ঠিক করবেন করাপ্ট SD কার্ড

যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁরা প্রায় সবাই তাঁদের ফোনে
Image Credit: Pixabay
একস্ট্রা মেমরি স্পেসের জন্য SD কার্ড ব্যবহার করেন। অ্যাপলের ফোন বা ট্যাবগুলি হল লকড্ ডিভাইস অর্থাৎ সেগুলিতে এক্সটারনাল মেমরি ব্যবহারের কোনও সুযোগ নেই, হয় আপনাকে ফোনের ইন্টারনাল মেমরিতে কিংবা ক্লাউড স্টোরেজে গুরুত্বপূর্ণ ফাইল, ইমেজ ইত্যাদি স্টোর করে রাখতে হবে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা হল সেগুলিতে আপনি SD কার্ডের মাধ্যমে এক্সটারনাল মেমরি স্পেস অ্যাড করতে পারবেন।


কিন্তু SD কার্ড ব্যবহারের ক্ষেত্রে অনেকেই একটা গুরুতর সমস্যায় পড়েন। সেটা হল আগাম কোনও নোটিশ ছাড়াই SD কার্ড করাপ্ট হয়ে যায়, অর্থাৎ কাজ করা বন্ধ করে দেয়। টেকনোবিটসের অনেক পাঠক প্রায়ই আমাকে লেখেন যে, তাঁদের SD কার্ডে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল, কিন্তু কার্ডটি হঠাৎ করাপ্ট হয়ে গিয়েছে, কোনও কাজ করছে না। কার্ডে সেভ করা ফাইলগুলি তাঁরা অ্যাকসেস করতে পারছেন না।

22 Jul 2018

SD কার্ড কেনার আগে এই বিষয়গুলি আপনাকে জানতেই হবে


আমরা অনেকেই SD কার্ড ব্যবহার করি
 কিন্তু তার
Image Credit: Pexels
প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয়গুলি
পুরোপুরি জানি না। কিন্তু SD কার্ড
কেনার আগে সেই বিষয়গুলি জেনে
নেওয়া অত্যন্ত প্রয়োজন। না হলে
পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।


20 Jul 2018

গ্রুপ ক্রিয়েট না করেই হোয়াটসঅ্যাপে গ্রুপ মেসেজ পাঠান

এমন কাউকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না যিনি
Image Credit : Pixabay
হোয়াটস্অ্যাপ ব্যবহার করেন কিন্তু কোনও গ্রুপের সদস্য নন। ব্যক্তিগত ভাবে অনেককে চিনি যাঁদের অনেকেই হোয়াটসঅ্যাপে প্রায় ১০০ রকম গ্রুপের সদস্য। নির্দিষ্ট কোনও মেসেজ যাতে সহজেই নির্দিষ্ট কিছু লোকের কাছে একবারে পাঠানো যায়, সেজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি তৈরি করা হয়। কিন্তু জানেন কি হোয়াটস্অ্যাপ গ্রুপ তৈরি না করেই আপনি সহজেই নির্দিষ্ট কোনও মেসেজ নির্দিষ্ট কিছু লোককে পাঠাতে পারবেন?


19 Jul 2018

জানেন কি, ব্রাউজারকে অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার করা সম্ভব?


Image Credit: Pixabay
এখন ইন্টারনেটের দুনিয়ায় যে ব্রাউজারগুলি রয়েছে তাদের মধ্যে
বয়সে গুগল ক্রোম সবচেয়ে ছোটো। গুগল কোম্পানি তাদের ক্রোম ব্রাউজার লঞ্চ করেছিল ২০০৮ সালে সেপ্টেম্বরে। অর্থাৎ হিসেব করলে এখনও তার বয়স ১০ বছরও হয়নি। অন্যদিকে মোজিলা কোম্পানি তাদের ফায়ারফক্স ব্রাউজার লঞ্চ করেছিল ২০০৪ সালের নভেম্বরে। বয়সে সবচেয়ে বড় মাইক্রোসফট কোম্পানির ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার লঞ্চ করা হয়েছিল ১৯৯৪ সালে। 






18 Jul 2018

ইন্টারনেটের দুনিয়ায় ভয়ঙ্কর বিপদ Deepfakes


Image Credit : Pixabay
গত শতাব্দীর নয়ের দশকে বিশ্বজুড়ে
ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার পর এবং তার পরের দশকে অ্যাপলের তৎকালীন কর্ণধার স্টিভ জোবস স্মার্ট ফোন তৈরি করার পর আমাদের দৈনন্দিন জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটে গেছে।
কিন্তু এই পরিবর্তনের সবটাই যে ভালো, তা নয়। আমাদের এই অ্যাপ-নির্ভর জীবনযাত্রার বেশকিছু খারাপ দিকও রয়েছে, সেগুলির মধ্যে কিছু কিছু যথেষ্ট ভয়ঙ্কর।



12 Jul 2018

জানেন কি ডিজিটাল পদ্ধতিতে আপনার পকেটমার হতে পারে?

সাবধান! আপনার পকেট থেকে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে
Image Credit : Pixabay
ডেবিট বা ক্রেডিট কার্ডটি চুরি করে নিতে পারে সাইবার ক্রিমিনালরা। খবরের কাগজে প্রায়ই এমন খবর আমরা পড়ি যে, ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে কোনও দুষ্কৃতী কাউকে ফোন করে তাঁর ডেবিট বা ক্রেডিট কার্ডের ১৬ ডিজিটের নাম্বার এবং পিন জেনে নিয়েছে। তারপর সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে। কিন্তু এই পদ্ধতি এখন পুরানো হয়ে গিয়েছে। আজ টেকনোবিটসের ব্লগে সম্পূর্ণ নতুন এক পদ্ধতি নিয়ে আলোচনা করব যার সাহায্যে হ্যাকাররা আক্ষরিক অর্থেই আপনার পকেট মারতে পারবে। এই পদ্ধতিকে বলা হয় ডিজিটাল পিকপকেটিং অর্থাৎ বাংলায় যদি বলি তবে বলতে হয় ডিজিটাল পদ্ধতিতে কারও পকেট মারা।

10 Jul 2018

সিনেমা থেকে চাকরির খোঁজ — সব পাবেন ফেসবুক সার্চে

আমরা ইন্টারনেটে মুভি, গান, ভিডিয়ো, হোটেল বা রেস্তরাঁ
Image credit : Pixabay
ইত্যাদি সার্চ করার জন্য গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি। খেলা, রাজনীতি, সিনেমা ইত্যাদির লেটেস্ট নিউজ জানতেও গুগল ব্যবহার করি। চাকরির খোঁজ করতেও ব্যবহার করি গুগল। আবার যখন অনলাইন শপিংয়ের প্রয়োজন হয়, তখনও আমরা সেই গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নেই। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ফেসবুকের যথেষ্ট পাওয়ারফুল সার্চ ইঞ্জিন রয়েছে যার সাহায্যে আপনি ইন্টারনেটে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্যই সার্চ করে পেয়ে যাবেন। 

7 Jul 2018

ফোনের হোম স্ক্রিনে অ্যাপের শর্টকাট পছন্দ মতো সাজিয়ে রাখুন

টেকনোবিটসের কয়েকজন পাঠক জানতে চেয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের হোম স্ক্রিনে প্রয়োজনীয় অ্যাপগুলির শর্টকাট বিশেষ ভাবে সাজিয়ে রাখা যায় কি না। যাতে একই সঙ্গে একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহার করতে (মাল্টি টাস্কিং) সুবিধা হয়।

5 Jul 2018

জেনে নিন কেন ব্যবহার করবেন ভার্চুয়াল আধার আইডি



আমাদের দেশে এখন প্রায় ১২১ কোটি লোকের আধার কার্ড রয়েছে।

Image Credit : www.uidai.gov.in
আমাদের প্রত্যেকের আধার কার্ডে রয়েছে ১২ ডিজিটের একটি বিশেষ নাম্বার। এই নাম্বারটি হল আমাদের আধার নাম্বার যেটা সরকারের ভাষায় ‘আপকা পহেচান’। এই নাম্বারটি এখন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নাম্বার, কারণ এই নাম্বারের রেফারেন্সে ভারত সরকারের সার্ভারে স্টোর করা আছে আমার আপনার প্রত্যেকের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ডেটা। যেমন, পার্মানেন্ট অ্যাড্রেস, বয়স, ফোন নম্বর, বাবার নাম, ইমেল আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আঙুলের ছাপ ইত্যাদি।

3 Jul 2018

শেয়ারইট ভুলে যান, ব্যবহার করুন গুগলের Files Go

ভারত, ইন্দোনেশিয়া সহ এশিয়ার ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশে
Photo credit : Pixabay

ইন্টারনেট স্পিড ইউরোপ ও আমেরিকার দেশগুলির তুলনায় অনেকটাই কম। তা ছাড়া এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে অধিকাংশ লোক লো-এন্ড মোবাইল ফোন অর্থাৎ লো-স্পেসিফিকেশনের ফোন ব্যবহার করে। ওই দেশগুলিতে লো-এন্ড মোবাইল ফোনগুলির জন্য গত বছর গুগল লঞ্চ করেছিল তাদের Go সিরিজের একাধিক অ্যাপ। সেই বিষয়ে আমি ইতিমধ্যে টেকনোবিটসের ব্লগে আলোচনা করেছি। যাঁরা পড়েননি তাঁরা এই ব্লগের নিচে আমার সেই আগের ব্লগের লিঙ্ক ক্লিক করে বিষয়টি পড়ে নিতে পারেন। 

জনপ্রিয় পোস্ট