21 Jan 2018

হরেক কাজে স্মার্ট ফোন


টেকনোবিটসের পাঠকদের মধ্যে অনেকেই নিশ্চয় ‘সুইস আর্মি নাইফ’ কী, তা জানেন। সুইস আর্মি নাইফ হল পেনসিল কাটার ছুরির মতো দেখতে একটি যন্ত্র, কিন্তু তার মধ্যে শুধু ছুরি নয়, সেই সঙ্গে রয়েছে কাঁচি, সাঁড়াশি, আঁতশ কাচ, ঠাণ্ডা পানীয়র বোতলের ছিপি খোলার যন্ত্র, নখ কাটার যন্ত্র এবং আরও অনেক কিছু। 
Photo credit:Pixabay

সাধারণত সৈন্যরা, পর্যটকরা সুইস আর্মি নাইফ তাঁদের সঙ্গে রাখেন। কারণ সঙ্গে এটি থাকলে আলাদা আলাদা করে বিভিন্ন যন্ত্রের প্রয়োজন পড়ে না। সুইস আর্মি নাইফের মাধ্যমেই অনেক কাজ করা সম্ভব।


সুইস আর্মি নাইফের কথা বললাম কেন? এর কারণ, আমার মতে বর্তমান যুগে সুইস আর্মি নাইফের ডিজিটাল ভার্সন হল স্মার্ট ফোন। সুইস আর্মি নাইফের প্রধান অংশটি হল এর নাইফ অর্থাৎ ছুরি যার সাহায্যে কোনো কিছু কাটা যায়। কিন্তু পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আরও অনেক কাজ এর সাহায্যে আমরা করতে পারি। ঠিক তেমনি স্মার্ট ফোনের প্রধান কাজ হল কারও সঙ্গে কথা বলা।

জনপ্রিয় পোস্ট