10 Nov 2017

iPhone X তৈরির খরচ


Photo Credit: Pixabay
বিশ্বের বিভিন্ন দেশে এখন আইফোনের নতুন মডেল — iPhone8 iPhoneX কেনার জন্য ক্রেতারা অ্যাপল স্টোরের সামনে লাইন দিচ্ছেন। গত ১০ বছরের আইফোনের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দাম চলতি বছর লঞ্চড্ হওয়া অ্যাপলের এই দুটি ফোনের। কিন্তু এই আকাশছোঁয়া দামও ক্রেতাদের দমিয়ে রাখতে পারেনি।

8 Nov 2017

করাপ্ট পেনড্রাইভ


পেনড্রাইভ ব্যবহার করেন অথচ তা কখনো করাপ্ট হয়নি, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল।

Photo Credit : Pixabay
আমরা অনেকেই পেনড্রাইভে প্রয়োজনীয় ফাইল স্টোর করে রাখি। কেউ কেউ পেনড্রাইভকে কম্পিউটার বা মোবাইল ফোনের ব্যাক আপ স্টোরেজ হিসাবেও ব্যবহার করেন। তাই পেনড্রাইভ যখন করাপ্ট হয়ে যায়, যখন পেনড্রাইভ থেকে ফাইল অ্যাকসেস করা যায় না, তখন আমাদের সত্যিই সমস্যায় পড়তে হয়। তবে বেশ কিছু পদ্ধতি রয়েছে, যার সাহায্যে আপনি করাপ্ট পেনড্রাইভ থেকে ফাইল অ্যাকসেস করতে পারবেন।

7 Nov 2017

নকল হোয়াটস্অ্যাপ



গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের iOS ইকোসিস্টেমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সিকিউরিটি।
This photo is property of teknowbits.blogspot.com

ধরুন, আপনি একজন মোবাইল ফোনের অ্যাপ ডেভেলপার। আপনি একটি অ্যাপ তৈরি অর্থাৎ ডেভেলপ করেছেন যেটি অ্যান্ড্রয়েড এবং আইফোনে ব্যবহার করা যাবে অর্থাৎ অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS অপারেটিং সিস্টেম সাপোর্ট করে

6 Nov 2017

যে ফোল্ডার ডিলিট করা যাবে না


টেকনোবিটসের অনেক পাঠক প্রায়ই মেল করে জানান, তাঁরা কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ফাইল বা

Photo Credit : Pixabay 
ফোল্ডার অসতর্কতাবশতঃ ডিলিট করে ফেলেছেন। অনেকেই প্রথমে বিষয়টি খেলার করেন না, পরে যখন বুঝতে পারেন, ততদিনে হয়তো তাঁরা রিসাইকল বিনও এম্পটি করে ফেলেছেন।

কিছু সফটওয়্যার আছে যা দিয়ে রিসাইকল বিন থেকে ডিলিট করার পরেও ফাইল বা ফোল্ডার রিকভার করা যায়, কিন্তু সেই সব সফটওয়্যারের অধিকাংশই পেইড সফটওয়্যার, দাম অনেকটাই বেশি। তাই যদি এমন কোনো ফোল্ডার ক্রিয়েট করা সম্ভব যা ডিলিট করাই যাবে না, তাহলেই তো সমস্যার সমাধান সম্ভব। সেই ফোল্ডারের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ ফাইলগুলি স্টোর করে রাখতে পারবেন।

পেনড্রাইভ সিকিউরিটি

Photo Credit : Pixabay

কম্পিউটারে সেভ করা গুরুত্বপূর্ণ ফাইগুলিকে সুরক্ষিত রাখার জন্য আমরা অনেকেই পাসওয়ার্ড ব্যবহার করি। কিন্তু পাসওয়ার্ড ব্যবহার না করে সাধারণ পেনড্রাইভের সাহায্যে আপনারা কম্পিউটারে সেভ করা ফাইলগুলিকে সুরক্ষিত রাখতে পারবেন।

5 Nov 2017

অদৃশ্য ফোল্ডার


Photo Credit : Pixabay
কম্পিউটারে অনেকে ফোল্ডার হাইড করে রাখেন। কিন্তু সেটা খুব একটা কাজে দেয় না।

কারণ কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘ফোল্ডার অপশন’—এ আপনি যদি ‘শো হিডন ফাইল অ্যান্ড ফোল্ডার’ ক্লিক করেন, তবে সহজেই কম্পিউটারের হিডন ফাইল ও ফোল্ডারগুলি দেখা সম্ভব। তবে একটি বিশেষ উপায় রয়েছে যার সাহায্যে আপনি কম্পিউটারে বিশেষ কোনো ফোল্ডারকে অদৃশ্য করে রাখতে পারবেন। কিন্তু কীভাবে?

জনপ্রিয় পোস্ট