15 Sept 2018

মোবাইলে রাখুন আধার কার্ড

Image Credit: UIDAI

আজকাল বিভিন্ন ক্ষেত্রে আইডি প্রুফ হিসেবে আমাদের আধার কার্ড দেখাতে হয়। বিমানবন্দরে ঢোকার সময় বা ট্রেনের রিজার্ভড কামরায় যাতায়াতে সময় আইডি প্রুফ দেখাতে হয়। এছাড়াও অন্য অনেক ক্ষেত্রেও আইডি প্রুফের প্রয়োজন। আইডি প্রুফ হিসেবে এখন মূলত আধার কার্ড সব জায়গায় ব্যবহৃত হয়। 


13 Sept 2018

অ্যাপল লঞ্চ করল সবচেয়ে বড় ডিসপ্লের iPhone

Image Credit: Apple
প্রত্যাশা মতোই গতকাল ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কের স্টিভ জোবস থিয়েটারে আইফোনের তিনটি মডেল লঞ্চ করল অ্যাপল। এবছর অ্যাপল আইফোনের যে মডেলগুলি লঞ্চ করেছে সেগুলির হার্ডওয়্যার ও সফটওয়্যারে বেশ কিছু নতুনত্ব রয়েছে। তবে সেই সঙ্গে দামের বিষয়টাও উল্লেখ করতে হবে। এবছর লঞ্চ হওয়া তিনটি ফোনেরই দাম যথেষ্ট বেশি। নতুন আইফোনের এই অত্যাধিক দাম নিয়ে অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার টিম কুককে প্রশ্ন করা হয়েছিল। কুক সগর্বে উত্তর দিয়েছেন, দাম বাড়ালেও অ্যাপলের ফোনের বিক্রি দিন দিন বাড়ছে।


12 Sept 2018

গুগলের টাইটান কী-র সাহায্যে অ্যাকাউন্ট নিরাপদ রাখুন

Image Credit: Google
সোশাল নেটওয়ার্কিং, ইমেল ও নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগইন করার ক্ষেত্রে 2FA (Two Factor Authentication) পদ্ধতিতে নিরাপত্তা আরও বাড়াতে গুগল লঞ্চ করেছে তাদের বিশেষ U2F Key বা সিকিউরিটি কী। এই সিকিউরিটি কী-র নাম টাইটান।

10 Sept 2018

স্যামসাঙ চার ও নোকিয়া পাঁচ ক্যামেরার ফোন আনছে

২০০৭ সালে প্রথম স্মার্ট ফোন লঞ্চ করেছিল অ্যাপল।
Image credit: Pixabay
তার এক বছরের মধ্যে স্যামসাঙ সহ বিশ্বের অন্য কোম্পানিগুলিও স্মার্ট ফোন তৈরি শুরু করে। স্মার্ট ফোন লঞ্চ করার পর প্রথম প্রায় ১০ বছর ফোনগুলির সামনে ও পেছনে একটি করে ক্যামেরা থাকত। এরপর বিভিন্ন কোম্পানি তাদের মিড ও হাই বাজেট সেগমেন্টের ফোনগুলির পেছনে দুটি ক্যামেরা অর্থাৎ ডুয়াল ক্যামেরার ব্যবহার শুরু করে। 



9 Sept 2018

গুগলের নতুন সার্চ ইঞ্জিন ডেটাসেট

(Screenshot) Credit: Google
এই সপ্তাহে গুগল একটি নতুন সার্চ ইঞ্জিন লঞ্চ করেছে যার নাম Google Dataset Search। এই সার্চ ইঞ্জিনটি এখনও বিটা মোডে রয়েছে। অর্থাৎ সার্চ ইঞ্জিনটি নিয়ে এখনও গুগল পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষানিরীক্ষা শেষ হলে কয়েক মাসের মধ্যে গুগল তাদের এই নতুন সার্চ ইঞ্জিনটি অফিশিয়ালি লঞ্চ করবে। 

জনপ্রিয় পোস্ট