21 Jun 2018

ঘরে বসেই গুগলের সাহায্যে ব্যাবসা

ফ্ল্যাশব্যাক

আমি তখন স্কুলের নিচু ক্লাশে পড়ি। স্কুলের উলটো দিকে রাস্তার ওপারে একটা মস্ত বড় বিল্ডিং। সেই বিল্ডিংয়ের উপর তলায় লোকজন থাকে, আর নীচের তলায় সারি সারি দোকান। অনেক রকম দোকান — কোনওটাতে গাড়ির টায়ার বিক্রি হয়, কোনওটাতে বৈদ্যুতিক সরঞ্জাম, আবার কোনওটাতে বিক্রি হয় বন্দুক।


Photo Credit : Pixabay


কতগুলি দোকানঘর অবশ্য মাঝেমধ্যে বন্ধই পড়ে থাকত।

কয়েকটি ক্লিকেই তৈরি করুন অ্যাপ

টেকনোবিটসের অনেক পাঠক প্রায়ই মেল করে জানতে চান, কীভাবে অ্যাপ তৈরি করবেন। অ্যাপ তৈরি করার জন্য কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন ইত্যাদি ইত্যাদি।

Photo credit: Pixabay


হ্যাঁ, এটা ঘটনা যে, অ্যাপ তৈরি করার অন্যতম শর্ত হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা। শুধু জানলেই হবে না, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সফটওয়্যার প্রোগ্রাম লেখার ক্ষেত্রে বিশেষ দক্ষতাও প্রয়োজন — যাকে বলে ‘কোডিং স্কিল’। তবে টেকনোবিটসের সাধারণ পাঠক যাঁরা রয়েছেন যাঁদের সেই অর্থে কোডিং স্কিল নেই, তাঁদের জানাই যে, একটা বিশেষ পদ্ধতি রয়েছে যার সাহায্যে কোডিং স্কিল ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা সম্ভব।

20 Jun 2018

প্রোগ্রামিং না জেনেও গুগলের সাহায্যে অ্যাপ তৈরি করুন

অ্যাপ তৈরি করতে চান? কিন্তু সফটওয়্যার প্রোগ্রামিং সম্পর্কে বিশেষ জ্ঞান নেই? জানেন না কাকে বলে কোডিং? সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দিয়ে অ্যাপ তৈরি করতে হলে প্রচুর টাকা প্রয়োজন, অত টাকাও আপনার কাছে নেই? কুছ পরোয়া নেই।
Image Credit : Pixabay

গুগল আপনাকে সাহায্য করতে তৈরি। সম্প্রতি গুগল লঞ্চ করেছে তাদের একটি নতুন ফিচার। যার নাম গুগল অ্যাপ মেকার। এই ফিচারের সাহায্যে আপনি সহজেই প্রয়োজনীয় অ্যাপ তৈরি করতে পারবেন।

জনপ্রিয় পোস্ট