25 Aug 2018

নোকিয়ার নতুন ফোনে থাকছে মিরর সেলফি টেকনোলজি

Image Credit: নোকিয়া

চলতি বছরের এপ্রিলে ফিনল্যান্ডের কোম্পানি এইচএমডি গ্লোবাল লঞ্চ করেছিল নোকিয়া 6 প্লাস। তার চারমাসের মধ্যে তারা লঞ্চ করছে নোকিয়া 6.1 প্লাস। ইতিমধ্যে একাধিক কারণে এই ফোনটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। কারণ আপার মিড রেঞ্জের (ফোনটির দাম ₹ ১৫৯৯৯) এই ফোনে একাধিক ইউনিক ফিচার রয়েছে।


22 Aug 2018

অ্যান্ড্রয়েড ফোনে ডলবি সাউন্ড


Image Credit: Pixabay
স্মার্ট ফোন কেনার সময় আমরা যে সমস্ত বিষয়গুলিতে গুরুত্ব দেই, সেগুলির মধ্যে অন্যতম হল ফোনের অডিয়ো কোয়ালিটি। কারণ আজকাল আমরা সবাই ফোনেই গান শুনি বা সিনেমা দেখি। তাই ফোনের অডিয়ো কোয়ালিটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 

20 Aug 2018

অ্যান্ড্রয়েডকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে KaiOS

Image Credit: Pixabay

আমাদের অনেকেরই এমন ধারণা রয়েছে যে, এই যুগটা বোধহয় স্মার্টফোনের। স্টিভ জোবসের নেতৃত্বে অ্যাপল ২০০৭ সালে লঞ্চ করেছিল প্রথম স্মার্ট ফোন (আইফোন)। আমরা মনে করি ২০০৭ সাল থেকে শুরু হয়েছে স্মার্ট ফোনের যুগ আর ফিচার ফোন চলে গিয়েছে ইতিহাসের পাতায়। কিন্তু আমাদের সেই ধারণা ভুল।

জনপ্রিয় পোস্ট