19 Oct 2017

ফাইল সিস্টেম কী ও কেন


ফাইল সিস্টেম সফট্ওয়্যার কম্পিউটার এবং ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার বা ফোনের মেমরিতে আমরা যখন কোনো
Photo Credit : Pixabay
ফাইল সেভ করি তখন সেই ফাইলটি মেমরির কোন লোকেশনে সেভ হবে, পরবর্তীতে আমরা যখন সেই ফাইলটি অ্যাকসেস করবো তখন মেমরির যে জায়গায় ফাইলটি রয়েছে সেখান থেকে ফাইলটি খুঁজে বের করে সেটিকে অ্যাকসেস করা কিংবা মেমরিতে সেভ করা ফাইলটিকে এনক্রিপট করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজের জন্য যে বিশেষ সফট্ওয়্যারের প্রয়োজন, তাকে বলে ফাইল সিস্টেম।

আপনার ফোন বা কম্পিউটার কোন ফাইল সিস্টেমে রয়েছে?



উইনডোজ কম্পিউটারের ক্ষেত্রে ডেস্কটপে ‘Computer’ বা ‘My Computer’ আইকনটির উপর রাইট ক্লিক করুন। যে মেনু লিস্ট শো
Photo Credit : Pixabay
করবে, সেখানে ক্লিক করুন ‘
Manage
এবার যে উইনডো ওপেন হবে, সেখানে বাঁ দিকের প্যানেলে ‘Storage’ অপশনের নীচে ক্লিক করুন ‘Disk Managementএবার উইনডোর ডানদিকের প্যানেলে File System- এর নীচে কম্পিউটারের ফাইল সিস্টেম শো করবে।

17 Oct 2017

বিশ্ব জুড়ে ফ্রি WiFi পরিষেবা দেবে ফেসবুক ড্রোন

বর্তমান বিশ্বে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনেট মানে তো শুধু ইমেল পাঠানো বা ফেসবুকে

Photo Credit : Pixabay
কিছু পোস্ট করা নয়, ইন্টারনেট মানে হল তথ্যের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা ইন্টারনেটের মাধ্যমে আমরা যেমন দেশবিদেশের




16 Oct 2017

ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার


ওয়েব দুনিয়ায় এখন যে ইন্টারনেট ব্রাউজারটি নিয়ে জোর আলোচনা চলছে,

Photo Credit : Pixabay

সেটি হলো, মোজিলা কোম্পানির ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার| মোজিলার দাবি, ইন্টারনেটের দুনিয়ায় এখনো পর্যন্ত ফায়ারফক্স কোয়ান্টাম সবচেয়ে দ্রুততম ব্রাউজার| এবং এটা নিছক দাবি নয়, মোজিলা ইতিমধ্যে স্পিড টেস্টের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে, এই ব্রাউজারটির স্পিড গুগল ক্রোম ব্রাউজারের তুলনায় অনেকটাই বেশি| তবে ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজারের স্পিড যে শুধু বেশি তাই নয়, একই সঙ্গে এই ব্রাউজারটির ইউজার ইন্টারফেস যথেষ্ট স্মার্ট এবং মডার্ন|


ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজারের স্পিড কেন অন্যান্য ব্রাউজারের তুলনায় বেশি? 


এর কারণ হলো এই ব্রাউজারের বিশেষ উন্নত ইঞ্জিন, যা কম্পিউটার, ট্যাব এবং মোবাইল ফোনের সিপিউ-র একাধিক কোর ব্যবহার করে কাজ করে| গত কয়েক বছর ধরে মোজিলা ফাউন্ডেশন তাদের ফায়ারফক্স ব্রাউজারের স্পিড এবং সিকিউরিটি বাড়ানোর কাজ করছিল| যে প্রোজেক্টের অধীনে এই কাজ চলছিল, তার নাম প্রোজেক্ট ইলেক্ট্রোলিসিস| কিন্তু এই প্রোজেক্টের কাজ করার সময় মোজিলার ইন্জিনিয়াররা একটি বিষয় বুঝতে পারেন যে, ফায়ারফক্স ব্রাউজারের ইঞ্জিনের যা টেকনোলজি তাতে যত চেষ্টা করা হোক না কেন, ব্রাউজারের স্পিড একটি নির্দিষ্ট সীমার পর আর বাড়ানো সম্ভব নয়| কারণ ফায়ারফক্স ব্রাউজার যখন প্রথম তৈরী করা হয়েছিল (২০০২ সালের ২৩ সেপ্টেম্বর), তখন কম্পিউটারে সাধারণত সিঙ্গল কোর সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) থাকত| কিন্তু গত প্রায় দুই দশকে কম্পিউটার এবং মোবাইল ফোনের হার্ডওয়্যার টেকনোলজির প্রভূত উন্নতি হয়েছে| তাই, এখন কম্পিউটারের কথা তো ছেড়েই দিন, সাধারণ মোবাইল ফোনেও হেক্সা কোর বা অক্টা কোর প্রসেসর থাকে| মোজিলার ইন্জিনিয়াররা বুঝতে পারলেন, যদি ব্রাউজারের স্পিড যথেষ্ট বাড়াতে হয়, তবে উন্নত হার্ডওয়্যারের সাহায্য নিতে হবে, অর্থাৎ এখনকার কম্পিউটার বা ফোনের মাল্টি কোর সিপিইউ-র সাহায্য নিতে হবে| কিন্তু প্রচলিত ফায়ারফক্স ব্রাউজারের ইঞ্জিনের যা টেকনোলজি তা দিয়ে সিপিইউ-র মাল্টি কোর ব্যবহার করা যাবে না| সেক্ষেত্রে ব্রাউজারের জন্য নতুন টেকনোলজির ইঞ্জিন তৈরী করতে হবে| এই চিন্তাভাবনা থেকেই মোজিলা শুরু করলো প্রোজেক্ট কোয়ান্টাম| এই প্রোজেক্টের অধীনে তারা এক নতুন ব্রাউজার তৈরী করলো, যার ইঞ্জিন আধুনিক কম্পিউটার বা মোবাইল ফোনের মাল্টি কোর প্রসেসরের সাহায্য নিয়ে দুরন্ত গতিতে কাজ করতে সক্ষম| মোজিলা তাদের এই নতুন ব্রাউজারের নাম দিল ফায়ারফক্স কোয়ান্টাম|

ফায়ারফক্স-এর এই নতুন ব্রাউজারের আরো বৈশিষ্ট।

এই ব্রাউজারের ইঞ্জিন কাজ করার ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারের তুলনায় ৩০ শতাংশ কম RAM ব্যবহার করে| তাই এই ব্রাউজারে কাজ করার পাশাপাশি কম্পিউটার বা ফোনে কোনো অ্যাপ ওপেন করে কাজ করলেও কম্পিউটার বা ফোন স্লো হবে না| ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারের তুলনায় কতটা দ্রুত কাজ করে? টেস্ট রিপোর্ট অনুসারে ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার যেখানে ৬৬ পয়েন্ট পেয়েছে, সেখানে গুগল ক্রোম ব্রাউজার (ভার্সন নম্বর ৬১) পেয়েছে ৫১ পয়েন্ট|
ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার যে শুধু দ্রুত কাজ করে, তাই-ই নয়, এটির ইউজার ইন্টারফেস তৈরীর ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে| কোয়ান্টাম ব্রাউজারের এই নতুন ইউজার ইন্টারফেসের নাম ফোটন| ফোটনের গ্রাফিক ডিটেল এবং লেআউট যথেষ্ট আধুনিক এবং আকর্ষনীয়| নতুন ইউজার ইন্টারফেসে একাধিক নতুন বাটন অ্যাড করা হয়েছে, যেগুলির মধ্যে অন্যতম লাইব্রেরি বাটন| লাইব্রেরি-র মধ্যে ব্রাউজারের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার যেমন, বুকমার্ক, হিস্ট্রি, স্ক্রিনশট, পকেট, ইত্যাদি পাওয়া যা, ফলে ব্রাউজার অপারেটিং করাটা অনেকটাই সহজ|
ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজারের বিটা ভার্সন লঞ্চড হয়েছে| টেকনোবিটসের আগ্রহী পাঠকরা বিটা ভার্সনটি ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন| ডাউনলোড লিংক টেকনোবিটসের ফেসবুক পেজে পাবেন| ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার মোজিলা লঞ্চ করবে আগামী ১৪ নভেম্বর|

রেড অ্যালার্ট ২.০


অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সাবধান! সম্প্রতি এক নতুন ধরনের ম্যালওয়্যার-এর খোঁজ মিলেছে, যা এতটাই শক্তিশালী যে,
Photo Credit : Pixabay
এটি টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি বাইপাস করে সহজেই আপনার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে| 
ম্যালওয়্যারটি প্রথম নজরে আসে সিকিউরিটি রিসার্চারস ল্যাব SfyLabs- বিশেষজ্ঞদের| ম্যালওয়্যারটির নাম রাখা হয়েছে Red Alert 2.0| ম্যালওয়্যারটি যে যথেষ্ট শক্তিশালী শুধু তাই নয়, এর আরো একটি ভয়ঙ্কর দিক হলো এটি ডার্ক ওয়েব-এ ভাড়া পাওয়া যাচ্ছে|

রেড অ্যালার্ট কীভাবে কাজ করে


                          Red Alert 2.0 ম্যালওয়্যার কীভাবে কাজ করে?

এই ম্যালওয়্যারটি থার্ডপার্টি অ্যাপ স্টোর থেকে ফোনে হামলা চালায়| ফোনে হামলা চালানোর পর এটি অপেক্ষা করে কখন আপনি ফোনে
Photo Credit : Pixabay
ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ কিংবা নেটব্যাঙ্কিং অ্যাপ ওপেন করবেন| যে মুহূর্তে আপনি ওই অ্যাপগুলি ওপেন করবেন তখনই ম্যালওয়্যারটি ফোনে সক্রিয় 
হয়ে উঠবে এবং সেটি আপনার ফোনের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ কিংবা নেটব্যাঙ্কিং অ্যাপ-এর উপর নকল লগইন ইন্টারফেসের একটি লেয়ার তৈরী করবে| 

রেড অ্যালার্ট থেকে সুরক্ষা

কীভাবে এই ম্যালওয়্যার-এর হামলা থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন? প্রথমত, এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড মার্শম্যালো ৬.০ বা তার নিচের ভার্সনের অপারেটিং সিস্টেমে কাজ করে, তাই যাদের ফোনের ওএস অ্যান্ড্রয়েড নূগা বা ওরিঅ-তে আপগ্রেড করার সুযোগ রয়েছে, তারা অবিলম্বে তা করে নিন| দ্বিতীয়ত, গুগল প্লে স্টোর ছাড়া কোনো থার্ড পার্টি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন না| 

Photo Credit : Pixabay

অনেক সময় ফোনে এমন অনেক এসএমএস আসে যেগুলির মধ্যে অ্যাপ ডাউনলোড করার লিংক থাকে, এই ধরনের লিংক-এ ক্লিক করে কখনো অ্যাপ ডাউনলোড করবেন না| আননোন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড বাই-ডিফল্ট বন্ধ রাখার জন্য ফোনের সেটিংস-এ গিয়ে ‘security’ ক্লিক করুন এবং ‘Unknown sources’ অপশন টার্ন অফ করুন| ফোনের সমস্ত অ্যাপ এবং ওএস অবশ্যই নিয়মিত আপডেট করবেন| ফোনে অ্যান্টি ম্যালওয়্যার স্যুট ব্যবহার করুন|

                                          আরও পড়ুন


                                          রেড অ্যালার্ট ২.০


                                          রেড অ্যালার্ট কীভাবে কাজ করে

15 Oct 2017

শপিং অ্যাপ


🛍 কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করেন অথচ অনলাইন শপিং কখনো করেননি এমন কাউকে আজকাল খুঁজে পাওয়া মুশকিল|
Photo Credit : Pixabay
শুধু অনলাইন শপিং নয়, অনলাইনে টকটাইম বা ডেটা প্যাকও আমরা অনেকে রিচার্জ করি, ট্রেনের, ফ্লাইটের, সিনেমার টিকিট কাটি, ইলেকট্রিসিটির বিল পে করি|

জনপ্রিয় পোস্ট