5 Apr 2019

অ্যান্ড্রয়েড ফোনে ফায়ারফক্সের নতুন পাসওয়ার্ড ম্যানেজার


Image Credit:  
আপনি যদি নেটিজেন হন, অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার বা স্মার্ট ফোনে নিয়মিত ইন্টারনেট সার্ফ করেন, তবে অবশ্যই আপনার একাধিক অনলাইন অ্যাকাউন্ট রয়েছে। কমপক্ষে দুটো অ্যাকাউন্ট তো অবশ্যই রয়েছে – জিমেল এবং ফেসবুক। ওই দুটো অ্যাকাউন্ট এখন কার্যত আমাদের অনলাইন আইডেন্টিটি। এছাড়া রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। শপিং করতে ভালোবাসেন? তাহলে ফ্লিপকার্ট বা আমাজনে আপনার অ্যাকাউন্ট থাকবেই। অনলাইনে টাকা লেনদেন করেন, গ্যাস, ইলেক্ট্রিসিটির বিল মেটান? তাহলে পেটিএম ও নেটব্যাঙ্কিং অ্যাকাউন্টও নিশ্চয় আপনার রয়েছে।

3 Apr 2019

ভুয়ো খবর যাচাইয়ে হোয়াটসঅ্যাপের টিপলাইন ফিচার


Image credit: Pixabay 

আমাদের দেশে এখন ভুয়ো খবর ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেক নিউজ বা ভুয়ো খবর ছড়ানোর পরিমাণ ক্রমেই বাড়ছে। গত বছর আমাদের দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল। তার জেরে বেশ কিছু নিরপরাধ মানুষকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে হোয়াটসঅ্যাপ কোম্পানির আধিকারিকদের বৈঠক হয়। সেই বৈঠকে হোয়াটসঅ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল তারা ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে একাধিক ব্যবস্থা নেবে। তারপর হোয়াটসঅ্যাপ ভুয়ো খবর বন্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, টিপলাইন (Tipline)। ভারতে তারা এই পরিষেবা গতকাল চালু করেছে। 

1 Apr 2019

গুগলের নতুন অফলাইন গেম 'কিউট ক্লাউড' খেলেছেন ?


Image Credit: Google 

টেকনোবিটসের পাঠকরা জানেন যে, গুগল ক্রোম ব্রাউজারের একটি অফলাইন গেম রয়েছে যার নাম T-Rex game। T-Rex কথাটির পুরোটা হল Tyrannosaurus Rex। গ্রীক ভাষায় Tyranno শব্দের অর্থ হল Tyrant বা অত্যাচারী। Saurus শব্দের অর্থ সরীসৃপ এবং ল্যাটিনে Rex শব্দের অর্থ রাজা। অর্থাৎ পুরো নামটার অর্থ হল ‘অত্যাচারী সরিসৃপদের রাজা’। Tyrannosaurus Rex  অত্যন্ত হিংস্র প্রজাতির ডাইনোসর ছিল, তাই এই নাম। 

জনপ্রিয় পোস্ট