11 Oct 2018

যে ফোন আপনার হয়ে কল করবে

Image Credit: Google store
টেকনোবিটসের ব্লগে কয়েক সপ্তাহ আগে লিখেছিলাম যে, গুগল তাদের পিক্সল্ সিরিজের নতুন ফোনে অ্যাপলের আইফোনের নচ ডিসপ্লে নকল করতে পারে। সেটাই হল। গুগল দু’দিন আগে তাদের পিক্সল্ সিরিজের নতুন দুটি ফোন লঞ্চ করেছে। একটি হল Pixel 3 এবং অন্যটি Pixel 3 XL। এদের মধ্যে Pixel 3 XL ফোনে নচ ডিসপ্লে রেখেছে গুগল। 

9 Oct 2018

৫ লাখ গ্রাহকের তথ্য ফাঁস, বন্ধ হচ্ছে গুগল প্লাস

Image Credit: Pixabay
টেক কোম্পানিগুলির যেন শনির দশা চলছে। ২০১৮ সালটা তাদের খুবই খারাপ যাচ্ছে। বছরের মার্চ মাসে সামনে এল কেমব্রিজ অ্যানালিটিকার ঘটনা, যার জেরে ফেসবুকের প্রায় ৫ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। তারপর ফের সেপ্টেম্বরে ফেসবুক অ্যাপের API –তে গোলমালের জেরে আরও ৫ কোটি গ্রাহকের তথ্য চুরির ঘটনা সামনে এল। অক্টোবরে প্রকাশ্যে এল চিনের হার্ডওয়্যার হ্যাকিংয়ের ঘটনা, যার জেরে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ফাইল হ্যাকড হয়েছে। আর এবার অর্থাৎ গতকাল সামনে এসেছে গুগল প্লাস গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা, যার জেরে গুগল সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা গুগল প্লাস বন্ধ করে দেবে।

জনপ্রিয় পোস্ট