6 Oct 2018

বিশ্বের সবচেয়ে বড় হার্ডওয়্যার হ্যাকিং, ধরা পড়ল চিন

Image credit: Pixabay
চালের দানার চেয়েও ছোটো একটি চিপ। কিন্তু ছোটো হলেও অসম্ভব ক্ষমতা তার। গত কয়েকবছর ধরে এই চিপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি, ব্যাঙ্ক, সরকারি দপ্তর ও গোয়েন্দা সংস্থার সার্ভার থেকে যাবতীয় তথ্য চুরি করছে। বিষয়টি সামনে আসায় হতবাক সবাই। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের ইতিহাসে এর আগে এত বড়মাপের হার্ডওয়্যার হ্যাকিং হয়নি। কিন্তু কে বা কারা রয়েছে এই হ্যাকিংয়ে পেছনে? একটাই দেশের নাম উঠে এসেছে-চিন।



জনপ্রিয় পোস্ট