22 Dec 2017

ফোনে সহজে 3D ছবি তুলুন

Photo Credit: Pixabay
গুগল প্লে স্টোরে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল ‘ফায়ুজ’। ২০১৩ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়া ফায়ুশন কোম্পানির প্রতিষ্ঠা করেন রাডু বি রুসু, স্টেফান হোলজার এবং স্টিফেন মিলার। কোম্পানি তৈরির এক বছরের মাথায় অর্থাৎ ২০১৪ সালে রিলিজ করা হয় ফায়ুজ অ্যাপ। অ্যাপটি গুগলের প্লে স্টোরে এবং অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে। রিলিজ হওয়ার তিন বছরের মধ্যে ফায়ুজ অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ফায়ুজ ১.কোটি বার মোবাইল ফোনে ইনস্টলড হয়েছে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ফায়ুজ এখন কতটা জনপ্রিয়।

18 Dec 2017

বিপজ্জনক ব্লোটওয়্যার


Photo Credit: Pixabay
উইনডোজ 10 অপারেটিং সিস্টেম যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য খারাপ খবর
মাইক্রোসফট কোম্পানি উইনডোজ 10 কম্পিউটারগুলিতে কয়েক মাস আগে কীপার নামে একটি ব্লোটওয়্যার ইনস্টল করেছিল। কীপার হল পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশন। এই অ্যাপে আপনি আপনার মেল অ্যাকাউন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্ট, নেট ব্যাংকিং অ্যাকাউন্টের লগইন আইডি ও পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন এবং ওই অ্যাকাউন্টগুলিতে লগইন করার সময় আপনার আর প্রতিবার লগইন আইডি ও পাসওয়ার্ড টাইপ করার দরকার পড়বে না।

জনপ্রিয় পোস্ট