22 Aug 2020

অনলাইন শপিংয়ে প্রতারণার নতুন ফাঁদ, আপনি সাবধান তো ?

Image courtesy: Pixabay

লকডাউনের জেরে গত কয়েক মাসে আমাদের জীবনযাত্রা অনেকটাই পালটে গিয়েছে । ঘরে বসে অফিসের কাজ থেকে অনলাইনে স্কুল, কলেজের ক্লাস করা সহ একাধিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে আমাদের । পোশাকী ভাষায় এই নতুন ধরনের জীবনযাত্রাকে বলা হচ্ছে নব্য স্বাভাবিক (New Normal) । লকডাউনে পাড়ার দোকান থেকে শপিংমল সবই এতদিন বন্ধ ছিল । এখন কিছু কিছু দোকান খুললেও সংক্রমণের ভয়ে অনেকেই সেখানে গিয়ে ভিড়ের মধ্যে শপিং করতে ভরসা পাচ্ছেন না । আর এর জেরে গত কয়েক মাসে অনলাইন শপিংয়ের পরিমাণ অনেকটাই বেড়েছে । আর সেই সুযোগে বেড়েছে সাইবার ক্রাইম । 


জনপ্রিয় পোস্ট