11 Aug 2018

ফেসবুক বন্ধ করল ফ্রেন্ড লিস্ট ফিড

Image Credit: Pixabay

ফ্রেন্ড লিস্ট ফিড ফিচারটি বন্ধ করে দিল ফেসবুক। ফেসবুক কিছুদিন আগেই জানিয়েছিল যে, তারা এই ফিচারটি বন্ধ করে দিতে চলেছে। অবশেষে ৯ আগস্ট ফেসবুক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে যে, তারা ফিচারটি বন্ধ করে দিয়েছে।

9 Aug 2018

অ্যান্ড্রয়েডের নতুন জেসচার ফিচার

অবশেষে ৬ আগস্ট গুগল অফিশিয়ালি ঘোষণা করল
Image Credit: Android Central
তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন। নতুন ভার্সনের নাম পাই (অ্যান্ড্রয়েড ভার্সন নাম্বার ৯)। পাই হল এক ধরনের পেস্ট্রি জাতীয় পিঠে। গতবছর অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের নাম কী হতে চলেছে (ওরিঅ) তা নিয়ে যথেষ্ট আগ্রহ থাকলেও এবছর অতটা আগ্রহ ছিল না। কারণ অ্যান্ড্রয়েড পি-র নাম যে অ্যান্ড্রয়েড পাই হতে চলেছে, তা অনেকেই অনুমান করেছিলেন। কারণ ইংরেজিতে P অক্ষর দিয়ে যে সমস্ত জনপ্রিয় খাবার রয়েছে তার মধ্যে একেবারেই প্রথমে রয়েছে পাই।

অ্যান্ড্রয়েড পি-র নাম নিয়ে অতটা আগ্রহ ছিল না ঠিকই, কিন্তু অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের নতুন জেস্চার ফিচার এবং সিকিউরিটি ফিচার নিয়ে কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে।

জনপ্রিয় পোস্ট