28 Jun 2019

এবার ফোনের স্ক্রিনের নীচে থাকবে ক্যামেরা

Photo courtesy: Pixabay
বেজেল এবং নচ ডিসপ্লের যুগ সম্ভবত এবার শেষ হতে চলেছে। টেকনোবিটসের ব্লগে এর আগে একাধিকবার স্মার্টফোনের বেজেল এবং নচ নিয়ে আলোচনা করেছিলাম। আমার এই লেখার মধ্যে আগের সেই সমস্ত লেখার লিঙ্কও দিয়েছি। ফোনের বেজেল এবং নচ নিয়ে যাঁদের ধারণা স্পষ্ট নয়, তাঁরা সেই সমস্ত লিঙ্ক ক্লিক করে আমার আগের লেখাগুলি পড়ে নিতে পারবেন। এবার বলি, কেন ফোনের নচ ও বেজেলের যুগ শেষ হতে চলেছে।

26 Jun 2019

ফোন চুরি করে আর লাভ নেই, ধরে ফেলবে CEIR


Photo by Semen Borisov on Unsplash

ভারতে এখন মোবাইল ফোন সংযোগের সংখ্যা কত ? সংখ্যাটি চমকে দেওয়ার মতো । বর্তমানে আমাদের দেশে ১২০ কোটি অ্যাকটিভ সংযোগ রয়েছে । মনে রাখবেন, আমি কিন্তু মোবাইল ফোনের সংখ্যার কথা বলছি না। আমি বলছি সংযোগের কথা। অর্থাৎ বর্তমানে আমাদের দেশে অ্যাকটিভ সিমের সংখ্যা ১২০ কোটি। সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয়, চিনের পরেই। সুতরাং এর থেকে আন্দাজ করতে পারা সম্ভব আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কী হারে বাড়ছে।

জনপ্রিয় পোস্ট