31 Dec 2017

নোকিয়ার ফোনের ক্য়ামেরায় ফের কার্ল জেইস লেন্স



অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে নোকিয়া কোম্পানির ফোনের ক্যামেরাতেই প্রথম বিশ্ববিখ্যাত কার্ল জেইস কোম্পানির লেন্স ব্যবহার করা হয়েছে। 
Photo Credit: Pixabay
এইচ এমডি গ্লোবাল (যারা এখন নোকিয়া ফোন তৈরি ও বিক্রি করছে) কোম্পানির সঙ্গে এই বিষয়ে জার্মানির কার্ল জেইস কোম্পানির চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে সম্প্রতি নোকিয়ার N8 হ্যান্ডসেটের (অ্যান্ড্রয়েড ওএস) ক্যামেরায় কার্ল জেইস কোম্পানির তৈরি লেন্স ব্যবহার করা হয়েছে

NO হোম বাটন

Photo Credit: Pixabay
চলতি বছর অ্যাপল তাদের নতুন স্মার্ট ফোন iPhone X হ্যান্ডসেটে হোম বাটন রাখেনি। হোম বাটন না রাখার কারণ, স্মার্ট ফোনের হ্যান্ডসেটের ডিসপ্লের নিচে হোম বাটন থাকলে অনেকটা জায়গা নষ্ট হয়। এর ফলে ফোনের সামনের দিকে পুরোটা জুড়ে স্ক্রিন অর্থাৎ ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হয় না। যদি হোম বাটন সরিয়ে ফেলা সম্ভব হয়, তবে ফোনের যা সাইজ তার পুরোটা জুড়ে স্ক্রিন বা ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হবে এবং তার ফলে ডিসপ্লের সাইজ অনেকটাই বেড়ে যাবে

22 Dec 2017

ফোনে সহজে 3D ছবি তুলুন

Photo Credit: Pixabay
গুগল প্লে স্টোরে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় অ্যাপ হল ‘ফায়ুজ’। ২০১৩ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়া ফায়ুশন কোম্পানির প্রতিষ্ঠা করেন রাডু বি রুসু, স্টেফান হোলজার এবং স্টিফেন মিলার। কোম্পানি তৈরির এক বছরের মাথায় অর্থাৎ ২০১৪ সালে রিলিজ করা হয় ফায়ুজ অ্যাপ। অ্যাপটি গুগলের প্লে স্টোরে এবং অ্যাপলের অ্যাপ স্টোরে রয়েছে। রিলিজ হওয়ার তিন বছরের মধ্যে ফায়ুজ অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের মধ্যে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ফায়ুজ ১.কোটি বার মোবাইল ফোনে ইনস্টলড হয়েছে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ফায়ুজ এখন কতটা জনপ্রিয়।

18 Dec 2017

বিপজ্জনক ব্লোটওয়্যার


Photo Credit: Pixabay
উইনডোজ 10 অপারেটিং সিস্টেম যাঁরা ব্যবহার করেন, তাঁদের জন্য খারাপ খবর
মাইক্রোসফট কোম্পানি উইনডোজ 10 কম্পিউটারগুলিতে কয়েক মাস আগে কীপার নামে একটি ব্লোটওয়্যার ইনস্টল করেছিল। কীপার হল পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশন। এই অ্যাপে আপনি আপনার মেল অ্যাকাউন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্ট, নেট ব্যাংকিং অ্যাকাউন্টের লগইন আইডি ও পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন এবং ওই অ্যাকাউন্টগুলিতে লগইন করার সময় আপনার আর প্রতিবার লগইন আইডি ও পাসওয়ার্ড টাইপ করার দরকার পড়বে না।

16 Dec 2017

কলার আইডি


স্মার্ট ফোনে সিকিউরিটি লগইন-এর জন্য সাধারণত ব্যবহৃত হয় ফিঙ্গার প্রিন্ট রিডার, যা সাধারণত ফোনের সামনে স্ক্রিনের

Photo Credit : Pixabay
নিচে বা পেছনে থাকে। সম্প্রতি অ্যাপল তাদের iPhone X হ্যান্ডসেটে সিকিউরিটি লগইন-এর জন্য ব্যবহার করেছে এক নতুন টেকনোলজি, যার নাম থ্রিডি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। এই সিস্টেম ফোনের মালিকের মুখের ছবি মেমরিতে সেভ করে রাখবে এবং প্রতিবার লগইনের সময় ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফোনের মালিকের মুখের ছবি তুলে তার সঙ্গে সেভ করা ছবি মিলিয়ে তারপর লগইনের পারমিশন দেবে।

15 Dec 2017

হোয়াটস্অ্যাপে পাঠানো মেসেজ কেউ ডিলিট করলেও সেটি পড়তে পারবেন


Photo Credit : Pixabay




কিছু দিন আগে টেকনোবিটসের ব্লগে জানিয়েছিলাম যে, হোয়াটস্অ্যাপ একটি নতুন ফিচার আনতে চলেছে, যার নাম ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের সাহায্যে আপনি হোয়াটস্অ্যাপ মেসেজ


14 Dec 2017

আপনার ফোন কি হ্যাকড্ হয়েছে?

আমাদের দেশের বিরোধী দলগুলির রাজনৈতিক নেতারা মাঝেমধ্যেই অভিযোগ করেন যে, তাঁদের মোবাইল ফোন শাসক দলের তরফে হ্যাক বা ট্যাপ করা হয়েছে। এমন অভিযোগ যে শুধু আমাদের

Photo Credit : Pixabay
দেশের ক্ষেত্রেই হয় এমনটা নয়, ফোন হ্যাকিং বা ট্যাপিং এখন বিশ্বের প্রায় প্রতিটি দেশের সমস্যা। বছরখানেক আগে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল যে, আমেরিকার এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) বিশ্বের ৩৫টি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলরের ফোন হ্যাক করে গোপনে তাঁদের কথাবার্তা শুনেছে একজন রাষ্ট্রপ্রধানের স্মার্ট ফোনে সাইবার সিকিউরিটিতে সাধারণত কোনো ফাঁক রাখা হয় না।

12 Dec 2017

গুগল গো


গুগলের উদ্যোগে আগামী বছরের শুরুতেই ভারত, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশের বাজারে আসছে সস্তার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন। এই হ্যান্ডসেটগুলির দাম হবে প্রায় ৩০০০/-


This photo is a property of teknowbits.blogspot.com


লো-এন্ড হার্ডওয়্যার স্পেসিফিকেশনের এই ফোনগুলির জন্য ইতিমধ্যে গুগল বিশেষ অপারেটিং সিস্টেমও তৈরি করে ফেলেছে, যার নাম অ্যান্ড্রয়েড ওরিঅ (৮.১) গো এডিশন। ওরিঅ অপারেটিং সিস্টেমের এই লাইট ভার্সনের সাইজ মাত্র ৫১২ MBমোবাইল ফোন কোম্পানিগুলির জন্য এই নতুন অপারেটিং সিস্টেমের কোড ইতিমধ্যে রিলিজ করেছে গুগল। এখন গুগল তাদের জনপ্রিয় অ্যাপগুলির লাইট ভার্সন বা ‘গো ভার্সন’ তৈরি করতে ব্যস্ত, যেগুলি সস্তার ওই ফোনগুলি (যেগুলিকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড গো ডিভাইস)-তে সহজে ব্যবহার করা সম্ভব

10 Dec 2017

গুগল স্টেশন

Photo Credit : Pixabay

আমেরিকার কিছু শহরে ‘গুগল ফাইবার’ প্রজেক্টের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট পরিসেবা দেওয়া হয়। সেক্ষেত্রে ১ GBs ইন্টারনেট স্পিড পাওয়া যায়। কিন্তু সেজন্য গ্রাহকদের বড় অংকের টাকা ফি দিতে হয়। ওয়াইফাই মাধ্যমে গুগল ভারতে হাইস্পিড ইন্টারনেট পরিসেবা চালু করেছে।

অ্যান্ড্রয়েড গো

ভারতে এখন মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা কত? 


সমীক্ষা অনুসারে (সূত্রঃ Statista) এদেশে চলতি বছর অর্থাৎ ২০১৭ সালের শেষে মোবাইল ফোন ব্যবহারকারীর
Photo Credit : Pixabay
সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৭৩০ মিলিয়ন বা ৭৩ কোটি। 
২০১৩ সালে সংখ্যাটি ছিল ৫২.৪৯ কোটি। অর্থাৎ পাঁচ বছরে গ্রাহক সংখ্যা বাড়তে চলেছে প্রায় ২০ কোটি। সমীক্ষা অনুসারে ২০১৮ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়াবে প্রায় ৮২ কোটিতার মানে আগামী পাঁচ বছরে সংখ্যাটি ১০০ কোটি ছুঁতে চলেছে, তাতে সন্দেহ নেই

3 Dec 2017

৩২ বিট Vs. ৬৪ বিট

টেকনোবিটসের বহু পাঠক মেল করে জানতে চান,
Photo Credit : Pixabay
তাঁদের বাজেট এত টাকা, তাঁরা সেই দামের মধ্যে একটি ভালো স্মার্ট ফোন কিনতে চান। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে, ভালো স্মার্ট ফোন বলতে লোকে বোঝে বেশি মেগাপিক্সলের ক্যামেরা, বেশি সাইজের
র‍্যাম ও ইন্টারনাল মেমরি এবং হাই ক্যাপাসিটির ব্যাটারি।

1 Dec 2017

গুগলের নতুন অ্যাপ ইউটিউব গো


Screen shot of YouTube Go
ভারত সহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে এখনো ইন্টারনেট স্পিড নিয়ে গ্রাহকদের নানা অভিযোগ রয়েছে। এটা ঘটনা যে, গত ১০ বছরে আমাদের দেশে ইন্টারনেট প্রযুক্তির অনেকটাই উন্নতি হয়েছে। 2G টেকনোলজির পর 3G এসেছে, আর এখন আমরা 4G প্রযুক্তি ব্যবহার করছি।
কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলির সমস্যা হল ইন্টারনেট প্রযুক্তির উন্নতি হলেও নেটওয়ার্ক পরিকাঠামোর সেভাবে উন্নতি হয়নি।
উন্নত প্রযুক্তির সুফল পুরোপুরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পরিকাঠামোর যথাযথ উন্নতি প্রয়োজন। পরিকাঠামোর উন্নতির জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ বিনিয়োগের।

29 Nov 2017

আত্মহত্যা ঠেকাতে ফেসবুকের এআই টুল


⇒  ঘটনা ১ 

Photo credit: Pixabay
মুম্বইয়ের কলেজ ছাত্র অর্জুন ভরদ্বাজ ড্রাগের নেশায় জড়িয়ে পড়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে অর্জুন মুম্বইয়ের তাজ হোটেলের উনিশ তলায় একটি ঘর ভাড়া নেয়। হোটেলের ঘরে ঢুকে সে ল্যাপটপ চালিয়ে ফেসবুকে লগইন করে। তারপর ‘ফেসবুক লাইভ’ অপশন অন করে। এবার সে মদের গ্লাস ও সিগারেট হাতে ফেসবুক লাইভ-এ বন্ধুদের লেকচার দেয় কীভাবে আত্মহত্যা করতে হয়।

26 Nov 2017

উমঙ্গ


Photo Credit: umang.gov.in
সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি অ্যাপ লঞ্চ করেছে, যার নাম উমঙ্গ (UMANG)। উমঙ্গ একটি হিন্দি শব্দ যার অর্থ ‘উৎসাহ’ বা ‘উল্লাস’। তবে অ্যাপটির নাম আসলে একটি অ্যব্রিভিয়েশন যার পুরোটা হল Unified Mobile Application for New-age Governance

22 Nov 2017

স্যামসাঙের ফোল্ডেবল ফোন Galaxy X

বছরখানেক ধরে বিষয়টি নিয়ে মোবাইল ফোনের দুনিয়ায়
Photo Credit : Pixabay
নানা জল্পনা চলছিল। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাঙ ফোল্ডেবল মোবাইল ফোন বাজারে আনবে।
স্যামসাঙ যে ফোল্ডেবল মোবাইল ফোন নিয়ে গবেষণা চালাচ্ছিল, সেটা মোটামুটি সবারই জানা। যদিও অনেকেই ভেবেছিলেন যে, ফোল্ডেবল ফোন বাজারে আসতে এখনো বছর দুয়েক বাকি।

21 Nov 2017

গুগল ব্যান করলো ইউসি ব্রাউজার


Photo credit : Pixabay

আমাদের দেশে এখন সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ব্রাউজার কী? উত্তরটার জন্য কোনো বিশেষ পুরস্কার নেই। কারণ সবাই জানে যে, উত্তরটা হল গুগল ক্রোম ব্রাউজার। কিন্তু দ্বিতীয় স্থানে কে রয়েছে? এই উত্তরটাও অবশ্যই সবার জানা — ইউসি ব্রাউজার।


15 Nov 2017

বিশ্বের সবচেয়ে ছোটো জিএসএম ফোন


Photo credits: YERHA.COM
বিশ্বের সবচেয়ে ছোটো জিএসএম মোবাইল ফোন তৈরি করেছে এলারি কোম্পানি। ফোনটির নাম ‘এলারি ন্যানোফোন সি’। মাত্র ৩০.৫ গ্রাম ওজনের ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮৪.৪ মিমি এবং ৩৫.৮৫ মিমি। এছাড়া ফোনটি যথেষ্ট স্লিম, এটি মাত্র ৭.৬ মিমি পুরু।

13 Nov 2017

হোয়াটস্অ্যাপ পে

⇒ মেসেজিং অ্যাপের গুরুত্ব

মেসেজিং অ্যাপ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ?
Photo Credit : Pixabay
পাঠকদের একটা ছোটো তথ্য জানাই। সেটা হল, যাঁরা স্মার্ট ফোন ব্যবহার করেন, তাঁরা প্রত্যেকে সারা দিনে গড়ে ১৪টি মেসেজ অন্যদের পাঠান বা শেয়ার করেন। এটা একটা সমীক্ষার রিপোর্ট। সেই রিপোর্টে আরও জানা গিয়েছে যে,



অনলাইন লেনদেনে গুগল ‘তেজ’



হিন্দিতে তেজ শব্দটির অর্থ দ্রুত। ভারতে অনলাইন পেমেন্টের জন্য গুগলের তৈরি নতুন অ্যাপটির নাম রাখা হয়েছে তেজ (TEZ)। গুগলের দাবি, তাদের অ্যাপের মাধ্যমে অন্যান্য অনলাইন পেমেন্ট অ্যাপের তুলনায় অনেক দ্রুত লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
Photo Credit: Pixabay
গুগল এর আগে দুটি পেমেন্ট অ্যাপ লঞ্চ করেছে। সেগুলি হল গুগল ওয়ালেট এবং গুগল পে। কিন্তু ওই দুটি অ্যাপ আমাদের দেশে ব্যবহারের ক্ষেত্রে একাধিক সীমাবদ্ধতা রয়েছে। তাই ভারতে গুগল লঞ্চ করেছে আলাদা অনলাইন পেমেন্ট অ্যাপ তেজ। এই অ্যাপের মাধ্যমে শুধু মোবাইল ফোন নম্বরের সাহায্যেই সহজে অলনাইন লেনদেন সম্ভব। এটাই তেজ অ্যাপের বৈশিষ্ট।

UPI সিস্টেম কী?



UPI সিস্টেম তৈরি করেছে NPCI (National Payments Corporation of India)NPCI-এর এই উদ্যোগে সাহায্য করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন।

Photo Credit: Pixabay

UPI-এর সুবিধা হল এই পদ্ধতিতে নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কিংবা অনলাইন শপিং করার সময় দাম মেটানোর জন্য শুধুমাত্র মোবাইল ফোন নম্বর প্রয়োজন (যে নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা  আছে)। এক্ষেত্রে ডেবিট, বা ক্রেডিট কার্ড নম্বর কিংবা ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদির প্রয়োজন হয় না।

10 Nov 2017

iPhone X তৈরির খরচ


Photo Credit: Pixabay
বিশ্বের বিভিন্ন দেশে এখন আইফোনের নতুন মডেল — iPhone8 iPhoneX কেনার জন্য ক্রেতারা অ্যাপল স্টোরের সামনে লাইন দিচ্ছেন। গত ১০ বছরের আইফোনের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দাম চলতি বছর লঞ্চড্ হওয়া অ্যাপলের এই দুটি ফোনের। কিন্তু এই আকাশছোঁয়া দামও ক্রেতাদের দমিয়ে রাখতে পারেনি।

8 Nov 2017

করাপ্ট পেনড্রাইভ


পেনড্রাইভ ব্যবহার করেন অথচ তা কখনো করাপ্ট হয়নি, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল।

Photo Credit : Pixabay
আমরা অনেকেই পেনড্রাইভে প্রয়োজনীয় ফাইল স্টোর করে রাখি। কেউ কেউ পেনড্রাইভকে কম্পিউটার বা মোবাইল ফোনের ব্যাক আপ স্টোরেজ হিসাবেও ব্যবহার করেন। তাই পেনড্রাইভ যখন করাপ্ট হয়ে যায়, যখন পেনড্রাইভ থেকে ফাইল অ্যাকসেস করা যায় না, তখন আমাদের সত্যিই সমস্যায় পড়তে হয়। তবে বেশ কিছু পদ্ধতি রয়েছে, যার সাহায্যে আপনি করাপ্ট পেনড্রাইভ থেকে ফাইল অ্যাকসেস করতে পারবেন।

7 Nov 2017

নকল হোয়াটস্অ্যাপ



গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের iOS ইকোসিস্টেমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সিকিউরিটি।
This photo is property of teknowbits.blogspot.com

ধরুন, আপনি একজন মোবাইল ফোনের অ্যাপ ডেভেলপার। আপনি একটি অ্যাপ তৈরি অর্থাৎ ডেভেলপ করেছেন যেটি অ্যান্ড্রয়েড এবং আইফোনে ব্যবহার করা যাবে অর্থাৎ অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS অপারেটিং সিস্টেম সাপোর্ট করে

6 Nov 2017

যে ফোল্ডার ডিলিট করা যাবে না


টেকনোবিটসের অনেক পাঠক প্রায়ই মেল করে জানান, তাঁরা কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ফাইল বা

Photo Credit : Pixabay 
ফোল্ডার অসতর্কতাবশতঃ ডিলিট করে ফেলেছেন। অনেকেই প্রথমে বিষয়টি খেলার করেন না, পরে যখন বুঝতে পারেন, ততদিনে হয়তো তাঁরা রিসাইকল বিনও এম্পটি করে ফেলেছেন।

কিছু সফটওয়্যার আছে যা দিয়ে রিসাইকল বিন থেকে ডিলিট করার পরেও ফাইল বা ফোল্ডার রিকভার করা যায়, কিন্তু সেই সব সফটওয়্যারের অধিকাংশই পেইড সফটওয়্যার, দাম অনেকটাই বেশি। তাই যদি এমন কোনো ফোল্ডার ক্রিয়েট করা সম্ভব যা ডিলিট করাই যাবে না, তাহলেই তো সমস্যার সমাধান সম্ভব। সেই ফোল্ডারের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ ফাইলগুলি স্টোর করে রাখতে পারবেন।

পেনড্রাইভ সিকিউরিটি

Photo Credit : Pixabay

কম্পিউটারে সেভ করা গুরুত্বপূর্ণ ফাইগুলিকে সুরক্ষিত রাখার জন্য আমরা অনেকেই পাসওয়ার্ড ব্যবহার করি। কিন্তু পাসওয়ার্ড ব্যবহার না করে সাধারণ পেনড্রাইভের সাহায্যে আপনারা কম্পিউটারে সেভ করা ফাইলগুলিকে সুরক্ষিত রাখতে পারবেন।

5 Nov 2017

অদৃশ্য ফোল্ডার


Photo Credit : Pixabay
কম্পিউটারে অনেকে ফোল্ডার হাইড করে রাখেন। কিন্তু সেটা খুব একটা কাজে দেয় না।

কারণ কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘ফোল্ডার অপশন’—এ আপনি যদি ‘শো হিডন ফাইল অ্যান্ড ফোল্ডার’ ক্লিক করেন, তবে সহজেই কম্পিউটারের হিডন ফাইল ও ফোল্ডারগুলি দেখা সম্ভব। তবে একটি বিশেষ উপায় রয়েছে যার সাহায্যে আপনি কম্পিউটারে বিশেষ কোনো ফোল্ডারকে অদৃশ্য করে রাখতে পারবেন। কিন্তু কীভাবে?

3 Nov 2017

কোয়ান্টাম কম্পিউটার


কম্পিউটার টেকনোলজির জগতে যে বিষয়গুলি নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা

Photo Credit : Pixabay
ও পরীক্ষানিরীক্ষা চলছে, তার মধ্যে অন্যতম কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার কাজ করে পদার্থবিদ্যার কোয়ান্টাম মেকানিক্স তত্ত্বের উপর ভিত্তি করে কোয়ান্টাম মেকানিক্সের জনক হলেন বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত বিজ্ঞানী জার্মানির ম্যাক্স প্ল্যাংক, যিনি তাঁর কোয়ান্টাম তত্ত্বের জন্য ১৯১৮ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন।


1 Nov 2017

গোপনে নজর রাখছে স্পাই ক্যামেরা ? জানতে পারবেন সহজেই

Image courtesy: Amazon

কয়েক মাস আগে কলকাতার একটি নামি শপিংমলের ট্রায়াল রুমে স্পাই ক্যামেরা ধরা পড়েছিল। এক মহিলা সেই রুমে গিয়ে যখন জামাকাপড় পালটাচ্ছিলেন, তখন বিষয়টি তাঁর চোখে পড়ে। এই ঘটনা নিয়ে সেই সময় যথেষ্ট শোরগোল পড়েছিল। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। হরিয়ানার এক বাড়ির মালিককে কিছুদিন আগে পুলিশ গ্রেফতার করেছে, কারণ সে তার মহিলা ভাড়াটের বাথরুমে স্পাই ক্যামেরা লাগিয়ে রেখেছিল। এই রকম উদাহরণ আরও অনেক রয়েছে। ২০০৫ সালের কলয়ূগ সিনেমাটিও আপনারা নিশ্চয় অনেকেই দেখেছেন।

পাঠকদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

কম্পিউটারে ইন্টারনেট কানেকশন ব্যবহার না করলে কিংবা পাইরেটেড অপারিটিং সিস্টেমের সঙ্গে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে কি কম্পিউটারে ভাইরাস হামলার আশংকা থাকে? হ্যা, অবশ্যই থাকে। 

29 Oct 2017

হোয়াটস্অ্যাপ মেসেজ রিকল


কাউকে পাঠানো মেসেজ ডিলিট করার একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটস্অ্যাপ, যার নামডিলিট ফর এভরিওয়ান এই ফিচারের মাধ্যমে আপনি কাউকে পাঠানো মেসেজ ডিলিট অর্থাৎ রিকল করতে পারবেন।

Photo Credit : Pixabay
 ধরুন আপনি আপনার বন্ধুকে একটি মেসেজ পাঠিয়েছেন, এবার এই ফিচারের সাহায্যে আপনি যদি আপনার পাঠানো মেসেজটি ডিলিট করে দেন, তবে আপনার বন্ধু আপনার পাঠানো মেসেজটি ওপেন করলে দেখতে পাবেন — This message has been deleted iOS এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ফিচারটি পাওয়া যাবে। হোয়াটস্অ্যাপ আপাতত ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটির বিটা ভার্সন রিলিজ করেছে।

28 Oct 2017

সেল্ফ ডিলিটেড ফাইল

অফিসিয়াল কাজকর্ম, ব্যবসা বা ব্যক্তিগত কাজে আমরা বিভিন্ন সময় ইমেলে নানা গুরুত্বপূর্ণ ফাইল পাঠাই। ইয়াহু, আউটলুক বা জিমেলে এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম রয়েছে।

অর্থাৎ আমরা যখন কাউকে ইমেল পাঠাচ্ছি, তখন হ্যাকার নেটওয়ার্ক হ্যাক করেও মেলটি পড়তে পারবে না, কারণ মেলটি এনক্রিপ্ট করা থাকবে। একমাত্র যার ঠিকানায় পাঠাচ্ছি শুধু তিনি
Photo Credit : Pixabay
মেলটি পড়তে পারবেন। কারণ তিনি যখন তাঁর ইনবক্সে গিয়ে মেলটি ক্লিক করবেন, তখন একটি ‘কী’ (বিশেষ সফট্ওয়্যার) মেলটিকে ডিক্রিপ্ট করে দেবে। নেটওয়ার্ক হ্যাক করে অন্যের ইমেল অ্যাকসেস বন্ধ করতে এই এনক্রিপশন সিস্টেম যথেষ্ট কার্যকরী সন্দেহ নেই। কিন্তু তাতেও ইমেল হ্যাকিং পুরোপুরি বন্ধ হয়নি। কারণ অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড হ্যাক করে হ্যাকাররা অন্যের ইনবক্সে ঢুকে মেল অ্যাকসেস করে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ ফাইল ইমেল করে কাউকে পাঠিয়েছেন।

27 Oct 2017

হোয়াটস্অ্যাপ Blue




হোয়াটস্অ্যাপের সেই ডার্ক গ্রীন আইকনটি আর দেখতে ভালো লাগছে না ? কোনো সমস্যা নেই। এখন আপনি সহজেই আপনার ফোনে হোয়াটস্অ্যাপের আইকনটির রং সবুজ থেকে নীল করতে
Photo Credit : Pixabay
পারবেন। তবে হ্যাঁ, এই সুবিধা আপাতত পাওয়া যাচ্ছে শিয়াওমির ফোনেই। 
তবে হোয়াটস্অ্যাপ আইকনের রং কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই আপনারা চেঞ্জ করতে পারবেন। বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলির সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটস্অ্যাপের আইকনের রং চেঞ্জ করা সম্ভব, সেগুলির মধ্যে অন্যতম হল Substratum themesগুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাওয়া যায়।

26 Oct 2017

ডাবল এজেন্ট অ্যাটাক

সম্প্রতি ইজরায়েলের সাইবার সিকিউরিটি ফার্ম সাইবেলাম-এর কম্পিউটার বিশেষজ্ঞরা উইনডোজ কম্পিউটারের অপারেটিং
Photo Credit : Pixabay
সিস্টেমে এমন একটি ত্রুটি খুঁজে পেয়েছেন, যার সাহায্যে হ্যাকাররা কম্পিউটারে ইনস্টলড্ অ্যান্টিভাইরাসটিকেই ভাইরাস বা ম্যালওয়্যারে কনভার্ট করতে পারবে এবং কম্পিউটার থেকে ফাইল ও পাসওয়ার্ড চুরি সহ 
নানা অপরাধমূলক কাজ করতে পারবে। ব্যাপারটা কতটা ভয়ংকর ভেবে দেখুন। 

22 Oct 2017

কম্পিউটারে ব্যবহার করুন অ্যান্ড্রয়েড ফোন


  আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে, তবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে অনায়াসেই  কম্পিউটারের সাহায্যে ব্যবহার করতে পারবেন।

Photo Credit : Pexels
অর্থাৎ ফোনটিকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে ফোনের স্ক্রিনটিকে আপনি কম্পিউটারে দেখতে পাবেন, কম্পিউটারের কীবোর্ড ও মাউজের সাহায্যে ফোনে কারও সঙ্গে চ্যাট করা, ফেসবুক বা হোয়াটস্অ্যাপ করা, গেম খেলা, মেল পাঠানো ইত্যাদি সব কাজই করতে পারবেন। তবে এজন্য আপনাকে কম্পিউটারে ব্যবহার করতে হবে ক্রোম ব্রাউজার এবং ইনস্টল করতে হবে একটি বিশেষ ক্রোম ব্রাউজার এক্সটেনশন এছাড়া অ্যান্ড্রয়েড ফোনটিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে একটি বিশেষ অ্যাপ।

ই-সিম



Photo Credit : Pixabay

আমার পাশের ফ্ল্যাটের সৌগত কম্পিউটার সায়েন্স নিয়ে কলকাতার একটি নামী কলেজে পড়ছে সম্প্রতি পুজোর ছুটিতে সে বাড়ি এসেছিল আমার সঙ্গে দেখা হতেই হেসে বলল, ‘দাদা, এবার পুজোয় জামাকাপড় কিছু কিনিনি অনলাইনে পুজো স্পেশাল অফারে এই ফোনটি কিনেছি,’ — সৌগত পকেট থেকে একটি দামি স্মার্ট ফোন বের করে দেখাল আমি দেখে বললাম, ‘বাহ্, বেশ ভালো হয়েছে! কিন্তু তুমি স্যাটিসফায়েড তো?’ সৌগত একটু বেজার মুখ করে বলল, ‘পুরোপুরি নই

19 Oct 2017

ফাইল সিস্টেম কী ও কেন


ফাইল সিস্টেম সফট্ওয়্যার কম্পিউটার এবং ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার বা ফোনের মেমরিতে আমরা যখন কোনো
Photo Credit : Pixabay
ফাইল সেভ করি তখন সেই ফাইলটি মেমরির কোন লোকেশনে সেভ হবে, পরবর্তীতে আমরা যখন সেই ফাইলটি অ্যাকসেস করবো তখন মেমরির যে জায়গায় ফাইলটি রয়েছে সেখান থেকে ফাইলটি খুঁজে বের করে সেটিকে অ্যাকসেস করা কিংবা মেমরিতে সেভ করা ফাইলটিকে এনক্রিপট করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজের জন্য যে বিশেষ সফট্ওয়্যারের প্রয়োজন, তাকে বলে ফাইল সিস্টেম।

আপনার ফোন বা কম্পিউটার কোন ফাইল সিস্টেমে রয়েছে?



উইনডোজ কম্পিউটারের ক্ষেত্রে ডেস্কটপে ‘Computer’ বা ‘My Computer’ আইকনটির উপর রাইট ক্লিক করুন। যে মেনু লিস্ট শো
Photo Credit : Pixabay
করবে, সেখানে ক্লিক করুন ‘
Manage
এবার যে উইনডো ওপেন হবে, সেখানে বাঁ দিকের প্যানেলে ‘Storage’ অপশনের নীচে ক্লিক করুন ‘Disk Managementএবার উইনডোর ডানদিকের প্যানেলে File System- এর নীচে কম্পিউটারের ফাইল সিস্টেম শো করবে।

17 Oct 2017

বিশ্ব জুড়ে ফ্রি WiFi পরিষেবা দেবে ফেসবুক ড্রোন

বর্তমান বিশ্বে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনেট মানে তো শুধু ইমেল পাঠানো বা ফেসবুকে

Photo Credit : Pixabay
কিছু পোস্ট করা নয়, ইন্টারনেট মানে হল তথ্যের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা ইন্টারনেটের মাধ্যমে আমরা যেমন দেশবিদেশের




16 Oct 2017

ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার


ওয়েব দুনিয়ায় এখন যে ইন্টারনেট ব্রাউজারটি নিয়ে জোর আলোচনা চলছে,

Photo Credit : Pixabay

সেটি হলো, মোজিলা কোম্পানির ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার| মোজিলার দাবি, ইন্টারনেটের দুনিয়ায় এখনো পর্যন্ত ফায়ারফক্স কোয়ান্টাম সবচেয়ে দ্রুততম ব্রাউজার| এবং এটা নিছক দাবি নয়, মোজিলা ইতিমধ্যে স্পিড টেস্টের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে, এই ব্রাউজারটির স্পিড গুগল ক্রোম ব্রাউজারের তুলনায় অনেকটাই বেশি| তবে ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজারের স্পিড যে শুধু বেশি তাই নয়, একই সঙ্গে এই ব্রাউজারটির ইউজার ইন্টারফেস যথেষ্ট স্মার্ট এবং মডার্ন|


ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজারের স্পিড কেন অন্যান্য ব্রাউজারের তুলনায় বেশি? 


এর কারণ হলো এই ব্রাউজারের বিশেষ উন্নত ইঞ্জিন, যা কম্পিউটার, ট্যাব এবং মোবাইল ফোনের সিপিউ-র একাধিক কোর ব্যবহার করে কাজ করে| গত কয়েক বছর ধরে মোজিলা ফাউন্ডেশন তাদের ফায়ারফক্স ব্রাউজারের স্পিড এবং সিকিউরিটি বাড়ানোর কাজ করছিল| যে প্রোজেক্টের অধীনে এই কাজ চলছিল, তার নাম প্রোজেক্ট ইলেক্ট্রোলিসিস| কিন্তু এই প্রোজেক্টের কাজ করার সময় মোজিলার ইন্জিনিয়াররা একটি বিষয় বুঝতে পারেন যে, ফায়ারফক্স ব্রাউজারের ইঞ্জিনের যা টেকনোলজি তাতে যত চেষ্টা করা হোক না কেন, ব্রাউজারের স্পিড একটি নির্দিষ্ট সীমার পর আর বাড়ানো সম্ভব নয়| কারণ ফায়ারফক্স ব্রাউজার যখন প্রথম তৈরী করা হয়েছিল (২০০২ সালের ২৩ সেপ্টেম্বর), তখন কম্পিউটারে সাধারণত সিঙ্গল কোর সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) থাকত| কিন্তু গত প্রায় দুই দশকে কম্পিউটার এবং মোবাইল ফোনের হার্ডওয়্যার টেকনোলজির প্রভূত উন্নতি হয়েছে| তাই, এখন কম্পিউটারের কথা তো ছেড়েই দিন, সাধারণ মোবাইল ফোনেও হেক্সা কোর বা অক্টা কোর প্রসেসর থাকে| মোজিলার ইন্জিনিয়াররা বুঝতে পারলেন, যদি ব্রাউজারের স্পিড যথেষ্ট বাড়াতে হয়, তবে উন্নত হার্ডওয়্যারের সাহায্য নিতে হবে, অর্থাৎ এখনকার কম্পিউটার বা ফোনের মাল্টি কোর সিপিইউ-র সাহায্য নিতে হবে| কিন্তু প্রচলিত ফায়ারফক্স ব্রাউজারের ইঞ্জিনের যা টেকনোলজি তা দিয়ে সিপিইউ-র মাল্টি কোর ব্যবহার করা যাবে না| সেক্ষেত্রে ব্রাউজারের জন্য নতুন টেকনোলজির ইঞ্জিন তৈরী করতে হবে| এই চিন্তাভাবনা থেকেই মোজিলা শুরু করলো প্রোজেক্ট কোয়ান্টাম| এই প্রোজেক্টের অধীনে তারা এক নতুন ব্রাউজার তৈরী করলো, যার ইঞ্জিন আধুনিক কম্পিউটার বা মোবাইল ফোনের মাল্টি কোর প্রসেসরের সাহায্য নিয়ে দুরন্ত গতিতে কাজ করতে সক্ষম| মোজিলা তাদের এই নতুন ব্রাউজারের নাম দিল ফায়ারফক্স কোয়ান্টাম|

ফায়ারফক্স-এর এই নতুন ব্রাউজারের আরো বৈশিষ্ট।

এই ব্রাউজারের ইঞ্জিন কাজ করার ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারের তুলনায় ৩০ শতাংশ কম RAM ব্যবহার করে| তাই এই ব্রাউজারে কাজ করার পাশাপাশি কম্পিউটার বা ফোনে কোনো অ্যাপ ওপেন করে কাজ করলেও কম্পিউটার বা ফোন স্লো হবে না| ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারের তুলনায় কতটা দ্রুত কাজ করে? টেস্ট রিপোর্ট অনুসারে ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার যেখানে ৬৬ পয়েন্ট পেয়েছে, সেখানে গুগল ক্রোম ব্রাউজার (ভার্সন নম্বর ৬১) পেয়েছে ৫১ পয়েন্ট|
ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার যে শুধু দ্রুত কাজ করে, তাই-ই নয়, এটির ইউজার ইন্টারফেস তৈরীর ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে| কোয়ান্টাম ব্রাউজারের এই নতুন ইউজার ইন্টারফেসের নাম ফোটন| ফোটনের গ্রাফিক ডিটেল এবং লেআউট যথেষ্ট আধুনিক এবং আকর্ষনীয়| নতুন ইউজার ইন্টারফেসে একাধিক নতুন বাটন অ্যাড করা হয়েছে, যেগুলির মধ্যে অন্যতম লাইব্রেরি বাটন| লাইব্রেরি-র মধ্যে ব্রাউজারের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার যেমন, বুকমার্ক, হিস্ট্রি, স্ক্রিনশট, পকেট, ইত্যাদি পাওয়া যা, ফলে ব্রাউজার অপারেটিং করাটা অনেকটাই সহজ|
ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজারের বিটা ভার্সন লঞ্চড হয়েছে| টেকনোবিটসের আগ্রহী পাঠকরা বিটা ভার্সনটি ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন| ডাউনলোড লিংক টেকনোবিটসের ফেসবুক পেজে পাবেন| ফায়ারফক্স কোয়ান্টাম ব্রাউজার মোজিলা লঞ্চ করবে আগামী ১৪ নভেম্বর|

জনপ্রিয় পোস্ট