![]() |
| Image Credit: Vivo |
ফোনটির সামনের পুরো অংশটা জুড়েই স্ক্রিন এবং পেছনের মেটাল কেসের পুরোটাই ঢাকা অর্থাৎ কোনও ওপেনিং বা ছিদ্র নেই – মানে কোনও পোর্ট বা হেডফোন জ্যাক নেই। তাহলে হেডফোনের পিন কোথায় কানেক্ট করবেন? চার্জিং কেবল ও ডেটা কেবলের পোর্ট অর্থাৎ ইউএসবি পোর্ট না থাকায় ফোনটি কীভাবে চার্জ করবেন বা ডেটা কেবল কীভাবে ফোনের সঙ্গে কানেক্ট করবেন? মেটাল কেসে কোনও স্পিকার গ্রিল, ইয়ারপিস ও মাইক নেই। তাহলে ফোনে ভয়েস কল কীভাবে করবেন? গান শুনবেন বা মুভি দেখবেন কীভাবে? যে ফোনটির কথা বলছি সেটা হল ভিভো কোম্পানির নতুন 5G ফোন Apex 2019। নিঃসন্দেহে Apex 2019 মোবাইল ফোনের প্রযুক্তিতে এক নতুন মাইল স্টোন। আগামী বছরগুলিতে মোবাইল ফোনের প্রযুক্তিতে কী কী পরিবর্তন আসতে চলেছে, তার উদাহরণ ভিভো কোম্পানির এই নতুন ফোন।
