14 Jan 2018

হোয়াটস্অ্যাপ স্ট্যাটাস


হোয়াটস্অ্যাপ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ। যদিও হোয়াটস্অ্যাপের তুলনায় টেলিগ্রামের ফিচার, স্টোরেজ ক্যাপাসিটি এবং সিকিউরিটি অনেক বেশি।
Photo credit : PIXABAY

তাই জঙ্গি থেকে গোয়েন্দারা — নিজেদের মধ্যে গোপনে মেসেজ আদানপ্রদানের জন্য মূলত টেলিগ্রাম ব্যবহার করে। কিন্তু দুনিয়ায় ভালো জিনিসের যে সর্বদা কদর হবে, এমন কোনো কারণ নেই। তবে সেটা অন্য প্রসঙ্গ। হোয়াটস্অ্যাপের সঙ্গে টেলিগ্রামের তুলনা করার জন্য এই ব্লগ লেখা আমার উদ্দেশ্য নয়। হোয়াটস্‌অ্যাপের একটি মজার ট্রিক আছে, সেটা আজ আমি পাঠকদের সঙ্গে শেয়ার করতে চাই।

র‍্যানডম রিংটোন

আমার স্কুল লাইফের এক বন্ধু সেদিন ফোন করেছিল। একথা সেকথার পর আসল কথায় এল। বলল, ‘একটা সমস্যায় পড়েছি, তোর সাহায্য চাই।’
‘সমস্যা? কী ধরনের সমস্যা?’ আমি একটু অবাক হয়েই প্রশ্ন করলাম। ফোনে এতক্ষণ ধরে ওর সঙ্গে কথা হল। কখনো মনে হয়নি যে, ওর পারিবারিক জীবনে বা অফিসে কোনো সমস্যা চলছে। তাহলে সমস্যাটা কোথায়? কিছুটা অবাক হয়েই ভাবলাম।
Photo credit : PEXELS

বন্ধু কিছুটা ইতস্তত করে বলল, ‘না, আসলে আমি একটি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছি, কিন্তু তাতে রিংটোন সেট করতে গিয়ে সমস্যায় পড়েছি।’
এবার আমি আরও অবাক হলাম। এখন একটা পাঁচ বছরের বাচ্চাও জানে কীভাবে মোবাইল ফোনে রিংটোন সেট করতে হয়। আমি হাসতে হাসতে বললাম, ‘তোর পাড়ায় নিশ্চয় চার—পাঁচ বছরের ছোটো ছেলেমেয়েরা রয়েছে। তুই একবার তাদের কাছে যা, ওরা তোকে শিখিয়ে দেবে। এজন্য তোর আমার সাহায্যের দরকার নেই।’

জনপ্রিয় পোস্ট