11 Jan 2019

ভিপিএন ও প্রক্সি সাইট ব্লক করল জিও

Image Credit: Pixabay
কিছুদিন আগে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে ৮২৭ টি পর্ন সাইট ব্লক করেছে ভারত সরকার। আর তারপরেই আমাদের দেশে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) অ্যাপ ও প্রক্সি ওয়েবসাইটের ব্যবহার অনেকটা বেড়েছে। কারণ আপনার আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি — যাদের নেটওয়ার্ক ব্যবহার করে আপনি ইন্টারনেট সার্ফ করেন, যেমন এয়ারটেল, ভোডাফোন, জিও ইত্যাদি) যদি কোনও ওয়েবসাইট ব্লক করে, তবে ভিপিএন বা প্রক্সি সাইটের সাহায্যে আপনি সেই ব্লকড সাইটটি অ্যাকসেস করতে পারবেন। কিন্তু এবার ভারতে ভিপিএন ও প্রক্সি সাইটের ব্যবহার বন্ধ করার উদ্যোগও শুরু হয়েছে। 


9 Jan 2019

হোয়াটস্অ্যাপ গোল্ড ফেক মেসেজ থেকে সাবধান !

Image Credit: Pixabay
প্রায় দুই বছর পর ফের হোয়াটসঅ্যাপ গোল্ড ভার্সন সংক্রান্ত মেসেজ নিয়ে সরগরম ইন্টারনেট। এর আগে ২০১৬ সালে প্রথম হোয়াটসঅ্যাপের গ্রাহকরা গোল্ড ভার্সন সংক্রান্ত মেসেজটি পেয়েছিলেন। মেসেজের লিঙ্কে ক্লিক করার পর তাদের ফোনে ম্যালওয়্যার হামলা হয়েছিল। অনেকের ফোন হ্যাকড্ হয়েছিল। দুই বছর পর ফের হোয়াটসঅ্যাপের অনেক গ্রাহক গোল্ড ভার্সন সংক্রান্ত নতুন একটি মেসেজ আবার পেয়েছেন। তবে দুই বছর আগের মেসেজ আর এবারের মেসেজের মধ্যে পার্থক্য রয়েছে।

7 Jan 2019

নতুন ব্রাউজার লঞ্চ করল জিও

Image Credit: Reliance Jio Infocom
কিছুদিন আগে টেকনোবিটসের ব্লগে লিখেছিলাম, চিনের কোম্পানি শিয়াওমি তাদের নতুন ব্রাউজার লঞ্চ করেছে। মূলত অ্যান্ড্রয়েড ফোনের জন্য (শিয়াওমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে) শিয়াওমি তাদের নতুন ব্রাউজার মিন্ট লঞ্চ করেছে। এবার সেই তালিকায় ভারতের রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের নামও যোগ হল। সম্প্রতি জিও লঞ্চ করেছে তাদের নতুন ব্রাউজার। ব্রাউজারটির নাম জিওব্রাউজার (JioBrowser)। এই ব্রাউজারটি শিয়াওমির মিন্ট ব্রাউজারের মতো মূলত অ্যান্ড্রয়েড ফোনের জন্যই তৈরি করা হয়েছে। তবে ভবিষ্যতে অ্যাপলের আইফোনের জন্যও ব্রাউজারটির iOS ভার্সন লঞ্চ করা হতে পারে।

জনপ্রিয় পোস্ট