27 Jul 2018

অ্যান্ড্রয়েডের ভবিষ্যৎ কি সংকটে?

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটি?
Image Credit : Pixabay
উত্তরটা দেওয়ার জন্য কম্পিউটার বা মোবাইল বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কারণ সবাই জানে যে উত্তরটা হল অ্যান্ড্রয়েড। বর্তমানে বিশ্বে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মার্কেট শেয়ার ৪১.৭%। দ্বিতীয় স্থানে রয়েছে উইনডোজ অপারেটিং সিস্টেম যার মার্কেট শেয়ার ৩৬.১৯%। এই হিসেব চলতি বছরের জুন মাসের (তথ্য সূত্র : gs.statcounter.com)। কিন্তু অ্যান্ড্রয়েড বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম হওয়া সত্ত্বেও এখন তার ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন ওঠার কারণ সম্প্রতি ইউরোপিয়ান কমিশনের একটি রায়। যে রায়ে অ্যান্ড্রয়েড নির্মাতা গুগলকে প্রায় ৫০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। 


24 Jul 2018

জেনে নিন কীভাবে ঠিক করবেন করাপ্ট SD কার্ড

যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁরা প্রায় সবাই তাঁদের ফোনে
Image Credit: Pixabay
একস্ট্রা মেমরি স্পেসের জন্য SD কার্ড ব্যবহার করেন। অ্যাপলের ফোন বা ট্যাবগুলি হল লকড্ ডিভাইস অর্থাৎ সেগুলিতে এক্সটারনাল মেমরি ব্যবহারের কোনও সুযোগ নেই, হয় আপনাকে ফোনের ইন্টারনাল মেমরিতে কিংবা ক্লাউড স্টোরেজে গুরুত্বপূর্ণ ফাইল, ইমেজ ইত্যাদি স্টোর করে রাখতে হবে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা হল সেগুলিতে আপনি SD কার্ডের মাধ্যমে এক্সটারনাল মেমরি স্পেস অ্যাড করতে পারবেন।


কিন্তু SD কার্ড ব্যবহারের ক্ষেত্রে অনেকেই একটা গুরুতর সমস্যায় পড়েন। সেটা হল আগাম কোনও নোটিশ ছাড়াই SD কার্ড করাপ্ট হয়ে যায়, অর্থাৎ কাজ করা বন্ধ করে দেয়। টেকনোবিটসের অনেক পাঠক প্রায়ই আমাকে লেখেন যে, তাঁদের SD কার্ডে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল, কিন্তু কার্ডটি হঠাৎ করাপ্ট হয়ে গিয়েছে, কোনও কাজ করছে না। কার্ডে সেভ করা ফাইলগুলি তাঁরা অ্যাকসেস করতে পারছেন না।

22 Jul 2018

SD কার্ড কেনার আগে এই বিষয়গুলি আপনাকে জানতেই হবে


আমরা অনেকেই SD কার্ড ব্যবহার করি
 কিন্তু তার
Image Credit: Pexels
প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয়গুলি
পুরোপুরি জানি না। কিন্তু SD কার্ড
কেনার আগে সেই বিষয়গুলি জেনে
নেওয়া অত্যন্ত প্রয়োজন। না হলে
পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।


জনপ্রিয় পোস্ট