8 Aug 2020

আপনার শিয়াওমি ফোনে কি মিলবে Android 11 ও MIUI 12 আপডেট ?

Image courtesy: Android central

সেপ্টেম্বরে গুগল রিলিজ করবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 11 । এদিকে শিয়াওমি কোম্পানি তাদের নতুন ইউজার ইন্টারফেস (স্কিন) MIUI 12 লঞ্চ করেছে জুলাই মাসে । Redmi, POCO এবং Mi সিরিজের একাধিক ফোনে পাওয়া যাচ্ছে এই আপডেট । প্রথম দফায় জুলাই মাসে শিয়াওমি তাদের একাধিক মডেলের ফোনে এই আপডেট রিলিজ করেছিল । দ্বিতীয় দফায় শিয়াওমি তাদের আরও কয়েকটি মডেলের জন্য MIUI 12 আপডেট রিলিজ করেছে । 

6 Aug 2020

হোয়াটসঅ্যাপে আর ভুয়ো খবর নয়, এল নতুন ফিচার Search the web

Image courtesy: Pixabay

আমরা সারাদিনে মোবাইল ফোনে যত খবর পড়ি এবং ফরওয়ার্ড করি তারমধ্যে অনেক খবরই ভুয়ো (Fake news) । বছরখানেক আগে হোয়াটসঅ্যাপে দেশজুড়ে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল । তার জেরে ছেলেধরা সন্দেহে অনেক নিরীহ মানুষকে খুন করা হয় । সম্প্রতি করোনা ভাইরাস নিয়েও অনেক ভুয়ো খবর ছড়িয়েছে হোয়াটসঅ্যাপে । তাই ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে হোয়াটস্অ্যাপ নিয়ে এসেছে সার্চ দ্য ওয়েব (Search the web) নামে একটি নতুন ফিচার । 

2 Aug 2020

এভাবে পাঠানো গোপন whatsapp মেসেজ নিজেই ডিলিট হবে

Image courtesy: pgpnotes

হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার লঞ্চ করবে । ফিচারটি হল সেল্ফ ডেস্ট্রাক্টিং মেসেজ (Self destructing message) বা অটো ডিলিশন অফ মেসেজ (Auto deletion of message) । ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে । অর্থাৎ ফিচারটি নিয়ে হোয়াটসঅ্যাপ এখনও পরীক্ষা চালিয়ে যাচ্ছে । ফিচারটি হোয়াটসঅ্যাপের মেইন ভার্সনে কবে আসবে তা এখনও জানা যায়নি । তা ছাড়া অনেক সময় এমনও হয় যে, বিশেষ কোনও ফিচার বিটা ভার্সনে এলেও পরবর্তীতে সেটা আর মেন ভার্সনে রিলিজ করা হয় না। তবে একটি বিশেষ পদ্ধতিতে আপনি কিন্তু সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেল্ফ ডেস্ট্রাক্টিং মেসেজ পাঠাতে পারবেন ।

জনপ্রিয় পোস্ট