30 Jul 2020

PUBG সম্ভবত ব্যান হবে না, কারণটা জেনে নিন

Image courtesy: pubgwallpaper.net
গত একমাসে চিনের একশোটির বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত । প্রথম দফায় ৫৯টি এবং দ্বিতীয় দফায় ৪৭টি । সব মিলিয়ে ২৭৫টি অ্যাপ না কি ভারত সরকারের সন্দেহের তালিকায় রয়েছে, যেগুলি দফায় দফায় নিষিদ্ধ করা হবে । ইতিমধ্যে TikTok, Helo-র মতো একাধিক জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে । অনেকেই আশঙ্কা করছেন, সম্ভবত চিনের PUBG গেমিং অ্যাপটিকেও ভারতে আগামীতে নিষিদ্ধ করা হবে । কিন্তু সেই সম্ভাবনা খুবই কম । 

29 Jul 2020

স্যামসাঙের ৫০০০ টাকার ফোনে এত কিছু !

Image courtesy: Samsung

চিনের মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার । এবার চিনের মোবাইল ফোন বিক্রিও নিষিদ্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে । কিন্তু শিয়াওমি সহ চিনের  বিভিন্ন কোম্পানির ফোনগুলির দাম অনেকটাই কম, কিন্তু স্পেসিফিকেশন পাওয়ারফু ও ফিচারও বেশি । তবে এবার চিনের ফোনকে টেক্কা দিতে স্যামসাঙ ভারতে লঞ্চ করল একাধিক ফিচার বিশিষ্ট ফোন যার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা !


28 Jul 2020

চিনের ৪৭টি ক্লোন অ্যাপ নিষিদ্ধ করল ভারত, সত্যিই কি তাই ?

Image courtesy: Oppo

গত মাসে চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার । তারপর ফের আরও ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে । একাধিক পোর্টাল ও সংবাদপত্রে দেখলাম লেখা হয়েছে, এই ৪৭টি অ্যাপের অধিকাংশ না কি আগের ৫৯টি অ্যাপের ক্লোন অ্যাপ । কিন্তু আদতে এই ৪৭টি অ্যাপের অধিকাংশ আগের ৫৯টি অ্যাপের লাইট ভার্সন । একটি অ্যাপের লাইট ভার্সনকে টেকনিক্যালি তার মেন ভার্সনের ক্লোন বলা যায় না । কারণ ক্লোন অ্যাপ বিষয়টা একেবারেই আলাদা । 

জনপ্রিয় পোস্ট