2 Jul 2019

ব্যক্তিগত ছবি, ডকুমেন্ট লুকিয়ে রাখুন পার্সোনাল ভল্টে

Image Courtesy : Microsoft
প্রায় ১০ বছর আগেও ক্লাউড স্টোরেজ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু এখন কম্পিউটার বা মোবাইল ফোন যারা ব্যবহার করেন, তাদের অনেকেই ক্লাউড স্টোরেজের সঙ্গে পরিচিত। ক্লাউড স্টোরেজের ব্যবহার বাড়তে থাকায় এখন অনেক কোম্পানিই এই ব্যাবসায় নেমেছে। শুধু তাই নয়, ব্যাবসা বাড়াতে অনেক কোম্পানিই তাদের ক্লাউড স্টোরেজে নিয়মিত নতুন নতুন ফিচার অ্যাড করছে।

28 Jun 2019

এবার ফোনের স্ক্রিনের নীচে থাকবে ক্যামেরা

Photo courtesy: Pixabay
বেজেল এবং নচ ডিসপ্লের যুগ সম্ভবত এবার শেষ হতে চলেছে। টেকনোবিটসের ব্লগে এর আগে একাধিকবার স্মার্টফোনের বেজেল এবং নচ নিয়ে আলোচনা করেছিলাম। আমার এই লেখার মধ্যে আগের সেই সমস্ত লেখার লিঙ্কও দিয়েছি। ফোনের বেজেল এবং নচ নিয়ে যাঁদের ধারণা স্পষ্ট নয়, তাঁরা সেই সমস্ত লিঙ্ক ক্লিক করে আমার আগের লেখাগুলি পড়ে নিতে পারবেন। এবার বলি, কেন ফোনের নচ ও বেজেলের যুগ শেষ হতে চলেছে।

26 Jun 2019

ফোন চুরি করে আর লাভ নেই, ধরে ফেলবে CEIR


Photo by Semen Borisov on Unsplash

ভারতে এখন মোবাইল ফোন সংযোগের সংখ্যা কত ? সংখ্যাটি চমকে দেওয়ার মতো । বর্তমানে আমাদের দেশে ১২০ কোটি অ্যাকটিভ সংযোগ রয়েছে । মনে রাখবেন, আমি কিন্তু মোবাইল ফোনের সংখ্যার কথা বলছি না। আমি বলছি সংযোগের কথা। অর্থাৎ বর্তমানে আমাদের দেশে অ্যাকটিভ সিমের সংখ্যা ১২০ কোটি। সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয়, চিনের পরেই। সুতরাং এর থেকে আন্দাজ করতে পারা সম্ভব আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কী হারে বাড়ছে।

5 Apr 2019

অ্যান্ড্রয়েড ফোনে ফায়ারফক্সের নতুন পাসওয়ার্ড ম্যানেজার


Image Credit:  
আপনি যদি নেটিজেন হন, অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার বা স্মার্ট ফোনে নিয়মিত ইন্টারনেট সার্ফ করেন, তবে অবশ্যই আপনার একাধিক অনলাইন অ্যাকাউন্ট রয়েছে। কমপক্ষে দুটো অ্যাকাউন্ট তো অবশ্যই রয়েছে – জিমেল এবং ফেসবুক। ওই দুটো অ্যাকাউন্ট এখন কার্যত আমাদের অনলাইন আইডেন্টিটি। এছাড়া রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। শপিং করতে ভালোবাসেন? তাহলে ফ্লিপকার্ট বা আমাজনে আপনার অ্যাকাউন্ট থাকবেই। অনলাইনে টাকা লেনদেন করেন, গ্যাস, ইলেক্ট্রিসিটির বিল মেটান? তাহলে পেটিএম ও নেটব্যাঙ্কিং অ্যাকাউন্টও নিশ্চয় আপনার রয়েছে।

3 Apr 2019

ভুয়ো খবর যাচাইয়ে হোয়াটসঅ্যাপের টিপলাইন ফিচার


Image credit: Pixabay 

আমাদের দেশে এখন ভুয়ো খবর ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেক নিউজ বা ভুয়ো খবর ছড়ানোর পরিমাণ ক্রমেই বাড়ছে। গত বছর আমাদের দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছেলেধরার ভুয়ো খবর ছড়িয়েছিল। তার জেরে বেশ কিছু নিরপরাধ মানুষকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে হোয়াটসঅ্যাপ কোম্পানির আধিকারিকদের বৈঠক হয়। সেই বৈঠকে হোয়াটসঅ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল তারা ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে একাধিক ব্যবস্থা নেবে। তারপর হোয়াটসঅ্যাপ ভুয়ো খবর বন্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, টিপলাইন (Tipline)। ভারতে তারা এই পরিষেবা গতকাল চালু করেছে। 

1 Apr 2019

গুগলের নতুন অফলাইন গেম 'কিউট ক্লাউড' খেলেছেন ?


Image Credit: Google 

টেকনোবিটসের পাঠকরা জানেন যে, গুগল ক্রোম ব্রাউজারের একটি অফলাইন গেম রয়েছে যার নাম T-Rex game। T-Rex কথাটির পুরোটা হল Tyrannosaurus Rex। গ্রীক ভাষায় Tyranno শব্দের অর্থ হল Tyrant বা অত্যাচারী। Saurus শব্দের অর্থ সরীসৃপ এবং ল্যাটিনে Rex শব্দের অর্থ রাজা। অর্থাৎ পুরো নামটার অর্থ হল ‘অত্যাচারী সরিসৃপদের রাজা’। Tyrannosaurus Rex  অত্যন্ত হিংস্র প্রজাতির ডাইনোসর ছিল, তাই এই নাম। 

30 Mar 2019

জঙ্গিরা ব্যবহার করে এই বিশেষ মোবাইল সিম, কেন জানেন ?

পুলওয়ামা হামলা । Image courtesy: Business Standard

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমদিবসে রক্তাক্ত হয়েছিল কাশ্মীর। সেই রাজ্যের পুলওয়ামা জেলায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছিল ৪০ জনেরও বেশি জওয়ান। জখম হয়েছিল বহু। হামলার ঘটনায় পুলিশ ও  গোয়েন্দা সংস্থাগুলির তদন্ত চলছে। এখনও পর্যন্ত তদন্তে যে তথ্য জানা গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য, হামলার সময় নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য জঙ্গিরা ব্যবহার করেছিল ভার্চুয়াল মোবাইল সিম। 

25 Mar 2019

কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড Q


Image Credit: Google

৭ মে থেকে শুরু হবে গুগল কোম্পানির দুইদিনের বাৎসরিক I/O কনফারেন্স। সেখানে লঞ্চ হবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন অ্যান্ড্রয়েড কিউ (Android Q)। এটি অ্যান্ড্রয়েডের ১০ নম্বর ভার্সন। প্রতিবছরের মতো এবারও অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের নাম কী হতে চলেছে, তা গোপন রেখেছে গুগল। যদিও সেটা অবশ্যই কোনও মিষ্টিজাতীয় খাবারের নাম হবে। কারণ অ্যান্ড্রয়েডের নামকরণের সেটাই রীতি। কিন্তু ‘Q’ দিয়ে কী খাবারের নাম হতে পারে? আমেরিকায় অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটিংয়ের দিকে নজর রেখে গুগল সাধারণত অ্যান্ড্রয়েডের নামকরণ করে। অর্থাৎ যে সমস্ত মিষ্টিজাতীয় খাবারগুলি আমেরিকানদের পরিচিত সেই সমস্ত নাম ব্যবহার করা হয়। তাই অ্যান্ড্রয়েডের ৪ নাম্বার ভার্সনের নাম জালেবি (বা জিলিপি) রাখা হয়নি, জেলিবিন রাখা হয়েছিল। কিন্তু সমস্যা হল ‘Q’ অক্ষর দিয়ে শুরু হয়েছে, এমন মিষ্টিজাতীয় খাবার আমেরিকায় সম্ভবত নেই। এই পরিস্থিতিতে গুগল কী করে সেটাই এখন দেখার।

22 Mar 2019

ফায়ারফক্স সেন্ড – ফাইল শেয়ারিং এখন আরও সহজ


Image Credit: Firefox

ফাইল শেয়ার করার জন্য আমরা সাধারণত যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করি যেমন, গুগল ড্রাইভ, ড্রপবক্স, ওয়ানড্রাইভ বা হোয়াটস্অ্যাপ – সেগুলির প্রত্যেকটির কিছু না কিছু সমস্যা রয়েছে। 

20 Mar 2019

আপনার ফোনের অ্যান্টিভাইরাস অ্যাপটি নকল নয় তো?


Image Credit: Pixabay 
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাপলের iOS অপারেটিং সিস্টেমের অন্যতম পার্থক্য হল সিকিউরিটি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সিকিউরিটি iOS – এর থেকে অনেকটাই দুর্বল। তাই অ্যাপলের আইফোন বা আইপ্যাডে অ্যান্টিভাইরাস অ্যাপের সেভাবে প্রয়োজন না হলেও (আমি আমার অ্যাপলের ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করি না এবং এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি), অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবে কিন্তু অ্যান্টিভাইরাস অবশ্যই প্রয়োজন। বিষয়টি অনেকেই জানেন, তবু টেকনোবিটসের পাঠকদের মধ্যে যাঁরা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন, তাঁদের আরও একবার বলছি, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করে সেটি ব্যবহার করুন। কিন্তু সমস্যা হল গুগলের প্লে স্টোরে যে সমস্ত অ্যান্টিভাইরাস অ্যাপ রয়েছে সেগুলির অধিকাংশই ভুয়ো!

15 Mar 2019

ব্যবহার করুন cVIGIL অ্য়াপ, নির্বাচন কমিশনের হয়ে নজরদারি চালান

Image Credit: Election Commission of Indai

ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব কোনটি? না, দোল, ইদ, দূর্গাপুজো এসব নয়। উত্তর - লোকসভা ভোট। কারণ একমাত্র এই ‘উৎসব’-এ এদেশের ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম নির্বিশেষে অংশ নেয়। ১৩০ কোটি জনসংখ্যার ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বিশ্বের এই বৃহত্তম গণতন্ত্রে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভবত বিশ্বের অন্যতম কঠিন কাজ। তাই এবার সেই কাজ সুষ্ঠুভাবে করার জন্য দেশের নির্বাচন কমিশন বিশেষ একটি মোবাইল অ্যাপের সাহায্য নিচ্ছে। অ্যাপটির নাম cVIGIL। 

14 Mar 2019

এবার ইউটিউবও দিচ্ছে অনলাইনে গান শোনার সুযোগ

Image Credit: Pixabay
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মিউজিক অ্যাপ স্পুটিফাই ভারতে লঞ্চ করার দুই সপ্তাহের মাথায় গুগল ভারতে লঞ্চ করলে তাদের অনলাইন মিউজিক অ্যাপ। গুগলের অনলাইন মিউজিক অ্যাপটির নাম ইউটিউব মিউজিক (YouTube Music)

8 Mar 2019

শিয়াওমির ফোন আর সস্তা নয়


Image Credit: Xiaomi 

চিনের শিয়াওমি ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দাম। তারা বাজারের অন্য কোম্পানিগুলির তুলনায় অনেক সস্তায় লেটেস্ট স্পেসিফিকেশনের ফোন বিক্রি করে। তাই ২০১১ সালে স্মার্ট ফোন বিক্রি শুরুর পর মাত্র ৮ বছরে চিন ও ভারতে এই কোম্পানি এখন এক নম্বরে। অর্থাৎ এই দুই দেশে শিয়াওমির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়। এছাড়া এশিয়ার আরও অনেক দেশে শিয়াওমি ফোনের বিক্রি যথেষ্ট বেশি। কিন্তু গতকাল কোম্পানির সিইও লেই জান জানিয়েছেন, শিয়াওমি চলতি বছর থেকেই তাদের ফোনের দাম কিছুটা বাড়াবে। ফলে শিয়াওমির ফোন এখন যতটা সস্তায় পাওয়া যায়, আগামীতে ততটা সস্তা আর থাকছে না।

2 Mar 2019

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক অ্যাপ স্পুটিফাই এবার ভারতে

Image Credit: Spotify
অনলাইনে গান শোনার জন্য যে সমস্ত অ্যাপ (মিউজিক স্ট্রিমিং অ্যাপ) রয়েছে, সেগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হল স্পুটিফাই (Spotify)। বিশ্বে এই অ্যাপের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ২১ কোটি! এবার ভারতেও পাওয়া যাচ্ছে অ্যাপটি।

24 Feb 2019

শুরু হল ফোল্ডেবল স্মার্ট ফোনের যুগ

Image Credit: Samsung
২০ ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রানসিসকোয় স্যামসাঙ কোম্পানি ‘Unpacked 2019’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। চলতি বছরে স্যামসাঙ তাদের গ্যালাক্সি সিরিজের নতুন কী কী ফোন আনতে চলেছে, সেগুলির দাম কত পড়বে, কবে ফোনগুলি বাজারে পাওয়া যাবে সেই সমস্ত তথ্য জানানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে গ্যালাক্সি সিরিজের চারটি  ফোন দর্শকদের সামনে আনা হয়। সেগুলি হল S10e, S10, S10+ এবং গ্যালাক্সি ফোল্ড। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল স্যামসাঙের গ্যালাক্সি ফোল্ড ফোনটি।

23 Feb 2019

বিশ্বের প্রথম মোবাইল ভাইরাস কিন্তু আমাদের উপকার করেছিল!

২৩ ফেব্রুয়ারি। আজকের দিনটা মোবাইল ফোনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজ থেকে ১৩ বছর আগে ২০০৫ সালের এই দিনে প্রথম মোবাইল ফোন ভাইরাসের খোঁজ মিলেছিল। ভাইরাসটির নাম ছিল ক্যাবির (Cabir)। ২০০৫ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা শুধুমাত্র কম্পিউটার ভাইরাসের কথাই জানতাম। বিভিন্ন কোম্পানি তাই শুধু কম্পিউটারে ভাইরাসের হামলা ঠেকানোর জন্য তখন অ্যান্টিভাইরাস তৈরি করত। ফলে ক্যাবির-এর হামলা ঠেকানোর জন্য তখন কোনও অ্যান্টিভাইরাস ছিল না। 

15 Feb 2019

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি ফিচার

Image Credit: Pixabay
হোয়াটসঅ্যাপের গ্রুপগুলি নিয়ে অনেকেরই একটা অভিযোগ রয়েছে। সেটা হল, গ্রুপগুলি তাদের মেম্বার বাড়ানোর জন্য অনুমতি না নিয়েই অনেককে অ্যাড করে। অনেকক্ষেত্রে এমনটা দেখা যায় যে, আপনি হয়তো কোনও গ্রুপের মেম্বার হতে চান না, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা কেউ আপনাকে সেই গ্রুপে অ্যাড করেছে।

13 Feb 2019

ফোন থেকে গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়েছে? নো প্রবলেম

স্মার্ট ফোনে একটা সমস্যা হল এতে কম্পিউটারের 
Image Credit: Restore Image
মতো রিসাইক্লিং বিন থাকে না। তাই অসাবধানে যদি ফোন থেকে ফটো বা ফাইল ডিলিট হয়ে যায়, তাহলে রিকভার করা যায় না। কম্পিউটারের ইন্টারনাল স্টোরেজ বেশি থাকায় সেখানে স্টোরেজের একটা অংশ রিসাইক্লিং বিনের জন্য নির্দিষ্ট করা থাকে। কিন্তু ফোনের ইন্টারনাল স্টোরেজ কম্পিউটারের তুলনায় অনেকটাই কম। তাই সেখানে রিসাইক্লিং বিনের ব্যবস্থা নেই। তবে কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলির সাহায্যে ফোন থেকে ডিলিট ফাইল রিকভার করতে পারবেন।



12 Feb 2019

অলিম্পিকের পদক তৈরিতে কাজে লাগছে পুরানো ফোন


Image Credit : Pixabay

দামি ধাতুর মধ্যে সোনা ও রুপো অন্যতম। তার কারণ এই ধাতুগুলির একাধিক গুণ (অর্থাৎ অলঙ্কার তৈরি করা ছাড়াও সেগুলি বিভিন্ন কাজে লাগে) রয়েছে এবং ধাতুগুলির পরিমাণ প্রকৃতিতে খুবই কম। তাই সোনা ও রুপোর দাম দিন দিন বাড়ছে। কিন্তু সেই দিন হয়তো খুব দূরে নয়, যখন কোটি কোটি টাকা দাম দিলেও সোনা, রুপো আর পাওয়া যাবে না। কারণ প্রকৃতিতে সোনা, রুপোর পরিমাণ অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। এই কমার কারণ প্রতিবছর আমরা প্রচুর পরিমাণ সোনা ও রুপো নষ্ট করছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সোনা ও রুপো এত দামি ধাতু হওয়া সত্ত্বেও আমি, আপনি সেগুলি নষ্ট করছি। আর তার কারণ হল আপনার, আমার মোবাইল ফোন। 

11 Feb 2019

কোন কোম্পানির ফোন থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা কতটা জেনে নিন

Image Credit: Pixabay

মোবাইল ফোন কেনার সময় আমরা সাধারণত এর প্রসেসর, ব়্যাম, ইন্টারনাল মেমরির সাইজ ইত্যাদি বিষয়ে নজর দেই। কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা অনেকেই উপেক্ষা করি সেটা হল ফোনটির SAR (Specific Absorption Rate) ভ্যালু। ফোনটি থেকে কী পরিমাণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (ইলেক্ট্রোম্য়াগনেটিক ওয়েভ) আমাদের শরীরে প্রবেশ করে তার পরিমাণ হল SAR ভ্যালু। আমাদের শরীরের উপর মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলি নিয়ে যখন আলোচনা হয়, তখন যে দুটি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয় তা হল ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল রশ্মি বা ব্লু রে এবং SAR ভ্যালু। 

8 Feb 2019

ছবিতে ক্লিক করলেই হ্যাক হতে পারে অ্যান্ড্রয়েড ফোন

Image Credit: Pixabay
ছবি থেকে হ্যাকিং। শুনতে অদ্ভুত লাগলেও কথাটা সত্যি। যে কেউ আপনার অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ কোনও ছবি পাঠিয়ে সহজেই আপনার ফোনটিকে হ্যাক করতে পারবে। কয়েক দিন আগেই বিষয়টি গুগলের তরফে স্বীকার করা হয়েছে। 

অ্যাকাউন্ট কেউ হ্যাক করেনি তো? বলে দেবে গুগলের পাসওয়ার্ড চেকআপ

Image Credit: Google
কিছুদিন আগে টেকনোবিটসে ব্লগে পাঠকদের জানিয়েছিলাম যে, গত কয়েক বছর ধরে হ্যাকারদের একটি গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের ইমেল আইডি ও পাসওয়ার্ড চুরি করেছে। সেই চুরি করা আইডি ও পাসওয়ার্ড সম্প্রতি তারা ইন্টারনেটে পাবলিশ করেছে। মেগা লিমিটেড কোম্পানির ক্লাউড স্টোরেজে সেই সমস্ত চুরি করা পাসওয়ার্ড ও আইডি-র লিস্ট রয়েছে, যা যে কেউ সেখানে গিয়ে দেখে নিতে পারবে। মেগা ক্লাউড স্টোরেজে এখনও পর্যন্ত এমন পাঁচটি লিস্ট আপলোড করেছে হ্যাকাররা। সেগুলির নাম Collection #1, Collection #2…। শুধুমাত্র Collection #1 লিস্টেই রয়েছে ২৬৯ কোটিরও বেশি পাসওয়ার্ড। 

7 Feb 2019

ফেসবুকে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন


Image Credit: Pixabay

ফেসবুক অবশেষে তাদের মেসেঞ্জার অ্যাপে ‘আনসেন্ড’ ফিচার লঞ্চ করল। ফিচারটি অবশ্য গতবছর ফেসবুক পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে সেটি বিশ্বের সব দেশের ফেসবুক গ্রাহকরা ব্যবহার করতে পারতেন না। বিশেষ কয়েকটি দেশের ফেসবুক গ্রাহকদের জন্যই গতবছর ফেসবুক ‘আনসেন্ড’ ফিচারটি পরীক্ষামূলক ভাবে লঞ্চ করেছিল। তবে গতকাল থেকে তারা ফিচারটি অফিশিয়ালি বিশ্বের সবদেশের ফেসবুক গ্রাহকদের জন্য লঞ্চ করেছে।


2 Feb 2019

টাকার লোভ দেখিয়ে তথ্য হাতানোর নতুন ছক ফেসবুকের

Image Credit: Facebook

বর্তমান বিশ্বে সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ কী? না, পেট্রল, সোনাদানা ওসব কিছু নয়। উত্তরটা হল ডেটা অর্থাৎ তথ্য। যে তথ্য প্রতিমুহূর্তে আমি, আপনি উৎপাদন (জেনারেট) করছি আমাদের সারাদিনের বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে। আমার, আপনার জেনারেট করা সেই ডেটা নিয়ে ব্যাবসা করেই গুগল, ফেসবুক বা তাদের মতো অন্যান্য কোম্পানি প্রতিবছর হাজার হাজার কোটি ডলার মুনাফা করছে। তাই এই ডেটা এতটাই দামি যে, তা পাওয়ার জন্য টেক কোম্পানিগুলি আইন না মেনে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারে। আর সাম্প্রতিক কালে তার সবচেয়ে বড় উদাহরণ হল ফেসবুক।


30 Jan 2019

নিজেদের মধ্যে যোগাযোগে জঙ্গিরা এই অ্যাপটি ব্যবহার করে

২০১৬ সালে আইসিস প্রভাবিত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী
Image credit: Threema
জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ) ঢাকার হোলি আর্টিজান কাফেতে হামলা চালায়। হামলার অন্যতম দুই চক্রান্তকারী ছিল মামুনুর রশিদ (রিপন) এবং শরিফুল ইসলাম (খালিদ)। রশিদ ও খালিদ কলকাতার হোটেলে বসে বাংলাদেশে জেএমবি জঙ্গিদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে হামলাটি চালিয়েছিল। রশিদ ও খালিদ কলকাতায় বসে ভয়েস কল ও মেসেজের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত। কিন্তু ভারত বা বাংলাদেশের পুলিশ কিংবা দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলি তাদের ভয়েস কল ও মেসেজ ট্র্যাক করতে বা হ্যাক করে আগে থেকে ওই হামলার পরিকল্পনা জানতে পারেনি। কারণ জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করত একটি বিশেষ মোবাইল অ্যাপ যার নাম থ্রিমা (Threema)। সম্প্রতি রশিদ ও খালেদ গ্রেপ্তার হওয়ার পর থ্রিমা অ্যাপের বিষয়টি জানতে পেরেছে পুলিশ।

28 Jan 2019

এবার ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতে পারবেন

Image credit: Facebook
ফেসবুক কোম্পানির অধীনে এখন ফেসবুক ছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। গত কয়েক বছরে মার্ক জুকারবার্গের ফেসবুকের বিরুদ্ধে গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ যতই উঠুক না কেন, এটা ঘটনা যে, এখনও পর্যন্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের জনপ্রিয়তা কমার কোনও লক্ষণ নেই। বরং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এবার ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে এই তিনটি অ্যাপকেই পরস্পরের সঙ্গে কানেক্ট করা হবে। 

26 Jan 2019

মোবাইল ফোনে আর স্পিকার থাকবে না, শুরুটা করল ভিভো

Image Credit: Vivo
ফোনটির সামনের পুরো অংশটা জুড়েই স্ক্রিন এবং পেছনের মেটাল কেসের পুরোটাই ঢাকা অর্থাৎ কোনও ওপেনিং বা ছিদ্র নেই – মানে কোনও পোর্ট বা হেডফোন জ্যাক নেই। তাহলে হেডফোনের পিন কোথায় কানেক্ট করবেন? চার্জিং কেবল ও ডেটা কেবলের পোর্ট অর্থাৎ ইউএসবি পোর্ট না থাকায় ফোনটি কীভাবে চার্জ করবেন বা ডেটা কেবল কীভাবে ফোনের সঙ্গে কানেক্ট করবেন? মেটাল কেসে কোনও স্পিকার গ্রিল, ইয়ারপিস ও মাইক নেই। তাহলে ফোনে ভয়েস কল কীভাবে করবেন? গান শুনবেন বা মুভি দেখবেন কীভাবে? যে ফোনটির কথা বলছি সেটা হল ভিভো কোম্পানির নতুন 5G ফোন Apex 2019। নিঃসন্দেহে Apex 2019 মোবাইল ফোনের প্রযুক্তিতে এক নতুন মাইল স্টোন। আগামী বছরগুলিতে মোবাইল ফোনের প্রযুক্তিতে কী কী পরিবর্তন আসতে চলেছে, তার উদাহরণ ভিভো কোম্পানির এই নতুন ফোন। 

18 Jan 2019

২৬৯ কোটি আইডি, পাসওয়ার্ড হ্যাকড্, আপনি সুরক্ষিত?

Image Credit: Pixabay
গত সপ্তাহে টেকনোবিটসের পাঠকদের জানিয়েছিলাম কীভাবে জনপ্রিয় অ্যাপ ES File Explorer-এ লুকানো সার্ভারের সাহায্যে আমার-আপনার মোবাইল ফোন থেকে সমস্ত ফাইল চুরি করা সম্ভব। এবারের ব্লগে পাঠকদের জানাব আরও একটি ভয়ংকর তথ্য। সেটা হল, বিশ্বে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাপের ইমেল আইডি ও পাসওয়ার্ড চুরির ঘটনা সামনে এসেছে কয়েক দিন আগে। 

17 Jan 2019

অ্যাপের মধ্যে গোপন সার্ভার, হ্যাক হতে পারে ফোন !

Image Credit: Pixabay
যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁদের আমি পরামর্শ দেই যে, থার্ড পার্টি অ্যাপস্টোর থেকে অ্যাপ ডাউনলোড না করে সর্বদা অফিশিয়াল অ্যাপ স্টোর অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে। যদিও এটা ঘটনা যে, প্লে স্টোরের সিকিউরিটি কখনোই অ্যাপলের অ্যাপস্টোরের মত মজবুত নয়। এর আগে একাধিকবার প্লে স্টোরের বিভিন্ন অ্যাপের মধ্যে ম্যালওয়্যার, স্পাইওয়্যার ইত্যাদি পাওয়া গেছে। কিন্তু এবার যেটা ঘটেছে সেটা নজিরবিহীন ও ভয়ংকর! অ্যান্ড্রয়েড অ্যাপের ইতিহাসে তেমনটা আগে ঘটেনি।


16 Jan 2019

ফোনে নচ ডিসপ্লের বিকল্প এবার স্লাইডিং ক্যামেরা

Image Credit: Vivo
এর আগেই টেকনোবিটসের পোস্টে লিখেছিলাম যে, স্মার্ট ফোনের ডিসপ্লেতে নচ রাখা উচিত, নাকি উচিত নয় – তা নিয়ে এখন মোবাইল ফোন কোম্পানিগুলির পাশাপাশি স্মার্ট ফোন ব্যবহারকারীরাও দুই দলে ভাগ হয়েছে। একদল বলছে নচ রাখা উচিত, অন্য দল বলছে, না, উচিত নয়। যে কোম্পানিগুলি মনে করছে স্মার্ট ফোনের ডিসপ্লেতে নচ রাখা উচিত নয়, তারা নানা ভাবে চেষ্টা করছে যাতে ফোনে নচ না রেখেও ইনফিনিটি স্ক্রিন রাখা যায়। সেই চেষ্টার সাম্প্রতিক নমুনা দেখা গেল ওয়ানপ্লাস কোম্পানির নতুন ফোনে।

14 Jan 2019

এবছর যে ফোনগুলিতে অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড মিলবে

Image Credit: Pixabay
অ্যান্ড্রয়েড ফোনগুলির অন্যতম সমস্যা হল অপারেটিং সিস্টেমের আপগ্রেডেশন (আপডেট নয়)। ধরা যাক, আপনি ২০১৬ সালে অনেকটা দাম দিয়ে ফোন কিনলেন যেটাতে ছিল সেই সময়ের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন নূগা (কেউ কেউ বলে নোগাট)। কিন্তু ২০১৭ ও ২০১৮ সালে অ্যান্ড্রয়েড আরও কিছু আকর্ষণীয় ফিচার যোগ করে নতুন দুটি ভার্সন রিলিজ করল – ওরিঅ এবং পাই। কিন্তু অনেকটা দাম দিয়ে ফোন কেনা সত্ত্বেও দেখলেন যে, আপনার ফোনের ওএস সেই নতুন ভার্সনে আপগ্রেড হল না। অথচ আপনি লক্ষ্য করলেন যে, ২০১৭ বা ২০১৮ সালে আপনার ফোনের প্রায় সমান দাম (কিংবা কম দাম) দিয়ে যারা ফোন কিনেছেন, তাঁদের অনেকের ফোনেই অ্যান্ড্রয়েড ওরিঅ বা পাই রয়েছে। অর্থাৎ বেশি দাম দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনলেই যে অপারেটিং সিস্টেম আপনি আপগ্রেড করতে পারবেন (আইফোনের ক্ষেত্রে কিন্তু এটা হয় না), তেমনটা নয়। তাই অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় আগে দেখে নিন যে কোম্পানির ফোন কিনছেন তাদের সেই মডেলটিতে পরবর্তীতে ওএস আপগ্রেডেশনের (আবার বলছি আপডেট নয়। অনেকেই ওএস আপডেট আর আপগ্রেডের পার্থক্য গুলিয়ে ফেলেন) সুবিধা মিলবে কি না। 


11 Jan 2019

ভিপিএন ও প্রক্সি সাইট ব্লক করল জিও

Image Credit: Pixabay
কিছুদিন আগে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে ৮২৭ টি পর্ন সাইট ব্লক করেছে ভারত সরকার। আর তারপরেই আমাদের দেশে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) অ্যাপ ও প্রক্সি ওয়েবসাইটের ব্যবহার অনেকটা বেড়েছে। কারণ আপনার আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি — যাদের নেটওয়ার্ক ব্যবহার করে আপনি ইন্টারনেট সার্ফ করেন, যেমন এয়ারটেল, ভোডাফোন, জিও ইত্যাদি) যদি কোনও ওয়েবসাইট ব্লক করে, তবে ভিপিএন বা প্রক্সি সাইটের সাহায্যে আপনি সেই ব্লকড সাইটটি অ্যাকসেস করতে পারবেন। কিন্তু এবার ভারতে ভিপিএন ও প্রক্সি সাইটের ব্যবহার বন্ধ করার উদ্যোগও শুরু হয়েছে। 


9 Jan 2019

হোয়াটস্অ্যাপ গোল্ড ফেক মেসেজ থেকে সাবধান !

Image Credit: Pixabay
প্রায় দুই বছর পর ফের হোয়াটসঅ্যাপ গোল্ড ভার্সন সংক্রান্ত মেসেজ নিয়ে সরগরম ইন্টারনেট। এর আগে ২০১৬ সালে প্রথম হোয়াটসঅ্যাপের গ্রাহকরা গোল্ড ভার্সন সংক্রান্ত মেসেজটি পেয়েছিলেন। মেসেজের লিঙ্কে ক্লিক করার পর তাদের ফোনে ম্যালওয়্যার হামলা হয়েছিল। অনেকের ফোন হ্যাকড্ হয়েছিল। দুই বছর পর ফের হোয়াটসঅ্যাপের অনেক গ্রাহক গোল্ড ভার্সন সংক্রান্ত নতুন একটি মেসেজ আবার পেয়েছেন। তবে দুই বছর আগের মেসেজ আর এবারের মেসেজের মধ্যে পার্থক্য রয়েছে।

7 Jan 2019

নতুন ব্রাউজার লঞ্চ করল জিও

Image Credit: Reliance Jio Infocom
কিছুদিন আগে টেকনোবিটসের ব্লগে লিখেছিলাম, চিনের কোম্পানি শিয়াওমি তাদের নতুন ব্রাউজার লঞ্চ করেছে। মূলত অ্যান্ড্রয়েড ফোনের জন্য (শিয়াওমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে) শিয়াওমি তাদের নতুন ব্রাউজার মিন্ট লঞ্চ করেছে। এবার সেই তালিকায় ভারতের রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের নামও যোগ হল। সম্প্রতি জিও লঞ্চ করেছে তাদের নতুন ব্রাউজার। ব্রাউজারটির নাম জিওব্রাউজার (JioBrowser)। এই ব্রাউজারটি শিয়াওমির মিন্ট ব্রাউজারের মতো মূলত অ্যান্ড্রয়েড ফোনের জন্যই তৈরি করা হয়েছে। তবে ভবিষ্যতে অ্যাপলের আইফোনের জন্যও ব্রাউজারটির iOS ভার্সন লঞ্চ করা হতে পারে।

5 Jan 2019

ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মোডে কী সুবিধা মিলবে?


Image Credit: Pixabay
ফেসবুক মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড ফিচার লঞ্চ হবে কিছুদিনের মধ্যেই। লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও ফেসবুক জানায়নি। ফেসবুক কোম্পানি এখন তাদের মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড ফিচারটি টেস্ট করছে। ফিচারটি একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার অ্যাপের অ্যান্ড্রয়েড, iOS এবং ওয়েব ভার্সনে লঞ্চ করা হবে। অর্থাৎ ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোনে যেমন ব্যবহার করা যাবে, তেমনি কম্পিউটারেও মেসেজিং অ্যাপটির এই নতুন ফিচারটি ব্যবহার করা সম্ভব হবে। 

2 Jan 2019

নতুন বছরে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার

Image Credit: Pixabay
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন বছরে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি বিশেষ ফিচার অ্যাড করেছে। এই ফিচারটি হল স্প্যাম প্রোটেকশন ফিচার। ইতিমধ্যে অনেকেই তাদের ফোনে এই নতুন ফিচারটির নোটিফিকেশন পেতে শুরু করেছেন। যাঁরা এখনও পাননি, তাঁরাও অল্প কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন।

জনপ্রিয় পোস্ট