28 Oct 2017

সেল্ফ ডিলিটেড ফাইল

অফিসিয়াল কাজকর্ম, ব্যবসা বা ব্যক্তিগত কাজে আমরা বিভিন্ন সময় ইমেলে নানা গুরুত্বপূর্ণ ফাইল পাঠাই। ইয়াহু, আউটলুক বা জিমেলে এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম রয়েছে।

অর্থাৎ আমরা যখন কাউকে ইমেল পাঠাচ্ছি, তখন হ্যাকার নেটওয়ার্ক হ্যাক করেও মেলটি পড়তে পারবে না, কারণ মেলটি এনক্রিপ্ট করা থাকবে। একমাত্র যার ঠিকানায় পাঠাচ্ছি শুধু তিনি
Photo Credit : Pixabay
মেলটি পড়তে পারবেন। কারণ তিনি যখন তাঁর ইনবক্সে গিয়ে মেলটি ক্লিক করবেন, তখন একটি ‘কী’ (বিশেষ সফট্ওয়্যার) মেলটিকে ডিক্রিপ্ট করে দেবে। নেটওয়ার্ক হ্যাক করে অন্যের ইমেল অ্যাকসেস বন্ধ করতে এই এনক্রিপশন সিস্টেম যথেষ্ট কার্যকরী সন্দেহ নেই। কিন্তু তাতেও ইমেল হ্যাকিং পুরোপুরি বন্ধ হয়নি। কারণ অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড হ্যাক করে হ্যাকাররা অন্যের ইনবক্সে ঢুকে মেল অ্যাকসেস করে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ ফাইল ইমেল করে কাউকে পাঠিয়েছেন।

27 Oct 2017

হোয়াটস্অ্যাপ Blue




হোয়াটস্অ্যাপের সেই ডার্ক গ্রীন আইকনটি আর দেখতে ভালো লাগছে না ? কোনো সমস্যা নেই। এখন আপনি সহজেই আপনার ফোনে হোয়াটস্অ্যাপের আইকনটির রং সবুজ থেকে নীল করতে
Photo Credit : Pixabay
পারবেন। তবে হ্যাঁ, এই সুবিধা আপাতত পাওয়া যাচ্ছে শিয়াওমির ফোনেই। 
তবে হোয়াটস্অ্যাপ আইকনের রং কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই আপনারা চেঞ্জ করতে পারবেন। বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলির সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটস্অ্যাপের আইকনের রং চেঞ্জ করা সম্ভব, সেগুলির মধ্যে অন্যতম হল Substratum themesগুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাওয়া যায়।

26 Oct 2017

ডাবল এজেন্ট অ্যাটাক

সম্প্রতি ইজরায়েলের সাইবার সিকিউরিটি ফার্ম সাইবেলাম-এর কম্পিউটার বিশেষজ্ঞরা উইনডোজ কম্পিউটারের অপারেটিং
Photo Credit : Pixabay
সিস্টেমে এমন একটি ত্রুটি খুঁজে পেয়েছেন, যার সাহায্যে হ্যাকাররা কম্পিউটারে ইনস্টলড্ অ্যান্টিভাইরাসটিকেই ভাইরাস বা ম্যালওয়্যারে কনভার্ট করতে পারবে এবং কম্পিউটার থেকে ফাইল ও পাসওয়ার্ড চুরি সহ 
নানা অপরাধমূলক কাজ করতে পারবে। ব্যাপারটা কতটা ভয়ংকর ভেবে দেখুন। 

22 Oct 2017

কম্পিউটারে ব্যবহার করুন অ্যান্ড্রয়েড ফোন


  আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে, তবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে অনায়াসেই  কম্পিউটারের সাহায্যে ব্যবহার করতে পারবেন।

Photo Credit : Pexels
অর্থাৎ ফোনটিকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে ফোনের স্ক্রিনটিকে আপনি কম্পিউটারে দেখতে পাবেন, কম্পিউটারের কীবোর্ড ও মাউজের সাহায্যে ফোনে কারও সঙ্গে চ্যাট করা, ফেসবুক বা হোয়াটস্অ্যাপ করা, গেম খেলা, মেল পাঠানো ইত্যাদি সব কাজই করতে পারবেন। তবে এজন্য আপনাকে কম্পিউটারে ব্যবহার করতে হবে ক্রোম ব্রাউজার এবং ইনস্টল করতে হবে একটি বিশেষ ক্রোম ব্রাউজার এক্সটেনশন এছাড়া অ্যান্ড্রয়েড ফোনটিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে একটি বিশেষ অ্যাপ।

ই-সিম



Photo Credit : Pixabay

আমার পাশের ফ্ল্যাটের সৌগত কম্পিউটার সায়েন্স নিয়ে কলকাতার একটি নামী কলেজে পড়ছে সম্প্রতি পুজোর ছুটিতে সে বাড়ি এসেছিল আমার সঙ্গে দেখা হতেই হেসে বলল, ‘দাদা, এবার পুজোয় জামাকাপড় কিছু কিনিনি অনলাইনে পুজো স্পেশাল অফারে এই ফোনটি কিনেছি,’ — সৌগত পকেট থেকে একটি দামি স্মার্ট ফোন বের করে দেখাল আমি দেখে বললাম, ‘বাহ্, বেশ ভালো হয়েছে! কিন্তু তুমি স্যাটিসফায়েড তো?’ সৌগত একটু বেজার মুখ করে বলল, ‘পুরোপুরি নই

জনপ্রিয় পোস্ট