30 Mar 2019

জঙ্গিরা ব্যবহার করে এই বিশেষ মোবাইল সিম, কেন জানেন ?

পুলওয়ামা হামলা । Image courtesy: Business Standard

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমদিবসে রক্তাক্ত হয়েছিল কাশ্মীর। সেই রাজ্যের পুলওয়ামা জেলায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছিল ৪০ জনেরও বেশি জওয়ান। জখম হয়েছিল বহু। হামলার ঘটনায় পুলিশ ও  গোয়েন্দা সংস্থাগুলির তদন্ত চলছে। এখনও পর্যন্ত তদন্তে যে তথ্য জানা গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য, হামলার সময় নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য জঙ্গিরা ব্যবহার করেছিল ভার্চুয়াল মোবাইল সিম। 

25 Mar 2019

কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড Q


Image Credit: Google

৭ মে থেকে শুরু হবে গুগল কোম্পানির দুইদিনের বাৎসরিক I/O কনফারেন্স। সেখানে লঞ্চ হবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন অ্যান্ড্রয়েড কিউ (Android Q)। এটি অ্যান্ড্রয়েডের ১০ নম্বর ভার্সন। প্রতিবছরের মতো এবারও অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের নাম কী হতে চলেছে, তা গোপন রেখেছে গুগল। যদিও সেটা অবশ্যই কোনও মিষ্টিজাতীয় খাবারের নাম হবে। কারণ অ্যান্ড্রয়েডের নামকরণের সেটাই রীতি। কিন্তু ‘Q’ দিয়ে কী খাবারের নাম হতে পারে? আমেরিকায় অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটিংয়ের দিকে নজর রেখে গুগল সাধারণত অ্যান্ড্রয়েডের নামকরণ করে। অর্থাৎ যে সমস্ত মিষ্টিজাতীয় খাবারগুলি আমেরিকানদের পরিচিত সেই সমস্ত নাম ব্যবহার করা হয়। তাই অ্যান্ড্রয়েডের ৪ নাম্বার ভার্সনের নাম জালেবি (বা জিলিপি) রাখা হয়নি, জেলিবিন রাখা হয়েছিল। কিন্তু সমস্যা হল ‘Q’ অক্ষর দিয়ে শুরু হয়েছে, এমন মিষ্টিজাতীয় খাবার আমেরিকায় সম্ভবত নেই। এই পরিস্থিতিতে গুগল কী করে সেটাই এখন দেখার।

জনপ্রিয় পোস্ট