12 Jun 2020

কম্পিউটার ও স্মার্ট ফোনে কীভাবে সহজেই দেখবেন 3D মুভি

Image courtesy : Pixabay

এখন হলিউডের অধিকাংশ অ্যাকশন মুভির থ্রিডি ভার্সন রিলিজ হয় । তবে থ্রিডি প্রযুক্তি মোটেও নতুন নয় ।  চল্লিশ বছর আগে এদেশে প্রথম থ্রিডি হিন্দি ছবি তৈরি হয়েছিল । কিন্তু সেভাবে জনপ্রিয় হয়নি । তাই পরবর্তী কয়েক দশকে বিষয়টি নিয়ে আর সেভাবে কাজ হয়নি । তবে বছর দশেক আগে অবতার ছবির হাত ধরে হলিউডে ও বাকি বিশ্বে ফের থ্রিডি মুভি জনপ্রিয়তা লাভ করে ।

9 Jun 2020

ফেসবুকে একাধিক নতুন ফিচার, থাকছে করোনা স্ট্যাটাস, ডার্ক মোড

Image courtesy : Pixabay

কিছুদিনের মধ্যেই ফেসবুকের মেইন অ্যাপে ডার্ক মোড, কোভিড-১৯ স্ট্যাটাস, নতুন ইন্টারফেস সহ একাধিক নতুন ফিচার আসছে । প্রথমে অ্যান্ড্রয়েডের জন্য ফেসবুক মেইন অ্যাপে ডার্ক মোড চালু হবে । পরবর্তীতে ফেসবুকের iOS অ্যাপেও (অর্থাৎ আইফোনেও) ডার্ক মোড পাওয়া যাবে । 

7 Jun 2020

আপনার ফোনে কি অ্যান্ড্রয়েড-১১ ইনস্টল করার সুবিধা মিলবে?

courtesy : android police

অ্যান্ড্রয়েড-১১ গত ৩ জুন রিলিজ করার কথা ছিল । কিন্তু সম্প্রতি আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ, দাঙ্গা ইত্যাদির জেরে গুগল অ্যান্ড্রয়েড-১১ - র রিলিজ পিছিয়ে দিয়েছে । আমেরিকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গুগল নতুন করে তারিখ ঘোষণা করবে ।

জনপ্রিয় পোস্ট