30 Jun 2018

১২ কোটি ফেসবুক গ্রাহকের তথ্য চুরি

ব্রিটেনের কোম্পানি কেমব্রিজ অ্যানালিটিকা কীভাবে একটি বিশেষ অ্যাপের
Image Credit : Pixabay
সাহায্যে ফেসবুক থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করত, সেই বিষয়টি কয়েক মাসে আগে প্রকাশ্যে এসেছিল। ফের একটি ফেসবুক অ্যাপের বিরুদ্ধে একই অভিযোগ উঠল। এই অ্যাপটির নাম নেমটেস্টস (NameTests)। অভিযোগ উঠেছে যে, ইতিমধ্যে এই অ্যাপটি প্রায় ১২ কোটি ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে এবং সেগুলি বিভিন্ন কোম্পানিকে বিক্রি করেছে। 


কীভাবে কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করত এবং সেই তথ্য তারা কীভাবে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে (যে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন) ভোটের ফল প্রভাবিত করতে কাজে লাগিয়েছিল, সেই বিষয়টি বিস্তারিত ভাবে টেকনোবিটসের ব্লগে এর আগে আলোচনা করেছি। সেই ব্লগটির লিঙ্ক এই ব্লগের নিচে রয়েছে। উৎসাহী পাঠকদের অনুরোধ করব সেটি পড়তে, তাহলে তাঁরা সাইকোগ্রাফিক টেকনিক সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।

28 Jun 2018

হ্যাঁ, ব্যাটারির সাহায্যেও ফোন হ্যাকিং সম্ভব!!


টেকনোবিটসের ব্লগে এর আগে ফোন হ্যাকিংয়ের বিষয়ে একাধিক পোস্ট করেছি। বর্তমানে সাইবার দুনিয়ায় ফোন হ্যাকিং 
Image Credit : Pixabay

একটি বড় সমস্যা। আপনি যদি স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা না নেন, তবে হ্যাকাররা সহজেই আপনার ফোন হ্যাক করে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারবে। ফোনে সেভ করে রাখা আপনার ব্যক্তিগত ছবি, ইমেল ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লগইন আইডি ও পাসওয়ার্ড, নেট ব্যাঙ্কিংয়ের লগইন আইডি ও পাসওয়ার্ড হ্যাকাররা চুরি করে মূলত তিনটি কাজ করে।

26 Jun 2018

কীভাবে আধার কার্ডে ফোন নাম্বার আপডেট করবেন

                                                                                       টেকনোবিটসের গত ব্লগে লিখেছিলাম, 
Photo Credit : Pixabay
আপনার যদি দুটি মোবাইল নম্বর থাকে,
তবে আধার কার্ডে যে নম্বর রয়েছে, সেটি বাদ দিয়ে অন্য ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন। আমরা এখন নানা প্রয়োজনে বিভিন্ন জায়গায় আধার কার্ডের ফটোকপি জমা দেই। ফলে আপনার আধার কার্ডে যে ফোন নম্বর রয়েছে সেটি আর গোপনীয় বা ব্যক্তিগত থাকছে না। 

যদি সেই ফোন নাম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড থাকে, তবে দুষ্কৃতীরা সেই নাম্বারটি ব্যবহার করে সিম সোয়াপ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নম্বরটি লিঙ্কড রয়েছে, সেটি সাধারণত আধার কার্ডে না দেওয়াই ভালো। 

24 Jun 2018

সিম সোয়াপ থেকে সাবধান! চুরি যেতে পারে টাকা (পার্ট ১)

অবিনাশ মল্লিকের নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট রয়েছে। খুব সাবধানী লোক। অনলাইনে টাকা লেনদেনের সময় নিজের মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করেন। কখনোই
Image credit : Pixabay
সাইবার কাফের কম্পিউটার ব্যবহার করেন না। শুধু তাই নয়, নিজের ফোনে এবং ল্যাপটপে পেইড অ্যান্টিভাইরাস রয়েছে। সেটি নিয়মিত আপডেটও করেন। অর্থাৎ অনলাইন লেনদেনের ক্ষেত্রে যতরকম সাবধানতা নেওয়া দরকার, অবিনাশবাবু তা নেন। কিন্তু তা সত্ত্বেও অবিনাশবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় লাখখানেক টাকা রাতারাতি বেমালুম হাপিশ হয়ে গেল!

একদিন সন্ধ্যাবেলা অবিনাশবাবু লক্ষ্য করলেন, তাঁর ডুয়াল সিমের মোবাইল ফোনে একটি সিমে কোনও নেটওয়ার্ক নেই।

সিম সোয়াপ থেকে সাবধান! চুরি যেতে পারে টাকা (পার্ট ২)

সিম হারিয়ে গিয়েছে

Photo Credit : Pixabay
এই ব্লগের আগের কিস্তিতে যে পদ্ধতিগুলির কথা বলেছি, ধরা যাক  সেইভাবে কোনও দুষ্কৃতী অবিনাশবাবুর আধার কার্ড নাম্বর, মোবাইল ফোন, বাড়ির ঠিকানা ইত্যাদি জেনে নিল। এরপর শুরু হবে তার আসল কাজ। সে থানায় গিয়ে অবিনাশবাবু সেজে প্রথমে মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ দায়ের করবে। যে ফোনটি চুরি গিয়েছে তার সিমের নম্বরও দুষ্কৃতী (যেটা আসলে অবিনাশবাবুর নম্বর) পুলিশকে দেবে। পুলিশ সেই অভিযোগ অর্থাৎ এফআইআর গ্রহণ করার পর তার একটি কপি দুষ্কৃতী পুলিশের কাছ থেকে নিয়ে অবিনাশবাবুর সিমটি যে

নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কোম্পানির, তাদের সঙ্গে যোগাযোগ করবে।

জনপ্রিয় পোস্ট