27 Oct 2018

বাড়িতে বসে নিজেই তৈরি করুন স্মার্টফোন

Image Credit: MAKERphone
এই ব্লগের হেডিংটা দেখে সম্ভবত পাঠকদের বিশ্বাস হচ্ছে না। ভাবছেন, এটা কীভাবে সম্ভব? বাড়িতে বসে কি স্মার্টফোন তৈরি করা যায়? কিছুদিন আগেও এই প্রশ্নটার উত্তর ছিল – না, সম্ভব নয়। কিন্তু এখন যদি কেউ এই প্রশ্ন করে, তবে উত্তরটা হবে - হ্যাঁ, খুবই সম্ভব। আপনি বাড়িতে বসেই কয়েক ঘণ্টার চেষ্টায় বানিয়ে ফেলতে পারবেন একটি স্মার্টফোন, যার সাহায্য আপনি কথা বলা থেকে শুরু করে গেম খেলা, গান শোনা, মুভি দেখা, এসএমএস পাঠানো সহ বিভিন্ন কাজ করতে পারবেন।

24 Oct 2018

যে ল্যাপটপের স্ক্রিন ভাঁজ করা যাবে

Image credit: The Verge (Representative image)
দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাঙ এর আগে জানিয়েছিল খুব শীঘ্রই তারা এমন মোবাইল ফোন লঞ্চ করবে যার স্ক্রিন ফোল্ডেবল অর্থাৎ ভাঁজ করা সম্ভব। এখনও পর্যন্ত যা খবর, তাতে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথমে তারা সেই ফোন লঞ্চ করবে। এরই মধ্যে স্যামসাঙ কয়েক দিন আগে জানিয়েছে, শুধু মোবাইল ফোন নয়, তারা এমন ল্যাপটপও তৈরি করবে যার স্ক্রিন ভাঁজ করা সম্ভব। 

22 Oct 2018

5G ফোনে ১০ GB ব়্যাম

Image Credit: Pixabay (representative image)
প্রায় ১০ বছর আগে বিশ্বের প্রথম স্মার্ট ফোন iPhone লঞ্চ করেছিল অ্যাপল। সেই ফোনে ব়্যাম সাইজ ছিল মাত্র ১২৮ MB। তারপর গত ১০ বছরে মোবাইল ফোন টেকনোলজির অভূতপূর্ব উন্নতি হয়েছে। ফোনে ফিঙারপ্রিন্ট সেনসর, ফেস আইডি, AI প্রযুক্তির ব্যবহার যেমন শুরু হয়েছে, তেমনি বেড়েছে ফোনের ইন্টারনাল মেমরি, ব়্যাম সাইজ এবং প্রসেসরের ক্ষমতা।

জনপ্রিয় পোস্ট