5 Jan 2019

ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মোডে কী সুবিধা মিলবে?


Image Credit: Pixabay
ফেসবুক মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড ফিচার লঞ্চ হবে কিছুদিনের মধ্যেই। লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও ফেসবুক জানায়নি। ফেসবুক কোম্পানি এখন তাদের মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড ফিচারটি টেস্ট করছে। ফিচারটি একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার অ্যাপের অ্যান্ড্রয়েড, iOS এবং ওয়েব ভার্সনে লঞ্চ করা হবে। অর্থাৎ ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোনে যেমন ব্যবহার করা যাবে, তেমনি কম্পিউটারেও মেসেজিং অ্যাপটির এই নতুন ফিচারটি ব্যবহার করা সম্ভব হবে। 

2 Jan 2019

নতুন বছরে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার

Image Credit: Pixabay
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন বছরে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি বিশেষ ফিচার অ্যাড করেছে। এই ফিচারটি হল স্প্যাম প্রোটেকশন ফিচার। ইতিমধ্যে অনেকেই তাদের ফোনে এই নতুন ফিচারটির নোটিফিকেশন পেতে শুরু করেছেন। যাঁরা এখনও পাননি, তাঁরাও অল্প কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন।

31 Dec 2018

এক বছর স্মার্ট ফোন ব্যবহার না করলে মিলবে কোটি টাকা

Image Credit: Vitaminwater
এক বছর স্মার্ট ফোন ছাড়া থাকতে পারবেন? এক বছর, মানে ৩৬৫ দিন। ভাবছেন, সম্ভবত এর চেয়ে কঠিন কাজ বর্তমানে পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ঠিকই ভাবছেন। আর স্মার্ট ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে এই কঠিনতম কাজটা করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমেরিকার একটি কোম্পানি। যদি চ্যালেঞ্জ নিয়ে সফল হতে পারেন, তবে প্রায় কোটি টাকা পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্য!

জনপ্রিয় পোস্ট