30 Aug 2018

অ্যান্ড্রয়েড ফোনে নচ ডিসপ্লে কি খুব প্রয়োজন ছিল?

অ্যাপলের আইফোন এক্স-এর নকল করে ইতিমধ্যে চিনের হুয়েই, ওয়ান প্লাস কোম্পানিগুলি তাদের অ্যান্ড্রয়েড ফোনে নচ ডিসপ্লে ব্যবহার শুরু করেছে। আমি এবং আমার মতো আরও অনেকে যারা টেকনোলজির দুনিয়ার একটু-আধটু খোঁজখবর রাখে তারা ভেবেছিল, গুগল আত্মসম্মানের কথা ভেবে অ্যান্ড্রয়েড (OEM-Original Equipment Manufacturer) ফোন তৈরি করে যে কোম্পানিগুলি, তাদের অ্যাপলের নচ ডিসপ্লের অনুকরণ করতে নিষেধ করবে। কিন্তু গুগল তা করেনি। উলটে গুগল তাদের নতুন ফোন পিক্সল (পিক্সল থ্রি এক্স এল)-এর হ্যান্ডসেটে নচ ডিসপ্লে ব্যবহার করবে বলে জানা গেছে। পিক্সল থ্রি এক্স এল এখনও লঞ্চ হয়নি, তবে অসমর্থিত সূত্রে ফোনটির যে ছবি পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে সেটির উপরে আইফোন এক্স-এর মতো নচ ডিসপ্লে রয়েছে। অ্যাপলের এই অন্ধ অনুকরণের জেরে গুগল বিতর্কের মুখে পড়েছে। 

26 Aug 2018

পুলিশি তল্লাশি ঠেকাতে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার লকডাউন

Image credit: Pixabay

ধরুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় পুলিশের নাকা চেকিং চলছে। পুলিশ আপনাকে থামাল। আপনার পকেটে বা ব্যাগে কোনও আপত্তিকর কিছু লুকানো রয়েছে কি না, তল্লাশি করে দেখল। তারপর পুলিশ আপনার মোবাইল ফোনটি চাইল। কেন? কারণ, আপনার ফোনটি আনলক করে পুলিশ সার্চ করে দেখবে সেখানে কোনও আপত্তিকর মেসেজ বা অন্য কিছু রয়েছে কিনা। 

জনপ্রিয় পোস্ট