24 Mar 2018

ফেসবুক থেকে তথ্য চুরি ও সাইকোগ্রাফিক টেকনিক

কেমব্রিজ অ্যানালিটিকা এখন একটি পরিচিত নাম। গত এক সপ্তাহে বিশ্বের প্রায় সব দেশের ঘরে ঘরে এই নামটি পৌঁছে গিয়েছে। এই সংস্থাকে নিয়ে গত কয়েকদিন ধরে ইন্টারনেটের দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে।
Photo courtesy: Pixabay
হইচইয়ের কারণটা কী? আমেরিকায় গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটের ফল প্রভাবিত করতে নাকি ফেসবুক থেকে তথ্য চুরি করা হয়েছিল। আর এই তথ্য চুরির পেছনে ছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামে ব্রিটেনের ওই সংস্থা। তথ্য চুরির পুরো বিষয়টাই নাকি ফেসবুক জানতো, কিন্তু অভিযোগ, তারা বিষয়টা চেপে যাওয়ার চেষ্টা করেছিল।

জনপ্রিয় পোস্ট