12 Jul 2018

জানেন কি ডিজিটাল পদ্ধতিতে আপনার পকেটমার হতে পারে?

সাবধান! আপনার পকেট থেকে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে
Image Credit : Pixabay
ডেবিট বা ক্রেডিট কার্ডটি চুরি করে নিতে পারে সাইবার ক্রিমিনালরা। খবরের কাগজে প্রায়ই এমন খবর আমরা পড়ি যে, ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে কোনও দুষ্কৃতী কাউকে ফোন করে তাঁর ডেবিট বা ক্রেডিট কার্ডের ১৬ ডিজিটের নাম্বার এবং পিন জেনে নিয়েছে। তারপর সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে। কিন্তু এই পদ্ধতি এখন পুরানো হয়ে গিয়েছে। আজ টেকনোবিটসের ব্লগে সম্পূর্ণ নতুন এক পদ্ধতি নিয়ে আলোচনা করব যার সাহায্যে হ্যাকাররা আক্ষরিক অর্থেই আপনার পকেট মারতে পারবে। এই পদ্ধতিকে বলা হয় ডিজিটাল পিকপকেটিং অর্থাৎ বাংলায় যদি বলি তবে বলতে হয় ডিজিটাল পদ্ধতিতে কারও পকেট মারা।

10 Jul 2018

সিনেমা থেকে চাকরির খোঁজ — সব পাবেন ফেসবুক সার্চে

আমরা ইন্টারনেটে মুভি, গান, ভিডিয়ো, হোটেল বা রেস্তরাঁ
Image credit : Pixabay
ইত্যাদি সার্চ করার জন্য গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি। খেলা, রাজনীতি, সিনেমা ইত্যাদির লেটেস্ট নিউজ জানতেও গুগল ব্যবহার করি। চাকরির খোঁজ করতেও ব্যবহার করি গুগল। আবার যখন অনলাইন শপিংয়ের প্রয়োজন হয়, তখনও আমরা সেই গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নেই। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ফেসবুকের যথেষ্ট পাওয়ারফুল সার্চ ইঞ্জিন রয়েছে যার সাহায্যে আপনি ইন্টারনেটে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্যই সার্চ করে পেয়ে যাবেন। 

জনপ্রিয় পোস্ট