4 Jun 2020

অ্যান্ড্রয়েড ফোনে গুগল সার্চের ডার্ক মোড ব্যবহারের পদ্ধতি জেনে নিন

Courtesy: Google

টুইটার, ইউটিউব, ফেসবুক মেসেঞ্জারের পর এখন হোয়াটস্অ্যাপেও ডার্কমোড চলে এসেছে । ব্যক্তিগত ভাবে আমার ডার্ক মোড পছন্দ । আমার আইফোনেও ডিসপ্লে সেটিং ডার্ক মোডে রেখেছি । ডার্ক মোডের সুবিধা হল (এটা অবশ্য আমি আগেও টেকনোবিটসে আলোচনা করেছি) যে, চোখের ক্ষতি কম হয় । মোবাইল ফোনের স্ক্রিন থেকে প্রচণ্ড ক্ষতিকর নীল আলো (Blue Light) নির্গত হয়, যার জন্য অন্ধত্ব বা চোখে ক্যানসার হয় অনেকের ।

1 Jun 2020

করোনা থেকে বাঁচতে গুগলের এই টুলটি ফোনে ইনস্টল করতেই হবে


Image courtesy techpp
মাঝে বেশ কিছু দিন ব্লগ লেখা হয়নি । তা নিয়ে টেকনোবিটসের পাঠকরা অনেকেই মেল করে বা ফেসবুকে অনুযোগ করেছেন । কিছু ব্যস্ততার জন্যই লেখা হয়ে ওঠেনি । তবে ঠিক করেছি এখন থেকে ফের নিয়মিত ব্লগ লিখব  । তাতে পাঠকদের সঙ্গে যেমন প্রযুক্তির জগতে নিত্য-নতূন তথ্য শেয়ার করা যাবে, তেমনি তাঁদের সঙ্গে এত বছরের পুরনো সম্পর্কটাও নতুন করে ঝালিয়ে নেওয়া যাবে ।

জনপ্রিয় পোস্ট