18 Jan 2019

২৬৯ কোটি আইডি, পাসওয়ার্ড হ্যাকড্, আপনি সুরক্ষিত?

Image Credit: Pixabay
গত সপ্তাহে টেকনোবিটসের পাঠকদের জানিয়েছিলাম কীভাবে জনপ্রিয় অ্যাপ ES File Explorer-এ লুকানো সার্ভারের সাহায্যে আমার-আপনার মোবাইল ফোন থেকে সমস্ত ফাইল চুরি করা সম্ভব। এবারের ব্লগে পাঠকদের জানাব আরও একটি ভয়ংকর তথ্য। সেটা হল, বিশ্বে এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাপের ইমেল আইডি ও পাসওয়ার্ড চুরির ঘটনা সামনে এসেছে কয়েক দিন আগে। 

17 Jan 2019

অ্যাপের মধ্যে গোপন সার্ভার, হ্যাক হতে পারে ফোন !

Image Credit: Pixabay
যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁদের আমি পরামর্শ দেই যে, থার্ড পার্টি অ্যাপস্টোর থেকে অ্যাপ ডাউনলোড না করে সর্বদা অফিশিয়াল অ্যাপ স্টোর অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে। যদিও এটা ঘটনা যে, প্লে স্টোরের সিকিউরিটি কখনোই অ্যাপলের অ্যাপস্টোরের মত মজবুত নয়। এর আগে একাধিকবার প্লে স্টোরের বিভিন্ন অ্যাপের মধ্যে ম্যালওয়্যার, স্পাইওয়্যার ইত্যাদি পাওয়া গেছে। কিন্তু এবার যেটা ঘটেছে সেটা নজিরবিহীন ও ভয়ংকর! অ্যান্ড্রয়েড অ্যাপের ইতিহাসে তেমনটা আগে ঘটেনি।


16 Jan 2019

ফোনে নচ ডিসপ্লের বিকল্প এবার স্লাইডিং ক্যামেরা

Image Credit: Vivo
এর আগেই টেকনোবিটসের পোস্টে লিখেছিলাম যে, স্মার্ট ফোনের ডিসপ্লেতে নচ রাখা উচিত, নাকি উচিত নয় – তা নিয়ে এখন মোবাইল ফোন কোম্পানিগুলির পাশাপাশি স্মার্ট ফোন ব্যবহারকারীরাও দুই দলে ভাগ হয়েছে। একদল বলছে নচ রাখা উচিত, অন্য দল বলছে, না, উচিত নয়। যে কোম্পানিগুলি মনে করছে স্মার্ট ফোনের ডিসপ্লেতে নচ রাখা উচিত নয়, তারা নানা ভাবে চেষ্টা করছে যাতে ফোনে নচ না রেখেও ইনফিনিটি স্ক্রিন রাখা যায়। সেই চেষ্টার সাম্প্রতিক নমুনা দেখা গেল ওয়ানপ্লাস কোম্পানির নতুন ফোনে।

14 Jan 2019

এবছর যে ফোনগুলিতে অ্যান্ড্রয়েড পাই আপগ্রেড মিলবে

Image Credit: Pixabay
অ্যান্ড্রয়েড ফোনগুলির অন্যতম সমস্যা হল অপারেটিং সিস্টেমের আপগ্রেডেশন (আপডেট নয়)। ধরা যাক, আপনি ২০১৬ সালে অনেকটা দাম দিয়ে ফোন কিনলেন যেটাতে ছিল সেই সময়ের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন নূগা (কেউ কেউ বলে নোগাট)। কিন্তু ২০১৭ ও ২০১৮ সালে অ্যান্ড্রয়েড আরও কিছু আকর্ষণীয় ফিচার যোগ করে নতুন দুটি ভার্সন রিলিজ করল – ওরিঅ এবং পাই। কিন্তু অনেকটা দাম দিয়ে ফোন কেনা সত্ত্বেও দেখলেন যে, আপনার ফোনের ওএস সেই নতুন ভার্সনে আপগ্রেড হল না। অথচ আপনি লক্ষ্য করলেন যে, ২০১৭ বা ২০১৮ সালে আপনার ফোনের প্রায় সমান দাম (কিংবা কম দাম) দিয়ে যারা ফোন কিনেছেন, তাঁদের অনেকের ফোনেই অ্যান্ড্রয়েড ওরিঅ বা পাই রয়েছে। অর্থাৎ বেশি দাম দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনলেই যে অপারেটিং সিস্টেম আপনি আপগ্রেড করতে পারবেন (আইফোনের ক্ষেত্রে কিন্তু এটা হয় না), তেমনটা নয়। তাই অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় আগে দেখে নিন যে কোম্পানির ফোন কিনছেন তাদের সেই মডেলটিতে পরবর্তীতে ওএস আপগ্রেডেশনের (আবার বলছি আপডেট নয়। অনেকেই ওএস আপডেট আর আপগ্রেডের পার্থক্য গুলিয়ে ফেলেন) সুবিধা মিলবে কি না। 


জনপ্রিয় পোস্ট