31 Dec 2017

নোকিয়ার ফোনের ক্য়ামেরায় ফের কার্ল জেইস লেন্স



অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে নোকিয়া কোম্পানির ফোনের ক্যামেরাতেই প্রথম বিশ্ববিখ্যাত কার্ল জেইস কোম্পানির লেন্স ব্যবহার করা হয়েছে। 
Photo Credit: Pixabay
এইচ এমডি গ্লোবাল (যারা এখন নোকিয়া ফোন তৈরি ও বিক্রি করছে) কোম্পানির সঙ্গে এই বিষয়ে জার্মানির কার্ল জেইস কোম্পানির চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে সম্প্রতি নোকিয়ার N8 হ্যান্ডসেটের (অ্যান্ড্রয়েড ওএস) ক্যামেরায় কার্ল জেইস কোম্পানির তৈরি লেন্স ব্যবহার করা হয়েছে

NO হোম বাটন

Photo Credit: Pixabay
চলতি বছর অ্যাপল তাদের নতুন স্মার্ট ফোন iPhone X হ্যান্ডসেটে হোম বাটন রাখেনি। হোম বাটন না রাখার কারণ, স্মার্ট ফোনের হ্যান্ডসেটের ডিসপ্লের নিচে হোম বাটন থাকলে অনেকটা জায়গা নষ্ট হয়। এর ফলে ফোনের সামনের দিকে পুরোটা জুড়ে স্ক্রিন অর্থাৎ ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হয় না। যদি হোম বাটন সরিয়ে ফেলা সম্ভব হয়, তবে ফোনের যা সাইজ তার পুরোটা জুড়ে স্ক্রিন বা ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হবে এবং তার ফলে ডিসপ্লের সাইজ অনেকটাই বেড়ে যাবে

জনপ্রিয় পোস্ট