15 Mar 2019

ব্যবহার করুন cVIGIL অ্য়াপ, নির্বাচন কমিশনের হয়ে নজরদারি চালান

Image Credit: Election Commission of Indai

ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব কোনটি? না, দোল, ইদ, দূর্গাপুজো এসব নয়। উত্তর - লোকসভা ভোট। কারণ একমাত্র এই ‘উৎসব’-এ এদেশের ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম নির্বিশেষে অংশ নেয়। ১৩০ কোটি জনসংখ্যার ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বিশ্বের এই বৃহত্তম গণতন্ত্রে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভবত বিশ্বের অন্যতম কঠিন কাজ। তাই এবার সেই কাজ সুষ্ঠুভাবে করার জন্য দেশের নির্বাচন কমিশন বিশেষ একটি মোবাইল অ্যাপের সাহায্য নিচ্ছে। অ্যাপটির নাম cVIGIL। 

14 Mar 2019

এবার ইউটিউবও দিচ্ছে অনলাইনে গান শোনার সুযোগ

Image Credit: Pixabay
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন মিউজিক অ্যাপ স্পুটিফাই ভারতে লঞ্চ করার দুই সপ্তাহের মাথায় গুগল ভারতে লঞ্চ করলে তাদের অনলাইন মিউজিক অ্যাপ। গুগলের অনলাইন মিউজিক অ্যাপটির নাম ইউটিউব মিউজিক (YouTube Music)

জনপ্রিয় পোস্ট