4 Aug 2018

আধার কাণ্ডে দোষটা ছিল গুগলের

গন্ডগোলটা করেছিল গুগল। আর তা নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে শুরু হয়েছিল সোরগোল। এমনকী বিষয়টি নিয়ে পার্লামেন্টেও আলোচনার ঝড় উঠেছিল। বিরোধীরা দাবি করেছিলেন স--ব কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। 
Image Credit: www.uidai.gov.in


অবিলম্বে সরকারকে এর কৈফিয়ত দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিষয়টিতে যতটা গুরুত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে যতটা আতঙ্ক ছড়িয়েছিল, আসলে বিষয়টি ততটা গুরত্বপূর্ণ কিছুই নয়, নেহাতই গুগলের একটি সামান্য ভুল।


3 Aug 2018

সারাদিন ফেসবুকে কাটান? এই ফিচারটি আপনাকে সতর্ক করবে

Image Credit: Pixabay

স্মার্টফোন আজ আমাদের জীবনে অনিবার্য। সকালে উঠে নিউজ পড়াই হোক কিংবা অফিসে যাওয়ার সময় ক্যাব ভাড়া করা অথবা রাতে বিছানায় শুয়ে নেটফ্লিক্সে সিরিয়াল দেখা – সবকিছুতেই এখন স্মার্টফোন। এভাবে স্মার্টফোন আমাদের জীবনকে একদিকে অনেক সহজ করেছে ঠিকই। কিন্তু অন্যদিকে অনেক জটিলতা তৈরি করেছে। 

1 Aug 2018

হোয়াটস্অ্যাপের নতুন গ্রুপ কলিং ফিচারটি ট্রাই করেছেন?

এবছরের মে মাসে ফেসবুক তাদের বাৎসরিক F8 কনফারেন্সে (যে কনফারেন্সে ফেসবুক নতুন কী কী ফিচার আনতে চলেছে সেই বিষয়টি ঘোষণা করে) ঘোষণা করেছিল যে, শীঘ্রই তারা 

Image Credit : Pixabay

হোয়াটস্‌অ্যাপে গ্রুপ ভিডিয়ো কলিং এবং গ্রুপ ভয়েস কলিং ফিচার আনতে চলেছে। সেই ঘোষণার তিন মাসের মধ্যে হোয়াটস্অ্যাপের অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপে ফেসবুক গ্রুপ কলিং ফিচার অ্যাড করেছে।

31 Jul 2018

এবার অ্যান্ড্রয়েড ফোনেও ইউটিউবের ডার্ক মোড

২০১৭ সালের মে মাসে গুগল তাদের ইউটিউব ওয়েব ভার্সনে ডার্ক মোড ফিচার চালু করেছিল। বিষয়টি নিয়ে সেই সময় টেকনোবিটসে আলোচনা করেছিলাম। কম্পিউটারের ডেস্কটপে ইউটিউব ওপেন করার পর স্ক্রিনের উপরে ডানদিকে যেখানে প্রোফাইল আইকন রয়েছে সেখানে ক্লিক করার পর ইউটিউব মেনু লিস্ট ওপেন হবে। 
Image Credit : Pixabay
সেখানে সেটিংস অপশনে ক্লিক করার পর ডার্ক মোড ফিচারটি শো করবে। সেই ফিচারটি অন করলে ইউটিউবে ডার্ক মোড থিম শো করবে। ফিচারটি ডেস্কটপে চালু করলেও গুগল বিষয়টি নিয়ে কোনও প্রচারই করেনি সেই সময়। তাই প্রথম দিকে অনেকে জানতেনই না যে ইউটিউবের ডেস্কটপ ভার্সনে ডার্ক মোড থিম চালু হয়েছে।

30 Jul 2018

ফোনে নেট ব্যাঙ্কিং করেন? এক্সবট থেকে সাবধান!!!

অনেকের ধারণা যে, ম্যালওয়্যার, স্পাইওয়্যার
Image Credit: Pixabay
ইত্যাদি ভাইরাস যারা তৈরী করে সেই হ্যাকাররা সবাই কম্পিউটার প্রোগ্রামিংয়ে খুবই দক্ষ। কিন্তু ব্যাপারটা তা নয়। আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং ভালোভাবে না-ও জানেন, তবু সহজেই কোনও ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের সাহায্যে অন্যের ফোন বা কম্পিউটার হ্যাক করতে পারবেন। তবে সেজন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।


29 Jul 2018

ফেসবুক ওয়াচ পার্টি

২০০৪ সালে ফেসবুক যখন শুরু হয়েছিল, তখন এই কোম্পানির মূল উদ্দেশ্য ছিল অনলাইনে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ানো,
Image Credit : Pixabay
মতামত শেয়ার করা, অন্যের মতামতে বা পোস্টে নিজের মন্তব্য পেশ করা ইত্যাদি। পরবর্তীতে ফেসবুক তাদের ব্যাবসা অন্যান্য ক্ষেত্রে বাড়িয়েছে। যেমন, তারা সার্চ ইঞ্জিন ব্যাবসায়, অনলাইন শপিং ব্যাবসা, নিউজ মিডিয়ার ব্যাবসা (কিছুদিন আগেই টেকনোবিটসে ফেসবুক সার্চ নিয়ে যে ব্লগ লিখেছিলাম সেখানে এই বিষয়গুলি আলোচনা করেছি, যাঁরা পড়েননি, তাঁরা এই লিঙ্কে ক্লিক করে সেটি পড়ে নিতে পারেন) শুরু করেছে।

জনপ্রিয় পোস্ট