10 Dec 2017

গুগল স্টেশন

Photo Credit : Pixabay

আমেরিকার কিছু শহরে ‘গুগল ফাইবার’ প্রজেক্টের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট পরিসেবা দেওয়া হয়। সেক্ষেত্রে ১ GBs ইন্টারনেট স্পিড পাওয়া যায়। কিন্তু সেজন্য গ্রাহকদের বড় অংকের টাকা ফি দিতে হয়। ওয়াইফাই মাধ্যমে গুগল ভারতে হাইস্পিড ইন্টারনেট পরিসেবা চালু করেছে।
যদিও এই পরিসেবা দিতে গ্রাহকদের কোনো ফি দিতে হবে না। ‘গুগল স্টেশন’ প্রজেক্টের মাধ্যমে গুগল ভারতের প্রায় ৪০০টি রেল স্টেশনে ইতিমধ্যে ফ্রি হাইস্পিড ইন্টারনেট পরিসেবা চালু করেছে। এই প্রজেক্টে গুগলকে সাহায্য করছে রেল টেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, লারসেন অ্যান্ড টুবরো এবং পুনে স্মার্ট সিটিএই পরিসেবায় গ্রাহকরা প্রথম ৩০ মিনিট হাইস্পিড ইন্টারনেটের সুবিধা পাবেন, এবং সেই সময়ের পর ইন্টারনেট সংযোগ থাকলেও স্পিড কিছুটা কমে যাবে।
রেল টেল কর্পোরেশন অফ ইন্ডিয়াকে এই প্রজেক্টে সহযোগী হিসাবে পাওয়ায় গুগল যথেষ্ট লাভবান হবে। কারণ রেল টেল-এর দেশ জুড়ে প্রায় ৩২,৫০০ কিমি দীর্ঘ অপটিকাল ফাইবার কেবল (OFC) নেটওয়ার্ক রয়েছে, যা আগামী দিনে আরও প্রায় ৩০,০০০ কিমি বাড়বে। গুগল ভারতে তাদের ব্যবসা বাড়াতে রেল টেল-এর এই বিশাল OFC নেটওয়ার্ক কাজে লাগানোর সুযোগ পাবে।

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট