13 Nov 2017

UPI সিস্টেম কী?



UPI সিস্টেম তৈরি করেছে NPCI (National Payments Corporation of India)NPCI-এর এই উদ্যোগে সাহায্য করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন।

Photo Credit: Pixabay

UPI-এর সুবিধা হল এই পদ্ধতিতে নিজের অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কিংবা অনলাইন শপিং করার সময় দাম মেটানোর জন্য শুধুমাত্র মোবাইল ফোন নম্বর প্রয়োজন (যে নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা  আছে)। এক্ষেত্রে ডেবিট, বা ক্রেডিট কার্ড নম্বর কিংবা ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদির প্রয়োজন হয় না।

তাই এই পদ্ধতি অনলাইন লেনদেনের অন্যান্য পদ্ধতির তুলনায় অনেক বেশি নিরাপদ, সহজ এবং দ্রুত। গুগলের অনলাইন লেনদেনের অ্যাপ তেজ UPI পদ্ধতিতে কাজ করে। এছাড়া ২০১৮ সালের মধ্যে ভারতে হোয়াটস্অ্যাপ তাদের অ্যাপ্লিকেশনে অনলাইন পেমেন্ট ফিচার আনতে চলেছে। হোয়াটস্অ্যাপের অনলাইন লেনদেন পদ্ধতিও UPI নির্ভর।


আরও পড়ুন—






No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট