12 Dec 2017

গুগল গো


গুগলের উদ্যোগে আগামী বছরের শুরুতেই ভারত, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশের বাজারে আসছে সস্তার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন। এই হ্যান্ডসেটগুলির দাম হবে প্রায় ৩০০০/-


This photo is a property of teknowbits.blogspot.com


লো-এন্ড হার্ডওয়্যার স্পেসিফিকেশনের এই ফোনগুলির জন্য ইতিমধ্যে গুগল বিশেষ অপারেটিং সিস্টেমও তৈরি করে ফেলেছে, যার নাম অ্যান্ড্রয়েড ওরিঅ (৮.১) গো এডিশন। ওরিঅ অপারেটিং সিস্টেমের এই লাইট ভার্সনের সাইজ মাত্র ৫১২ MBমোবাইল ফোন কোম্পানিগুলির জন্য এই নতুন অপারেটিং সিস্টেমের কোড ইতিমধ্যে রিলিজ করেছে গুগল। এখন গুগল তাদের জনপ্রিয় অ্যাপগুলির লাইট ভার্সন বা ‘গো ভার্সন’ তৈরি করতে ব্যস্ত, যেগুলি সস্তার ওই ফোনগুলি (যেগুলিকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড গো ডিভাইস)-তে সহজে ব্যবহার করা সম্ভব


‘গো ভার্সন’-এর এই অ্যাপগুলির সাইজ হবে খুবই কম অর্থাৎ সেগুলি মাত্র ৫১২ MB র‍্যামের ফোনেও সহজে কাজ করবে, কম ব্যাটারি ও ডেটা খরচ করবে এবং অ্যাপগুলির ইন্টারফেস হবে খুবই সহজ যাতে প্রথমবার মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করছেন এমন ব্যক্তিও সেগুলি সহজে ব্যবহার করতে পারবেন। যে সমস্ত সস্তার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে অ্যান্ড্রয়েড ওরিঅ (৮.১) গো এডিশন অপারেটিং সিস্টেম থাকবে, সেগুলিতে গুগলের জনপ্রিয় একাধিক অ্যাপের (যেমন, ইউটিউব, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ম্যাপ, জিমেল ইত্যাদি) ‘গো ভার্সন’ প্রিইনস্টলড্ থাকবে



ইতিমধ্যে গুগল তাদের ইউটিউব অ্যাপ এবং ফাইল ম্যানেজার অ্যাপের গো ভার্সন তৈরি করে ফেলেছেএবার তারা তৈরি করল ‘গুগল গো’। এখন অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে গুগল অ্যাপ প্রিইনস্টলড থাকে। সেই অ্যাপটির লাইট ভার্সন বা গো ভার্সন হল ‘গুগল গো’

সাইজ

সাধারণ অর্থাৎ নেটিভ গুগল অ্যাপ ফোনে প্রায় ১৩৫ MB মেমরি স্পেস নেয়, কিন্তু ‘গুগল গো’ অ্যাপটির সাইজ মাত্র ৫ MB এবং ইনস্টল হওয়ার পর এটি ফোনের মেমরিতে মাত্র ১১ MB জায়গা নেবে

⇒ ভাষা

গুগল গো অ্যাপের সেটিংসে ইংরেজির পাশাপাশি যে কোনো ভারতীয় ভাষা অ্যাড করার অপশন রয়েছে। এই অ্যাপের মাধ্যমে সার্চ করার সময় ইংরেজিতে সার্চ রেজাল্ট শো করার পাশাপাশি অ্যাপটি আপনার পছন্দের সেই ভারতীয় ভাষায় সার্চ রেজাল্টকে অনুবাদ করার অপশন দেবে। ভারতের নিম্নবিত্ত জনসংখ্যার একটি বড় অংশ এখনো ইংরেজি ভাষায় সচ্ছন্দ নয়, তাদের কথা ভেবে অ্যাপটিতে এই অপশন রাখা হয়েছে।

ট্রেন্ডিং টপিক

সস্তার অ্যান্ড্রয়েড স্মার্ট অর্থাৎ অ্যান্ড্রয়েড গো ডিভাইস মূলত সমাজের সেই সমস্ত ক্রেতাদের জন্য তৈরি করা হবে, যাঁরা এর আগে কখনো স্মার্ট ফোন ও ইন্টারনেট ব্যবহার করেননি। যাঁরা জানেন না কীভাবে ইন্টারনেটে নির্দিষ্ট কোনো বিষয় সার্চ করতে হয়। তাই অ্যান্ড্রয়েড গো ডিভাইসের জন্য তৈরি গুগল গো অ্যাপে টাইপ না করেও ইন্টারনেট সার্চ করার অপশন রয়েছেএই অ্যাপের সার্চ বারে ট্যাপ করলেই সেই মুহূর্তে ক্রিকেট, মুভি, পলিটিক্স সহ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ট্রেন্ডিং টপিকের লিস্ট ‘গুগল গো’ শো করবেযাঁর যে বিষয়ে আগ্রহ, তিনি লিস্টে সেই বিষয়ের উপর ট্যাপ করলেই সেই মুহূর্তের সমস্ত বড় খবর পড়তে পারবেন।

পুশ নোটিফিকেশন

গুগল গো অ্যাপের সার্চ রেজাল্টে বিশেষ কোনো ট্রেন্ডিং টপিকের জন্য পুশ নোটিফিকেশন অ্যাপ্লাই করা সম্ভবধরুন, ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে। সুতরাং সেই মুহূর্তে সার্চ রেজাল্টের স্পোর্টস বিভাগে সবচেয়ে বড় ট্রেন্ডিং টপিক হল সেই ক্রিকেট ম্যাচ। সার্চ বারে ট্যাপ করার পর যখন ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের ট্রেন্ড টপিক শো করবে, তখন সেই ট্রেন্ডিং টপিক-এ পুশ নোটিফিকেশন অ্যাড করতে পারবেন। এর ফলে ম্যাচটির প্রতি মুহূর্তের স্কোর গুগল গো অ্যাপ আপনাকে পুশ নোটিফিকেশনের মাধ্যমে জানাবে, আপনাকে আলাদা করে ম্যাচের রেজাল্ট সার্চ করতে হবে না।

অ্যাপের ভেতর অ্যাপ

গুগল গো অ্যাপটির একটি বিশেষ বৈশিষ্ট হল এর হোম পেজে ‘অ্যাপস’ ক্যাটাগরি (যেমন, এন্টারটেইনমেন্ট, সোশ্যাল, স্পোর্টস্, নিউজ, শপিং ইত্যাদি) রয়েছে, যার আন্ডারে একাধিক জনপ্রিয় অ্যাপ প্রিইনস্টলড থাকবেসেখানে পাওয়া যাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার, উইকিপিডিয়া, ক্রিকবাজ ইত্যাদি জনপ্রিয় অ্যাপফলে সেই অ্যাপগুলি ফোনে আলাদা করে ইনস্টল করার দরকার নেই। গুগল গো অ্যাপ থেকেই এই অ্যাপগুলি ব্যবহার করা সম্ভব হবে। আলাদা করে যেহেতু অ্যাপগুলি ফোনে ইনস্টল করার দরকার পড়বে না, তাই ফোনের মেমরি স্পেস অনেকটাই বাঁচবে। তবে গুগল গো অ্যাপে হোয়াটস্অ্যাপ প্রিইনস্টলড থাকবে না, ওই অ্যাপটি ফোনে আলাদা করে ইনস্টল করতে হবে।

সার্চ বার নিচে

নেটিভ গুগল অ্যাপের হোম পেজে সার্চ বার রয়েছে স্ক্রিনের উপরে। কিন্তু গুগল গো অ্যাপের হোম পেজের একেবারে নিচে থাকবে সার্চ বার। হোম পেজের উপরের দিকে থাকবে বিভিন্ন ফিচারের আইকন যেমন, ‘সার্চ’, ‘ভয়েস’, ‘ইমেজেস’, ‘জিআইএফস’, ‘ইউটিউব’, ‘ম্যাপ’, ‘ট্র্যান্সলেট’ ইত্যাদি তাই ছবি, জিআইএফ ইত্যাদির জন্য সার্চ বারে আলাদাভাবে টাইপ করে সার্চ করার দরকার পড়বে না। ধরুন আপনি ইমেজ বা জিআইএফ সার্চ করতে চান। সেক্ষেত্রে ‘ইমেজেস’ বা ‘জিআইএফস’ আইকনে ট্যাপ করলে একাধিক ক্যাটাগরি যেমন ‘বলিউড’, ‘গুড মর্নিং’, ‘লাভ’, ‘নেচার’ ইত্যাদি ক্যাটাগরি শো করবে এবং আপনার পছন্দের ক্যাটাগরি ট্যাপ করলে সেই বিষয়ের উপর বিভিন্ন ছবি ও জিআইএফ পেয়ে যাবেন

ডেটা সেভার

গুগল গো অ্যাপে রয়েছে বিল্ট ইন ডেটা সেভার ফিচার। তাই এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট সার্চ করলে এটি বাই ডিফল্ট যে কোনো ওয়েবসাইটকে কমপ্রেস করে শো করবেতাই এই অ্যাপের সাহায্যে ওয়েবসাইট খুব দ্রুত ওপেন করা সম্ভব হবে এবং ডেটা খরচও কম পড়বেগুগলের দাবি, নেটিভ গুগল অ্যাপের তুলনায় গুগল গো অ্যাপ প্রায় ৪০ শতাংশ ডেটা খরচ কমাবে।



আরও পড়ুন




No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট