31 Dec 2017

NO হোম বাটন

Photo Credit: Pixabay
চলতি বছর অ্যাপল তাদের নতুন স্মার্ট ফোন iPhone X হ্যান্ডসেটে হোম বাটন রাখেনি। হোম বাটন না রাখার কারণ, স্মার্ট ফোনের হ্যান্ডসেটের ডিসপ্লের নিচে হোম বাটন থাকলে অনেকটা জায়গা নষ্ট হয়। এর ফলে ফোনের সামনের দিকে পুরোটা জুড়ে স্ক্রিন অর্থাৎ ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হয় না। যদি হোম বাটন সরিয়ে ফেলা সম্ভব হয়, তবে ফোনের যা সাইজ তার পুরোটা জুড়ে স্ক্রিন বা ডিসপ্লে ব্যবহার করা সম্ভব হবে এবং তার ফলে ডিসপ্লের সাইজ অনেকটাই বেড়ে যাবে
দীর্ঘদিন ধরে এই বিষয়টি মোবাইল ফোন কোম্পানিগুলিকে ভাবাচ্ছিল, শেষ পর্যন্ত অ্যাপল তাদের iPhone X হ্যান্ডসেটে যে নতুন সোয়াইপ বেসড্ টেকনোলজি নিয়ে এসেছে, তার জেরে হোম বাটনের প্রয়োজনীয়তা আর থাকছে না। তাই iPhone X হ্যান্ডসেটের সামনের দিকে পুরোটাই স্ক্রিন।
অ্যাপলের নকল করে এবার চিনের কোম্পানি শিয়াওমি তাদের MIUI 9 (ROM 7.12.28) ইউজার ইন্টারফেসে এই টেকনোলজি ব্যবহার করেছে। শিয়াওমির এই নতুন ইউজার ইন্টারফেস আগামীতে কোম্পানির যে সমস্ত হ্যান্ডসেটে ব্যবহৃত হবে সেগুলি হল Mi Mix, Mi MIX 2, Redmi 5 এবং Xiaomi Redmi 5 Plus

শিয়াওমির এই নতুন ইউজার ইন্টারফেসে ফোনে হোম বাটনের কোনো প্রয়োজন থাকছে না। যদি আপনি ফোনের স্ক্রিনে আঙ্গুল দিয়ে নিচ থেকে উপর দিকে সোয়াইপ করেন, তবে আপনি সরাসরি হোম স্ক্রিনে পৌঁছে যাবেন। আর যদি স্ক্রিনের নিচ থেকে আঙ্গুল সোয়াইপ করে উপরের দিকে নিয়ে গিয়ে এক সেকেন্ড আঙ্গুল স্ক্রিনের উপর রেখে দেন, তবে লাস্ট  যে ট্যাবটি (রিসেন্ট ট্যাব) ওপেন করেছেন, সেটি ওপেন হবে। এছাড়া একটি ওপেন করা অ্যাপ থেকে অন্য ওপেন করা অ্যাপে যেতে হলে স্ক্রিনের মাঝখান থেকে আঙ্গুল ডান দিকে অথবা বাঁ দিকে সোয়াইপ করতে হবে।

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট