1 Nov 2017

পাঠকদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

কম্পিউটারে ইন্টারনেট কানেকশন ব্যবহার না করলে কিংবা পাইরেটেড অপারিটিং সিস্টেমের সঙ্গে অ্যান্টিভাইরাস ব্যবহার করলে কি কম্পিউটারে ভাইরাস হামলার আশংকা থাকে? হ্যা, অবশ্যই থাকে। 
অনেকের ভুল ধারণা রয়েছে যে, কম্পিউটারে ইন্টারনেট কানেকশন ব্যবহার না করলে কিংবা কম ব্যবহার করলে ভাইরাস হামলার সম্ভাবনা থাকে না — যা একেবারেই ভুল। অনেক ক্ষেত্রে পেনড্রাইভের মাধ্যমে, Bluetooth, SHAREit ইত্যাদির মাধ্যমে ফাইল শেয়ার করলেও ভাইরাস হামলা হতে পারে। তা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে বাজারে যে সমস্ত ক্র্য়াকড্ উইনডোজ ডিভিডি (আপনি যেটা ব্যবহার করছেন) পাওয়া যায় সেগুলি মূলত চিন থেকে আসে যার মধ্যে প্রথম থেকেই ভাইরাস বা ম্যালওয়্যার লুকিয়ে রাখা থাকে। যেহেতু সেই পাইরেটেড অপারেটিং সিস্টেমের মধ্যে প্রথম থেকেই ম্যালওয়্যার থাকে, তাই সেগুলি পরবর্তীতে অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারে না। 
মনে রাখবেন জেনুইন উইনডোজ অপারেটিং সিস্টেমের কোনো বিকল্প নেই, এবং সেটা ব্যবহার করলে আপনাকে আলাদা করে টাকা খরচ করে অ্যান্টিভাইরাসও ব্যবহার করতে হবে না।

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট