14 Oct 2017

ফোনের সাহায্যে এটিএম থেকে টাকা তোলার নতুন প্রযুক্তি


এখন যে কোনো বড় শহরে প্রায় প্রতিটি এলাকাতে এক বা একাধিক ATM (Automated Teller Machine, অনেকে যাকে All Time Money বলে ভুল করেন)  কিয়স্ক দেখা যায়, কিন্তু মাত্র ১০-১২ বছর আগেও
Photo Credit : Pixabay

ছবিটা অন্য রকম ছিল| তখন টাকা তুলতে হলে চেক বা স্লিপ হাতে ব্যাঙ্ক-এ গিয়ে লাইন দিতে হত| কিন্তু পকেটে এখন ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলেই হলো, এটিএম-এ গিয়ে কার্ড সোয়াইপ করে পিন (Personal Index Number) ইনপুট করলেই বেরিয়ে আসবে করকরে নোট| কিন্তু এবার বোধয় কার্ড ব্যবহার করে টাকা তোলার দিনও শেষ হতে চলেছে| এমন দিন আর দূরে নয় যখন এটিএম থেকে টাকা তোলার সময় আপনার আর পিন ইনপুট করতে হবে না, সমস্ত কাজটাই করবে আপনার হাতের মুঠোয় থাকা স্মার্ট ফোনটি| বিষয়টি কল্পবিজ্ঞানের মত শোনালেও বাস্তব| ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রর কয়েকটি ব্যাঙ্ক স্মার্ট ফোনের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি পরীক্ষামূলক ভাবে চালু করেছে|

⇛ কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা যাবে? 

বিভিন্ন ব্যাঙ্ক এক্ষেত্রে তাদের নিজেদের সুবিধা মত বিভিন্ন পদ্ধতি বা প্রযুক্তি ব্যবহার করছে| কিছু ক্ষেত্রে ব্যাঙ্কগুলি গুগল প্লে স্টোরের ওয়ালেট অ্যাপ ‘অ্যান্ড্রয়েড পে’ ব্যবহার করছে| এই পদ্ধতিতে টাকা তুলতে গেলে যিনি টাকা তুলবেন তাঁকে মোবাইল ফোনে ‘অ্যান্ড্রয়েড পে’ অ্যাপটি ইনস্টল করতে হবে| এবার এটিএম কিয়স্কের সামনে দাঁড়িয়ে ফোনে ‘অ্যান্ড্রয়েড পে’ ওপেন করতে হবে এবং অ্যাপে এটিএম থেকে টাকা তোলার অপশনটি ট্যাপ করতে হবে এবং কত টাকা তিনি তুলতে চান সেটা লিখতে হবে। এটিএম এবার ইন্টারনেট বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেন)–র মাধ্যমে যিনি টাকা তুলবেন তাঁর ফোনের সঙ্গে কানেক্টেড হবে এবং ফোনের ‘অ্যান্ড্রয়েড পে’ অ্যাপে স্টোর করা সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টে জমা টাকার পরিমান, ফোন নম্বর ইত্যাদি তথ্য যাচাই করবে| যদি সমস্ত তথ্য ঠিক থাকে তবে ব্যক্তির প্রয়োজনমাফিক টাকা এটিএম থেকে বেরিয়ে আসবে| ব্যাঙ্কগুলি জানিয়েছে, প্রাথমিকভাবে ‘অ্যান্ড্রয়েড পে’ ব্যবহার করা হলেও, পরবর্তীতে যাতে অ্যাপল বা অন্য কোম্পানির মোবাইল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে টাকা তোলা যায়, সেই ব্যবস্থাও চালু করা হবে|
কিছু ক্ষেত্রে ব্যাঙ্কগুলি ‘অ্যান্ড্রয়েড পে’ অ্যাপের বদলে তাদের নিজেদের নেটব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করছে| সেক্ষেত্রে আপনি যে ব্যাঙ্ক-এর গ্রাহক সেই ব্যাঙ্ক-এর অ্যাপ আপনাকে ফোনে ইনস্টল করতে হবে| এবার এটিএম কিয়স্কে গিয়ে ফোনে ব্যাঙ্ক-এর অ্যাপটি ট্যাপ করুন| অ্যাপটি ট্যাপ করার পর এনএফসি বা ইন্টারনেটের মাধ্যমে এটিএম এবং আপনার ফোনের মধ্যে কানেকশন হবে| এটিএম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য যাচাই করার পর আপনার ফোনে একটি আট ডিজিটের কোড পাঠাবে| সেই কোডটি এটিএম-এর কীপ্যাড-এ টাইপ করলে এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে|
কোনো কোনো ব্যাঙ্ক অবশ্য QR কোড বা বার কোড অপশন ব্যবহার করছে| সেক্ষেত্রে ফোনে ব্যাঙ্ক-এর অ্যাপটি ট্যাপ করার পর এটিএম প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য যাচাই করবে| তথ্য ঠিক থাকলে এটিএম স্ক্রীনে একটি QR কোড বা বার কোড ডিসপ্লে করবে| আপনাকে সেই কোডটি ফোনের সাহায্যে স্ক্যান করতে হবে, স্ক্যান কমপ্লিট হলে এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে|


                    পড়ুনঃ ফোনের সাহায্যে এটিএম থেকে টাকা তোলার সুবিধা

                             
                       

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট