14 Oct 2017

ভিডিয়ো কল রেকর্ডিং



জিও পরবর্তী যুগে আমাদের দেশে এখন রাস্তার নুড়ি পাথরের থেকেও নেটপ্যাক সস্তা তাই জলের দরে পাওয়া 4G নেটপ্যাকের জেরে এখন
Photo Credit : Pexels

যেমন অনলাইনে মুভি দেখা, গান শোনার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে, তেমনি বেড়েছে ফেসবুক ও হোয়াটস্অ্যাপ সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিডিয়ো কলিং কিন্তু ফেসবুক বা হোয়াটস্অ্যাপ—এর মাধ্যমে ভিডিয়ো কলিং করলে তা রেকর্ড করা সম্ভব নয়। কারণ ফেসবুক এবং হোয়াটস্অ্যাপ—এ তেমন কোনো ফিচার নেই। কিন্তু এই সমস্যা মেটানো যায় একটি বিশেষ উপায়ে 

এজন্য আমাদের প্রয়োজন বিশেষ স্ক্রিন রেকর্ডিং অ্যাপ যার সাহায্যে ফোনের স্ক্রিনে চলা কোনো ভিডিয়ো রেকর্ড করা সম্ভব। এমন একটি স্ক্রিন রেকর্ডিং অ্যাপ হল DU Recorder যখন ফেসবুক, হোয়াটস্অ্যাপ বা অন্য কোনো ভিডিয়ো কলিং অ্যাপের মাধ্যমে আপনি কাউকে ভিডিয়ো কল করবেন, তখন ফোনের স্ক্রিনে DU Recorder অ্যাপটির ফ্লোটিং আইকন শো করবে। আপনি আইকনটি ট্যাপ করে ভিডিয়ো রেকর্ডিং শুরু করতে ও স্টপ করতে পারবেন।  
ভিডিয়ো কল রেকর্ডিং করার জন্য আরও একটি ভালো অ্যাপ হল AZ Screen Recorder আপনি যখন কাউকে ভিডিয়ো কল করবেন, তখন ফোনের নোটিফিকেশন বারটি পুল করুন। সেখানে এই অ্যাপটির কন্ট্রোল বাটন রয়েছে। সেই বাটন ট্যাপ করে আপনি ভিডিয়ো কল রেকর্ড ও স্টপ করতে পারবেন।

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট