14 Oct 2017

ফোনের সাহায্যে এটিএম থেকে টাকা তোলার সুবিধা



Photo Credit : Pixabay
প্রথমতকোনো কোনো ব্যাঙ্ক অবশ্য QR কোড বা বার কোড অপশন ব্যবহার করছে| সেক্ষেত্রে ফোনে ব্যাঙ্ক-এর অ্যাপটি ট্যাপ করার পর এটিএম প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য যাচাই করবে| তথ্য ঠিক থাকলে এটিএম স্ক্রীনে একটি QR কোড বা বার কোড ডিসপ্লে করবে| আপনাকে সেই কোডটি ফোনের সাহায্যে স্ক্যান করতে হবে, স্ক্যান কমপ্লিট হলে এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে|

দ্বিতীয়তএই পদ্ধতিতে এটিএম পিন মনে রাখার প্রয়োজন নেই| অনেকেই (বিশেষত বয়স্করা) পিন মনে রাখতে যথেষ্ট সমস্যায় পড়েন| তাছাড়া, এখন আমরা এটিএম কিয়স্কে গিয়ে পিন দেয়ার সময় সর্বদা ভয়ে ভয়ে থাকি যে, এই বুঝি কেউ পাশ থেকে আমার পিন দেখে ফেলল| কিন্তু এই পদ্ধতি চালু হলে অন্য কেউ আপনার পিন জেনে যাবে, সেই আশঙ্কাও আর থাকবে না| যেহেতু প্রতিবার টাকা তোলার সময় এটিএম ফোনে ওটিপি পাঠাবে বা আলাদা আলাদা QR কোড ডিসপ্লে করবে, তাই সেই ওটিপি বা QR কোড অন্য কেউ দেখলেও কোনো সমস্যা হবে না|


তৃতীয়ত, প্রচলিত পদ্ধতিতে আমরা এটিএম-এ কার্ড যখন সয়াইপ করি তখন কার্ডের পেছনে ম্যাগনেটিক স্ট্রিপে স্টোর করা কার্ড নম্বর এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এটিএম কপি করে| অনেক ক্ষেত্রে সাইবার ক্রিমিনালরা এটিএমে কার্ড ঢোকানোর সেই স্লটে বিশেষ চিপ ঢুকিয়ে রাখে| আপনি যখন এটিএমে কার্ড সয়াইপ করবেন, তখন সেই চিপ কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপে স্টোর করা যাবতীয় তথ্য কপি করে নেয়| এইভাবে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে তথ্য চুরিকে বলা হয় স্কিমিং (skimming)| মোবাইল ফোনের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার এই নতুন পদ্ধতি ব্যাঙ্কিং সেক্টর পুরোপুরি চালু করে দিলে অদূর ভবিষ্যতে এটিএমে কার্ড সয়াইপ করার পদ্ধতি বন্ধ হয়ে যাবে, ফলে স্কিমিং-এর মাধ্যমে কার্ডের থেকে তথ্য চুরিও বন্ধ করা যাবে| টেকনোবিটসের পাঠকদের একটি তথ্য জানিয়ে রাখা দরকার, সেটা হলো প্রতি বছর এই ভাবে স্কিমিং-এর মাধ্যমে সাইবার ক্রিমিনালরা গোটা বিশ্বে বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের কাছ থেকে মোট কয়েকশো কোটি ডলার বা কয়েক হাজার টাকা চুরি করে| তাই মোবাইল ফোনের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি চালু হলে গ্রাহক তথা ব্যাঙ্কগুলিও এই ক্ষতির হাত থেকে রেহাই পাবে|

 ⇛ চতুর্থতকার্ডের বদলে মোবাইল অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলার আরো একটি সুবিধা হলো, এই পদ্ধতিতে অনেকটা সময় বাঁচে| হিসেব করে দেখা গিয়েছে, কার্ড সয়াইপ করে, স্ক্রীনে দেখানো নির্দেশ মেনে এবং পিন ইনপুট করে এটিএম থেকে টাকা তুলতে গড়ে ৪০ সেকেন্ড সময় লাগে| কিন্তু মোবাইল অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে সময় লাগে গড়ে ১০ সেকেন্ড| তাই সব মিলিয়ে এই নতুন পদ্ধতি শুধু যে নিরাপদ, তা নয়, একই সঙ্গে সময়ও বাঁচায়|

 পড়ুনঃ ফোনের সাহায্যে এটিএম থেকে টাকা তোলার নতুন প্রযুক্তি


No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট