13 Oct 2017

বিশ্বের প্রথম পিসি ভাইরাস ব্রেন


বিশ্বের প্রথম ভাইরাস এলক্ ক্নোনার তৈরির চার বছর পর ১৯৮৬ সালে তৈরি করা হয়েছিল ব্রেন ভাইরাস। এলক্ ক্লোনার ছিল প্রথম ম্যাক



Photo Credit : Pixabay
(অ্যাপল ম্যাকিনটোশ)বেসড্ ভাইরাস। কিন্তু ব্রেন ছিল প্রথম আইবিএম পিসি প্ল্যাটফর্ম বেসড্ ভাইরাস। ব্রেন ভাইরাসটিও বুট সেক্টর ভাইরাস। ভাইরাসটি তৈরি করেছিলেন দুই পাকিস্তানি ভাই আমজাদ ফারুখ আলভি এবং বসিত ফারুখ আলভি। রিখের উদ্দেশ্য ছিল নিছক মজা, আলভি ভাইদের উদ্দেশ্য কিন্তু অন্যের কম্পিউটারের ক্ষতি করা ছিলতাঁরা ব্রেন ভাইরাসের মাধ্যমে সফট্ওয়্যার পাইরেসি বন্ধ করতে চেয়েছিল। যারা পাইরেটেড সফট্ওয়্যার ব্যাবহার করতো, ব্রেন তাদের কম্পিউটারের ফ্লপি ডিস্ক ড্রাইভ স্লো করে দিত এবং ডেস্কটপে একটি মেসেজ শো করতো। মেসেজটি ছিল এই রকম—

Welcome to the Dungeon
(c) 1986 Basit & Amjad (pvt) Ltd.
BRAIN COMPUTER SERVICES
730 NIZAB BLOCK ALLAMA IQBAL TOWN
LAHORE-PAKISTAN PHONE :430791,443248,280530.
Beware of this VIRUS....
Contact us for vaccination............ $#@%$@!!


ব্রেন ভাইরাস কম্পিউটারের বুটিং ফ্লপির বুট সেক্টরকে রিপ্লেস করে সেই জায়গাটি নিজে দখল করতো এবং বুট সেক্টরকে অন্য সেক্টরে মুভ করিয়ে দিত। বুট আপ প্রসেসের সময় কম্পিউটার যখন ফ্লপির বুট সেক্টরকে রিড করার চেষ্টা করতো, তখন মুভ করানোর পর ফ্লপির যেখানে অরিজিনাল বুট সেক্টর রয়েছে ব্রেন ভাইরাস সেই সেক্টরে কম্পিউটারের বুট প্রসেসকে রিডাইরেক্ট করতো, ফলে কম্পিউটারের পক্ষে বোঝা সম্ভব হত না যে, বুট সেক্টরে ভাইরাস রয়েছে। তাই ডিবাগিং বা অন্য কোনো পদ্ধতিতে ব্রেন ভাইরাসের উপস্থিতি ধরা সম্ভব ছিল না। ভাইরাসের এই ধরণের বৈশিষ্ট সাধারণত রুটকিট ক্যাটাগরির ম্যালওয়্যারের মধ্যে থাকে। তাই ব্রেন ছিল প্রথম পিসি ভাইরাস এবং একই সঙ্গে প্রথম রুটকিট।

 পড়ুনঃ 


       

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট