13 Oct 2017

ভার্চুয়াল কীপ্যাড


Photo Credit : Pixabay
         আপনার অনলাইন অ্যাকাউন্টে যত শক্তিশালী পাসওয়ার্ড দিন না কেন, যদি আপনার কম্পিউটারে কীলগার ম্যালওয়্যার হামলা চালায় তবে আপনি কোন অ্যাকাউন্টের জন্য কোন পাসওয়ার্ড টাইপ করছেন, তা ম্যালওয়্যারটি রেকর্ড করে হ্যাকারের কাছে পাঠিয়ে দেবে। অর্থাৎ হ্যাকার আপনার জিমেল, ফেসবুক, নেট ব্যাংকিং অ্যাকাউন্ট সহ সমস্ত অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যাবে।



           তাই সর্বদা কম্পিউটারে অ্যাকান্টে লগইন করার সময় পাসওয়ার্ড ও আইডি টাইপ করতে ভার্চুয়াল কীপ্যাড ব্যবহার করুন। উইনডোজ কম্পিউটারে ইনবিল্ট ভার্চুয়াল কীপ্যাড রয়েছে। এই কীপ্যাড ব্যবহার করার জন্য কম্পিউটারে উইনডোজ কী এবং R কী একসঙ্গে প্রেস করুন ডেস্কটপে রান বক্স ওপেন হবে সেখানে টাইপ করুন osk এবং এন্টার কী প্রেস করুন দেখবেন ডেস্কটপে ভার্চুয়াল কীপ্যাড ওপেন হবে এবার ভার্চুয়াল কীপ্যাডের উপর মাউজ দিয়ে ক্লিক করে লগইন আইডি এবং পাসওয়ার্ড টাইপ করুন যদিও আঙ্গুলে টাইপ করার তুলনায় এই পদ্ধতিতে টাইপ করতে সময় সামান্য বেশি লাগবে, কিন্তু পদ্ধতিটি অনেক নিরাপদ

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট