15 Oct 2017

শপিং অ্যাপ


🛍 কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করেন অথচ অনলাইন শপিং কখনো করেননি এমন কাউকে আজকাল খুঁজে পাওয়া মুশকিল|
Photo Credit : Pixabay
শুধু অনলাইন শপিং নয়, অনলাইনে টকটাইম বা ডেটা প্যাকও আমরা অনেকে রিচার্জ করি, ট্রেনের, ফ্লাইটের, সিনেমার টিকিট কাটি, ইলেকট্রিসিটির বিল পে করি|

সুতরাং এটা ঘটনা যে, এখন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অনলাইন শপিং, অনলাইন পেমেন্ট ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে| তাই এখন আমাদের প্রায় সবার মোবাইল ফোনেই একাধিক শপিং অ্যাপ, পেমেন্ট অ্যাপ ইত্যাদি রয়েছে| যেহেতু এই অ্যাপগুলি আমরা প্রায় প্রতিদিন নানা কাজে ব্যবহার করি, তাই ফোনে এই অ্যাপগুলি যদি অ্যাপ লিস্টে একসঙ্গে পাওয়া যেত, তাহলে যে খুবই সুবিধা হত, তা বলাইবাহুল্য| আর তাই All in one shopping app ঠিক এই কাজটাই করেছে| আপনি যদি এই অ্যাপটি ফোনে ইনস্টল করেন, তাহলে আপনাকে আলাদা করে ফ্লিপকার্ট, অ্যামাজন, পেটিএম ইত্যাদি অ্যাপ ইনস্টল করতে হবে না| এই অ্যাপটির মধ্যে একাধিক ক্যাটাগরি রয়েছে, যেমন ইকমার্স, রিচার্জ, মুভি, গ্রসারি, ট্রাভেল, ফুড, কিডস, জবস ইত্যাদি| ইকমার্স ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্লিপকার্ট, পেটিএম, ফ্রিরিচার্জ, এয়ারটেল রিচার্জ, মবিকুইক ইত্যাদি| 

     আরো একটি সুবিধা হলো, All in one shopping app একটি ফ্রি অ্যাপ হলেও কিন্তু ১০০ শতাংশ অ্যাড ফ্রি| শুধু তাই নয়, এই অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, তাছাড়া এই অ্যাপ আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট বা অন্য কোনো পার্সোনাল ডেটা কালেক্ট করে না| অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়।

3 comments:

  1. খুব ভালো apps।কিন্তু ডাউলোড করবো কি করে?

    ReplyDelete
    Replies
    1. গুগল প্লে স্টোরে পাবেন।:)

      Delete
  2. Nice blog site...
    Thanks for your every knowledgeable information.

    ReplyDelete

জনপ্রিয় পোস্ট