16 Oct 2017

রেড অ্যালার্ট থেকে সুরক্ষা

কীভাবে এই ম্যালওয়্যার-এর হামলা থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন? প্রথমত, এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড মার্শম্যালো ৬.০ বা তার নিচের ভার্সনের অপারেটিং সিস্টেমে কাজ করে, তাই যাদের ফোনের ওএস অ্যান্ড্রয়েড নূগা বা ওরিঅ-তে আপগ্রেড করার সুযোগ রয়েছে, তারা অবিলম্বে তা করে নিন| দ্বিতীয়ত, গুগল প্লে স্টোর ছাড়া কোনো থার্ড পার্টি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন না| 

Photo Credit : Pixabay

অনেক সময় ফোনে এমন অনেক এসএমএস আসে যেগুলির মধ্যে অ্যাপ ডাউনলোড করার লিংক থাকে, এই ধরনের লিংক-এ ক্লিক করে কখনো অ্যাপ ডাউনলোড করবেন না| আননোন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড বাই-ডিফল্ট বন্ধ রাখার জন্য ফোনের সেটিংস-এ গিয়ে ‘security’ ক্লিক করুন এবং ‘Unknown sources’ অপশন টার্ন অফ করুন| ফোনের সমস্ত অ্যাপ এবং ওএস অবশ্যই নিয়মিত আপডেট করবেন| ফোনে অ্যান্টি ম্যালওয়্যার স্যুট ব্যবহার করুন|

                                          আরও পড়ুন


                                          রেড অ্যালার্ট ২.০


                                          রেড অ্যালার্ট কীভাবে কাজ করে

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট