16 Oct 2017

রেড অ্যালার্ট ২.০


অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সাবধান! সম্প্রতি এক নতুন ধরনের ম্যালওয়্যার-এর খোঁজ মিলেছে, যা এতটাই শক্তিশালী যে,
Photo Credit : Pixabay
এটি টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি বাইপাস করে সহজেই আপনার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে| 
ম্যালওয়্যারটি প্রথম নজরে আসে সিকিউরিটি রিসার্চারস ল্যাব SfyLabs- বিশেষজ্ঞদের| ম্যালওয়্যারটির নাম রাখা হয়েছে Red Alert 2.0| ম্যালওয়্যারটি যে যথেষ্ট শক্তিশালী শুধু তাই নয়, এর আরো একটি ভয়ঙ্কর দিক হলো এটি ডার্ক ওয়েব-এ ভাড়া পাওয়া যাচ্ছে|

অর্থাৎ আপনি যদি এই ম্যালওয়্যারটি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ম্যালওয়্যারটি যারা তৈরী করেছে সেই ডেভেলপারদের প্রতি মাসে $৫০০ দিতে হবে| সুতরাং ম্যালওয়্যারটি খুবই সহজলভ্য, যে কেউ মাসে মাত্র ৩৫০০-৪০০০ টাকা খরচ করেই এই ম্যালওয়্যারটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে| Red Alert 2.0 ম্যালওয়্যারটির আরো একটি বৈশিষ্ট হলো এর ডেভেলপাররা ম্যালওয়্যারটির ক্ষমতা বাড়ানোর জন্য এটিকে নিয়মিত আপডেট করছে|

⇒ এই ম্যালওয়্যারটি কী কী করার ক্ষমতা রাখে? 

Red Alert 2.0 ম্যালওয়্যারটি যা যা করতে পারে, সেগুলি হলো, এটি ফোনের নেটব্যাঙ্কিং অ্যাপ, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপগুলির লগইন পেজের উপর নিজের তৈরী নকল লগইন পেজ পেস্ট করে দিতে পারে, কিলগার হিসাবে কাজ করে আপনি ফোনে যে লগইন আইডি এবং পাসওয়ার্ড টাইপ করবেন সেগুলি রেকর্ড করতে পারে, এবং ফোনের কন্ট্যাক্ট লিস্ট চুরি করতে পারে| তবে Red Alert 2.0 ম্যালওয়্যারটির সবচেয়ে বড় অস্ত্র হলো, এটি আপনার নেটব্যাঙ্কিং অ্যাকাউন্ট হাইজ্যাক করার জন্য ব্যাঙ্ক থেকে আপনার ফোনে পাঠানো সমস্ত কল ও এসএমএস ব্লক করে দিতে পারে| ফলে ব্যাঙ্ক থেকে আপনাকে সতর্ক করে কোনো কল করা হলে বা এসএমএস পাঠানো হলেও তা আপনার কাছে পৌঁছবে না|

আরও পড়ুনঃ


রেড অ্যালার্ট কীভাবে কাজ করে


রেড অ্যালার্ট থেকে সুরক্ষা


No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্ট