8 Aug 2020

আপনার শিয়াওমি ফোনে কি মিলবে Android 11 ও MIUI 12 আপডেট ?

Image courtesy: Android central

সেপ্টেম্বরে গুগল রিলিজ করবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 11 । এদিকে শিয়াওমি কোম্পানি তাদের নতুন ইউজার ইন্টারফেস (স্কিন) MIUI 12 লঞ্চ করেছে জুলাই মাসে । Redmi, POCO এবং Mi সিরিজের একাধিক ফোনে পাওয়া যাচ্ছে এই আপডেট । প্রথম দফায় জুলাই মাসে শিয়াওমি তাদের একাধিক মডেলের ফোনে এই আপডেট রিলিজ করেছিল । দ্বিতীয় দফায় শিয়াওমি তাদের আরও কয়েকটি মডেলের জন্য MIUI 12 আপডেট রিলিজ করেছে । 



টেকনোবিটসের ব্লগ এখন ফেসবুক ছাড়াও পাবেন  টুইটার,  টেলিগ্রাম  ও  ইনস্টাগ্রামে  



MIUI 12- এ যে সমস্ত নতুন ফিচার রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ডার্ক মোড, AI Calling (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কলিং), ডায়নামিক অলওয়েস অন ডিসপ্লে ইত্যাদি । 



হোয়াটসঅ্যাপে নতুন ফিচার Search the web



আপনি যদি ব্যস্ত থাকেন এবং কল রিসিভ করতে না পারেন, তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কলিং (AI Calling) ফিচারটি আপনার হয়ে কল রিসিভ করবে এবং উত্তর দেবে । ফিচারটি অবশ্য শিয়াওমির আবিষ্কার নয়, বছরখানেক আগে গুগল ফিচারটি লঞ্চ করেছিল । গুগলের এআই কলিং ফিচার শিয়াওমির থেকে অনেক উন্নত । ডায়নামিক অলওয়েস অন ডিসপ্লে ফিচারটি অনেকটা কম্পিউটারের অ্যানিমেটেড স্ক্রিনসেভারের মতো । এই ফিচারটির সাহায্যে ফোনের লকস্ক্রিনে অ্যানিমেটেড ওয়ালপেপার সেট করতে পারবেন । 

আপনার ফোনে কি অ্যান্ড্রয়েড-১১ মিলবে ?



প্রথম দফায় (জুলাই মাসে) শিয়াওমির একাধিক ফোনে MIUI 12 আপডেট দেওয়া হয়েছে সেগুলি হল । দ্বিতীয় দফায় (অগাস্ট মাসে) শিয়াওমির আরও কয়েকটি মডেলে MIUI 12 আপডেট পাওয়া যাচ্ছে । যে ফোনগুলিতে MIUI 12 আপডেট পাওয়া যাচ্ছে সেগুলি হল -








Redmi Note 7 
Redmi Note 7 Pro
Redmi Note 8 Pro 
POCOPHONE F1
POCO F1
Mi 10 Pro
Mi 10
POCO F2 pro
POCO X2
Mi 10 Lite
Mi Note 10
Mi 8
Mi 8 Pro
Mi MIX 3
Mi MIX 2S
Mi 9 SE
Mi 9 Lite
Redmi Note 7S
Redmi Note 9
Mi MAX 3
Mi 8 Lite


Image courtesy: Xiaomi


Redmi Y3
Redmi 7
Redmi 6 Pro
Redmi Note 6 Pro
Redmi Note 5
Redmi Note 5 Pro
Redmi Y2/ Redmi S2
Redmi 6A
Redmi 6
Mi Note 3
Mi MIX 2
Redmi Note 8T
Redmi 8
Redmi 8A
Redmi 7A
Redmi Note 9s
Redmi Note8
Mi Note10 Lite
Redmi 8A Dual
Redmi Note 9 Pro
Redmi Note 9 Pro Max


প্রথমে চিনে শিয়াওমির ফোনগুলিতে এই আপডেট মিলবে । তারপর ভারত সহ বাকি দেশগুলিতে আপডেট পাওয়া যাবে । তবে এই লিস্ট চূড়ান্ত নয় । শিয়াওমি জানিয়েছে, আগামীতে আরও কয়েকটি মডেলের ফোনে MIUI 12 আপডেট মিলতে পারে । 



সবশেষে আসি সেই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে অর্থাৎ শিয়াওমির কোন কোন মডেলে Android 11 অপারেটিং সিস্টেম ব্যবহারের অর্থাৎ ওএস আপগ্রেডেশনের সুবিধা মিলবে । শিয়াওমি এখনও পর্যন্ত অফিশিয়ালি জানায়নি তাদের কোন কোন মডেলে Android 11 ব্যবহার করা যাবে । তবে তাদের বিশেষ কিছু মডেলে এখন Android 11 অপারেটিং সিস্টেমের বিটা টেস্টিং চলছে । সাধারণত যে সমস্ত মডেলের ফোনে নতুন কোনও অপারেটিং সিস্টেমের বিটা টেস্টিং চলে সেগুলিতেই পরবর্তীতে সেই অপারেটিং সিস্টেমের আপগ্রেডেশনের সুবিধা পাওয়া যায় । শিয়াওমির যে ফোনগুলিতে Android 11 – এর বিটা টেস্টিং চলছে সেগুলি হল –



Mi 10 (umi)
Mi 10 Pro (cm)
Mi 10 Youth Edition (Lite Zoom) (vangogh)
Redmi K30 Pro / Poco F2 Pro (lmi)
Redmi K30 / Poco X2 (phoenix)
Redmi K30 5G / Redmi K30 Racing Edition (picasso)
Redmi K30i 5G (picasso_48m)
Mi CC 9 Pro / Mi Note 10 / Mi Note 10 Pro
Mi Note 10 Lite (toco)
Mi 10 Lite 5G (coin)
Mi 9 (cepheus)
Mi 9 Pro 5G (crux)
Mi 9 SE (gray)
Mi CC 9 / Mi 9 Lite (pyxis)
Mi CC 9 Meitu Edition (sail)
Mi A3 (laurel)









Redmi 10X Pro (bomb)
Redmi 10X 5G (atom)
Redmi 10X 4G / Redmi Note 9 (merlin)
Redmi Note 9 Pro Max (excalibur)
Redmi Note 9 Pro (joyeuse)
Redmi Note 9 Pro India / Redmi Note 9s (curtana)
Redmi 9 (lancelot)
Redmi 9C / Poco C3 (angelica)
Redmi 9A (dandelion)
Poco M2 Pro (gram)
Blackshark 3S
Blackshark 3 Pro (mobius)
Blackshark 3 (small)
Blackshark 2 Pro (darklighter)
Blackshark 2 (skywalker)
Redmi K20 Pro / Premium / Mi 9T Pro (raphael)
    


উপরের এই ফোনগুলির কোনও একটি যদি আপনি ব্যবহার করেন তবে আপনার ফোনে Android 11 আপগ্রেডেশনের সুবিধা যে পাওয়া যাবে প্রায় নিশ্চিত করে বলা যায় । 






টেকনোবিটসের এই ব্লগটি পড়ে যদি ভালো লাগে তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। কমেন্ট করুন ব্লগের নীচে বা টেকনোবিটসের ফেসবুক পেজে। টেকনোবিটসের ব্লগগুলি যদি নিজের ফেসবুক নিউজ ফিডে পেতে চান, তবে টেকনোবিটসের ফেসবুক পেজে গিয়ে Follow বাটন ক্লিক করে তারপর See first অপশনটিতে ক্লিক করুন। ধন্য়বাদ। 

1 comment:

  1. খুব একটা দরকারী, গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য খবর নয়, আগের ব্লগগুলোর ন্যায়

    ReplyDelete

জনপ্রিয় পোস্ট